এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বঙ্গে বর্ষা পা রাখলেও, দক্ষিণে দেখা নেই প্রাক বর্ষার বৃষ্টির

নিজস্ব প্রতিনিধি: বাংলায় পা রেখেছে বর্ষা(Monsoon)। শুক্রবারই উত্তরবঙ্গের(North Bengal) ডুয়ার্স ও সিকিমে পা রেখেছে বর্ষা। মনে করা হচ্ছে আগামী ৩-৪দিনের মধ্যেই দক্ষিণবঙ্গেও(South Bengal) বর্ষা চলে আসবে। কিন্তু প্রশ্ন উঠেছে উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে এবারে তা বেমালুম বেপাত্তা হয়ে গিয়েছে। পরিবর্তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দাপট দেখাচ্ছে গুমোট গরম। আলিপুর আবহাওয়া দফতরের দাবি, এই গুমোটভাব এখন বজায় থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তিও প্রতিদিন বাড়বে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও খুব ভারী বৃষ্টি হবে না, ফলে গুমোট গরমও বজায় থাকবে। তবে আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

সাধারণত দেখা যায় বর্ষা আসার আগেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যায়। মূলত বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাসই সেই বৃষ্টিপাত ঘটনায়। কখনও কখনও তা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতও ঘটায়। উত্তরবঙ্গের জেলাগুলি তো বটেই, কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিও নিয়ম করে এই প্রাক বর্ষার বৃষ্টির সাক্ষী থাকে প্রতি বছর। এবছরেও উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি(Rain) বেশ ভালই হয়েছে। কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের কপালে তা জোটেনি। কার্যত এইবছর দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে এবারে প্রাক বর্ষার বৃষ্টিটাই বেমালুব গায়েব হয়ে গিয়েছে। আর তার জেরেই প্রশ্ন উঠেছে বর্ষার বৃষ্টিটাও ঠিক মতন হবে তো কলকাতা ও দক্ষিণবঙ্গের বুকে। এমনিতেই দেশের আবহাওয়াবিদরা জানিয়ে দিয়েছেন এবছর উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হবে। মনে করা হচ্ছে, এই ভবিষ্যতবাণী হয়তো মিলে যাবে। কেননা অনেক সময়ই দেখা গিয়েছে বর্ষার স্বাভাবিক বৃষ্টি কম হলেও তার আগের প্রাক বর্ষার বৃষ্টি ভাল হলে সামগ্রিক ঘাটতি পূরণ হয়ে যায়। কিন্তু এবারে প্রাক বর্ষার বৃষ্টির দেখাই নেই। এরওপর যদি বর্ষার বৃষ্টিও স্বাভাবিকের থেকে কম হয় তাহলে দক্ষিণবঙ্গে আগামী শুখা মরশুমে জলের সঙ্কট দেখা দিতে বাধ্য।

আবহাওয়াবিদদের দাবি, বিশ্বউষ্ণায়নের জেরে বর্ষার চরিত্রও প্রতিবছরই যে বদলে যাচ্ছে তা বেশ বোঝা যাচ্ছে। এখন আর বর্ষার সময়ও ধারাপাতের দেখা মেলে না। বরঞ্চ অল্প সময়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে দেখা যায় যা বন্যার জন্ম দিয়ে দিচ্ছে। এবছরও দক্ষিণবঙ্গের বুকে ধারাপাতের সম্ভাবনা নেই। বরঞ্চ সেপ্টেম্বর মাসে অল্প সময়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। শনিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা। যদিও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সিঙ্গুর-নন্দীগ্রাম নয়, ঢেউচা-পাঁচামিই বাংলার ভবিষ্যত, নৈতিক জয় তৃণমূলের

শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা আবহাওয়া দফতরের

‘সব চাকরি বিক্রি হয়নি, একা তৃণমূলের ঘাড়ে দোষ চাপালেও হবে না’, দাবি নওশাদের

তীব্র তাপপ্রবাহ, সোমবার থেকেই রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি!

বছরে বিনামূল্যে ১০ গ্যাস সিলিন্ডার, ইস্তেহারে অঙ্গীকার তৃণমূলের

রাজ্যপালের কোচবিহার সফরে আপত্তি জানাল নির্বাচন কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর