26ºc, Rain
Sunday, 14th August, 2022 11:58 am
নিজস্ব প্রতিনিধি: হয়ে গিয়েছে আচার্য বিল পাস। তা আটকে আছে কেবলমাত্র রাজভবনের ফাঁসে। সেই জন্যেই এখনও কার্যকর হয়নি আচার্য বিল। এই পরিস্থিতিতেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের (RABINDRA BHARATI UNIVERSITY) উপাচার্যের (VC) নাম ঘোষণা করেছিলেন রাজ্যের রাজ্যপাল (GOVERNOR) জগদীপ ধনখড়। আর তা নিয়েই ক্ষুব্ধ স্পিকার (SPEAKER)। তুললেন নৈতিকতার প্রশ্ন।
গত বৃহস্পতিবার রাজ্যপাল বিজ্ঞপ্তি জারি করেছিলেন, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহুয়া মুখোপাধ্যায়। তিনি ছিলেন নৃত্য বিভাগের অধ্যাপক। তা নিয়েই শুক্রবার মন্তব্য করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বললেন, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম ঘোষণা করা ঠিক হয়নি। এদিন সাংবাদিক বৈঠকে তিনি আরও বলেন, ‘এটি নৈতিকতার প্রশ্ন’। বিস্ফোরক হয়ে বলেন, রাজ্যপালের উপাচার্য নিয়োগ অশোভনীয়। রাজভবনে বিল পাঠানোর পরেও ফেলে রাখা হয়েছে, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন স্পিকার। উল্লেখ্য, এই প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, তিনি কোনও বিজ্ঞপ্তি পাননি।
প্রসঙ্গত সম্প্রতি বিধানসভায় পাশ হয়েছে আচার্য বিল। মানে, এবার থেকে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন মুখ্যমন্ত্রী (CM)। এতদিন এই পদে ছিলেন রাজ্যপাল। তবে এই বিলে এখনো সই করেননি রাজ্যপাল। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, আচার্য বিলে সংশোধন আনার পর কেন রাজ্যপাল রাজ্যপাল নিয়োগ করলেন নয়া উপাচার্য?