26ºc, Mist
Monday, 27th March, 2023 8:56 am
নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) বুকে শুরু হয়ে গিয়েছে বই পার্বণ। মানে বইমেলা। গতকাল অর্থাৎ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার(KIBF 2023) উদ্বোধন করেছেন। এদিন অর্থাৎ মঙ্গলবার থেকেই তা সাধারন মানুষের জন্য খুলে গিয়েছে। সল্টলেকের সেন্ট্রাল পার্কে আয়োজিত এই মেলায় এসে বই কিনে, ঘুরে ফিরে, আড্ডা দিয়ে যাতে সবাই ঠিকঠাকভাবে বাড়ি ফিরে যেতে পারেন তার জন্য মুখ্যমন্ত্রী বিশেষ বাস পরিষেবা(Special Bus Service) চালু করার জন্য রাজ্যের পরিবহণমন্ত্রীকে নির্দেশ দিয়েছিলেন। বলেছিলেন করুণাময়ী থেকে বিশেষ বাস চালাতে। সেই নির্দেশ মেনে এদিন দুপুর ২টো থেকে করুণাময়ী বাস টার্মিনাস(Karunamoyee Bus Terminus) থেকে ২০টি রুটে বিশেষ এই বাস পরিষেবা চালু করে দেওয়া হল। আপাতত ছুটির দিনে ৪০০ ও সাধারন দিনে ৩০০টি বাস চলবে এই সব রুটে। এসি এবং নন এসি দুই রকমেরই বাস করুণাময়ী থেকে পাবেন বইমেলায় আসা মানুষজন।
আরও পড়ুন ১ এপ্রিল থেকে অচল ৯ লক্ষ সরকারি গাড়ি
রাজ্য পরিবহণ দফতর থেকে এদিন জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো, এদিন থেকেই সরকারি এবং বেসরকারি মিলিয়ে প্রায় ৩০০ বাস প্রতিদিন সল্টলেক করুণাময়ী মেলাপ্রাঙ্গণ ছুঁয়ে যাতায়াত করবে। ছুটির দিনে তা আরও ১০০টার মতো বাড়বে। করুণাময়ী বাস টার্মিনাস থেকে শহর ও শহরতলির দিকে যাওয়ার মোট ২০টি রুটের বাস ছাড়বে। গুরুত্বপূর্ণ এই ২০টি জায়গায় হল – শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, রাজাবাজার, শিবপুর মন্দিরতলা, বেহাল শকুন্তলা পার্ক, বেহালা পর্ণশ্রী, জোকা, ঠাকুরপুকুর, গড়িয়া, টালিগঞ্জ, কামালগাজি, যাদবপুর, গড়িয়াহাট, উল্টোডাঙা স্টেশন, দমদম স্টেশন, বারাসত, ব্যারাকপুর, বারুইপুর এবং সাঁতরাগাছি। এদিন দুপুর ২টো থেকে রাত ৯টা পর্যন্ত এই বাস চলবে। মেলা যতদিন চলবে ততদিন এই একই সময়সীমা মেনে এই বিশেষ বাস পরিষেবা মিলবে করুণাময়ী থেকে। এছাড়াও ৪৪এ, ২৩৯, কেবি-১৬, কে-ওয়ান, ২৬০, এসি ১৫ রুটগুলিতেও বাড়তি বাস চালানো হবে বলে জানা গিয়েছে।