এই মুহূর্তে




রথের পুণ্যলগ্নে শোভাবাজার রাজবাড়িতে ২৬৯ বছরের দুর্গা প্রতিমার কাঠামো পুজো




নিজস্ব প্রতিনিধি: ২৬৯ বছরে দুর্গা পুজোতে এবার পদার্পণ করল শোভাবাজার রাজবাড়ি। রথযাত্রার দিন রীতিনীতি মেনে প্রতিবছর কাঠামো পুজো হয়ে থাকে।মা দুর্গার যে ডান পা সিংহর পিঠে থাকে সেটাই হচ্ছে কাঠামো, মানে আড়াই হাত মাপ।অর্থাৎ আড়াই হাত মাপের মা দুর্গার যে ডান পা সিংহের উপরে থাকে সেটাই কাঠামো হিসেবে পুজো হয়ে থাকে, প্রত্যেক বছর এই দিনে হয়।একদিকে রথের দড়িতে টান পড়ল অন্যদিকে শোভাবাজার রাজবাড়ির (Sovabazar Rajbari)২৬৯ বছরের দুর্গা পুজোর কাঠামো পূজার(Kathamo Puja) মাধ্যমে সূচনা হল।

যা নবকৃষ্ণ দেবের আমল থেকেই এভাবেই পুজোটা রীতিনীতি মেনেই হয়ে আসছে।আজ অবধি এর ব্যতিক্রম হয়নি কোনদিনই। জানালেন তারা অষ্টম জেনারেশন। একই নিয়ম এভাবেই মেনে চলছে এমনটাই জানান।কাঠামো পুজোর মাধ্যমেই রথযাত্রার দিন থেকে শুরু হয়ে গেল মায়ের আগমন। জানান দেবরাজ মিত্র।তিনিএবারের দুর্গাপুজোর পালাদার ও বোর্ড অফ ট্রাস্টির সদস্য।

কাঠামো পুজোর পর থেকেই ঠাকুর তৈরির কাজ শুরু হবে। মহালয়ার দিন চক্ষুদান পর্ব।পাশাপাশি নির্দিষ্ট সময় মেনে মায়ের আগমন সুন্দর করে তুলবেন রাজবাড়ির সদস্যরা।প্রদীপ পাল শিল্পীর হাত ধরেই মায়ের মূর্তি তৈরি হবে শোভাবাজার রাজবাড়িতে। এক প্রকার রথের দিন থেকেই শোভাবাজার রাজবাড়িতে দুর্গা পুজোর প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেল।নির্দিষ্ট সময় গোটা রাজবাড়ী রং করে ফের রাঙিয়ে তোলা হবে। নির্দিষ্ট তিথিতেই বেজে উঠবে বাজনা মায়ের আগমনীর সুরে।জ্বলে উঠবে ঝাড়বাতি। অতিথিদের আগমনে শোভাবাজারের রাজবাড়ির দুর্গা মন্ডপ প্রাঙ্গণ গমগম করবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

যখন নবান্ন অভিযান করেন পুলিশ অনুমতি ছাড়া, তখন আপত্তি কোথায় থাকে,সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়

ডাবল ইঞ্জিন রাজ্যে বিজেপি ভোট দিতে দেয় না, ফের তোপ মমতার

৩২ বছর আগের সেই দিনের AI ভিডিও বানিয়ে ২১ জুলাইয়ের প্রচারে তৃণমূল

একুশের মঞ্চের শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়

২১ জুলাইয়ের মঞ্চে টলিউডের নতুন তারকাদের থাকার সম্ভাবনা

প্রতিদিন আত্মহত্যা করছেন ৮ কৃষক, বিধানসভায় তাস খেলায় মগ্ন মন্ত্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ