২ বছর বাদে শ্রীকান্ত মোহতার জামিন, রাজ্যে গরুপাচারকাণ্ডে তল্লাশি ইডি'র
Share Link:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে রোজভ্যালিকাণ্ডে জামিন পেলেন ভেঙ্কটেশ ফিল্মসের কর্ণধার শ্রীকান্ত মোহতা৷ সোমবার সকালেই সুপ্রিম কোর্ট থেকে শর্তাধীনে জামিন পেয়েছেন তিনি৷ শারীরিকভাবে অসুস্থ বলে দাবি করে আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন এই প্রযোজক৷ তাতেই এদিন সায় দেয় শীর্ষ আদালত।
বেআইনি লগ্নিসংস্থা ও আর্থিক প্রতারণার অভিযোগে ২০১৯ সালের ২৪ জানুয়ারি সিবিআই-এর হাতে গ্রেফতার হন শ্রীকান্ত মোহতা৷ তাঁকে ভুবনেশ্বরের জেলে নিয়ে রাখা হয়েছিল৷ শ্রীকান্তের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনেছিলেন রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু৷ রোজভ্যালি কর্ণধারের অভিযোগ ছিল, বেশ কয়েকটি সিনেমা বানানোর প্রতিশ্রুতি দিয়ে রোজভ্যালির থেকে ২৪ কোটি টাকা নিয়েছিলেন শ্রীকান্ত৷ চুক্তি অনুযায়ী, সেই সিনেমাগুলি দেখানোর স্বত্ব পাওয়ার কথা ছিল রোজভ্যালির চ্যানেলের৷ কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী সব সিনেমার স্বত্ব শ্রীকান্ত হস্তান্তর করেননি বলেই অভিযোগ গৌতম কুণ্ডুর৷
এর আগে একাধিকবার নিম্ন আদালতে শ্রীকান্ত মোহতার জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছিল৷ শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট এদিন তাঁর আবেদন মঞ্জুর করে৷ শ্রীকান্তের শারীরিক অসুস্থতার স্বপক্ষে বেশ কিছু নথি আদালতে জমা দিয়েছিলেন তাঁর আইনজীবী। যা দেখে সন্তুষ্ট হয়েই শর্তাধীন জামিন মঞ্জুর করেছে শীর্ষ আদালত৷ তারপরেই এই রায় আদালতের।
অন্যদিকে, সোমবার সকাল থেকেই গরুপাচারকাণ্ডে কলকাতার গড়িয়া, বাঙ্গুর অ্যাভিনিউ এবং হুগলির কোন্নগরের একাধিক জায়গায় তল্লাশি শুরু করে ইডি। মূলত এনামুল হক ও লালার সহযোগীদের খোঁজ পেতে এবং গরুপাচারের টাকার লেনদেনের রাস্তা সম্পর্কে খোঁজ পেতেই এই তল্লাশি অভিযান বলেই জানা গিয়েছে। এদিন সকাল ৮টা থেকে একযোগে এই তল্লাশি অভিযান শুরু হয়। তা এখনও চলছে। ইতিমধ্যেই ইডির পক্ষ থেকে এনামূলের বাড়ি, অফিস ও তাঁদের ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ীর অফিস ও বাড়ি থেকে বহু নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলেই খবর।
বেআইনি লগ্নিসংস্থা ও আর্থিক প্রতারণার অভিযোগে ২০১৯ সালের ২৪ জানুয়ারি সিবিআই-এর হাতে গ্রেফতার হন শ্রীকান্ত মোহতা৷ তাঁকে ভুবনেশ্বরের জেলে নিয়ে রাখা হয়েছিল৷ শ্রীকান্তের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনেছিলেন রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু৷ রোজভ্যালি কর্ণধারের অভিযোগ ছিল, বেশ কয়েকটি সিনেমা বানানোর প্রতিশ্রুতি দিয়ে রোজভ্যালির থেকে ২৪ কোটি টাকা নিয়েছিলেন শ্রীকান্ত৷ চুক্তি অনুযায়ী, সেই সিনেমাগুলি দেখানোর স্বত্ব পাওয়ার কথা ছিল রোজভ্যালির চ্যানেলের৷ কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী সব সিনেমার স্বত্ব শ্রীকান্ত হস্তান্তর করেননি বলেই অভিযোগ গৌতম কুণ্ডুর৷
এর আগে একাধিকবার নিম্ন আদালতে শ্রীকান্ত মোহতার জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছিল৷ শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট এদিন তাঁর আবেদন মঞ্জুর করে৷ শ্রীকান্তের শারীরিক অসুস্থতার স্বপক্ষে বেশ কিছু নথি আদালতে জমা দিয়েছিলেন তাঁর আইনজীবী। যা দেখে সন্তুষ্ট হয়েই শর্তাধীন জামিন মঞ্জুর করেছে শীর্ষ আদালত৷ তারপরেই এই রায় আদালতের।
অন্যদিকে, সোমবার সকাল থেকেই গরুপাচারকাণ্ডে কলকাতার গড়িয়া, বাঙ্গুর অ্যাভিনিউ এবং হুগলির কোন্নগরের একাধিক জায়গায় তল্লাশি শুরু করে ইডি। মূলত এনামুল হক ও লালার সহযোগীদের খোঁজ পেতে এবং গরুপাচারের টাকার লেনদেনের রাস্তা সম্পর্কে খোঁজ পেতেই এই তল্লাশি অভিযান বলেই জানা গিয়েছে। এদিন সকাল ৮টা থেকে একযোগে এই তল্লাশি অভিযান শুরু হয়। তা এখনও চলছে। ইতিমধ্যেই ইডির পক্ষ থেকে এনামূলের বাড়ি, অফিস ও তাঁদের ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ীর অফিস ও বাড়ি থেকে বহু নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলেই খবর।
More News:
23rd January 2021
23rd January 2021
23rd January 2021
23rd January 2021
23rd January 2021
23rd January 2021
22nd January 2021
22nd January 2021
দলবিরোধী মন্তব্যের জের, তৃণমূল থেকে বহিষ্কৃত 'বিজেপিমুখো" বৈশালী ডালমিয়া
22nd January 2021
22nd January 2021
Leave A Comment