এই মুহূর্তে




সময় দেননি স্পিকার, কলকাতায় ফিরছেন সাংসদ বাবুল




নিজস্ব প্রতিনিধি: সময় দেননি লোকসভার স্পিকার ওম বিড়লা। ফলে সাংসদ পদ থেকে ইস্তফা না দিয়েই এযাত্রায় কলকাতায় ফিরছেন বাবুল সুপ্রিয়। এ কথা নিজেই জানালেন তিনি। স্পিকারের অপেক্ষায় আরও কিছুদিন দিল্লিতে থাকতেই পারতেন, তবে বঙ্গে দুর্যোগের ভ্রুকুটি থাকায় দ্রুত ফিরতে চাইছেন সদ্য শাসকদল তৃণমূলে যোগ দেওয়া আসানসোলের সাংসদ।

গত ১৮ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে তৃণমূলে যোগ দেন বাবুল সুপ্রিয়। সেদিনই জানিয়েছিলেন, লোকসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন তিনি। সে জন্য স্পিকারের সময় চেয়েছিলেন তিনি। কিন্তু সাতদিন অপেক্ষা করেও সময় দেননি স্পিকার। এ নিয়ে বাবুল সুপ্রিয় বলেন, ‘২৩ তারিখ সময় চেয়েছিলাম। কিন্তু পাইনি। আমাকে এবার কলকাতায় ফিরতে হবে। কারণ, দুর্যোগ ধেয়ে আসছে রাজ্যের দিকে। আর অপেক্ষা করা যাবে না।’

তবে হাল ছাড়তে নারাজ বাবুল। তাঁর কথায়, ‘কবে স্পিকার সময় দেবেন, তা জানা নেই। তবে নিশ্চিত আমাকে সময় উনি সময় দেবেনই। তখন কলকাতা থেকে আসতে হবে, এই যা।’ এদিকে তৃণমূল সূত্রে খবর, বাবুল সুপ্রিয় ইস্তফা দিলে আসানসোলে ফের উপনির্বাচন করতে হবে। আর সেই নির্বাচনে বিজেপি জিততে পারবে না। আর তাই স্পিকার এমন গড়িমসি করছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

IIM জোকা ক্যাম্পাসে ধর্ষণকাণ্ডে আদালত জামিন দিল মূল অভিযুক্তকে

রবিতে দুঃসংবাদ, দক্ষিণবঙ্গের ৭ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

২১ জুলাই কোন মঞ্চে থাকবেন জানিয়ে দিলেন দিলীপ

ওড়িশাতে কিশোরীকে হত্যার চেষ্টা ঘটনা ‘প্রধানমন্ত্রীর বেটি পোড়াও প্রকল্প’ বলে মন্তব্য শশী পাঁজার

দিদির একনিষ্ঠ ভক্ত, চলন্ত ট্রেনে ২১ জুলাইয়ের প্রচার ভাই দাসের

অসমে বাংলায় কথা বলায় হেনস্তা, ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ