নাকতলায় পার্থ'র বাড়ির সামনে বিক্ষোভ এসএসসি প্রার্থীদের
Share Link:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার দুপুরে চাকরির দাবি তুলে দক্ষিন কলকাতার নাকতলায় রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে আচমকাই বিক্ষোভ দেখাতে চলে আসেন এসএসসি প্রার্থীদের একাংশ। তাঁদের বিক্ষোভের জেরে মুহুর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে নাকতলা এলাকার মন্ত্রীর বাড়ির আশেপাশের এলাকা। যদিও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আয়ত্তে আনে পুলিশ। শিক্ষামন্ত্রীর বাড়ির সামনের রাস্তা থেকে বিক্ষোভকারীদের সরিয়ে নিয়ে যায় পুলিশ। তবে সেই সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বচসা বাঁধে ও তা থেকে হাতাহাতিও হয়। তাতেই আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। প্রায় ৫০ জন বিক্ষোভকারীকে রীতিমতো টেনেহিঁচড়ে পুলিশ ভ্যানে তোলা হয়। তাতে আহত হন ২ মহিলা-সহ তিনজন।
জানা গিয়েছে এদিন দুপুরে আচমকাই নাকতলা এলাকায় জমায়েত করে বেশ কিছু এসএসসি প্রার্থীরা। এঁরা সকলেই যুব ছাত্র অধিকার ঐক্য যৌথ মঞ্চের সদস্য। ২০১৬ সালের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এখনও তাঁরা চাকরির নিয়োগপত্র পাননি বলেই তাঁরা দাবি করেছেন। নবম থেকে দ্বাদশ শ্রেণিতে শিক্ষক হিসেবে যোগ্যতা প্রমাণের পরও নিয়োগ হয়নি ২৫০০ হাজার প্রার্থীর, এমনই দাবি বিক্ষোভকারীদের। তাই দ্রুত নিয়োগের দাবিতেই তাঁরা এদিন শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দিতে গিয়েছিলেন। যদিও বিক্ষোভকারীদের কাছ থেকে এদিন সেরকম কিছুই পায়নি পুলিশ। যুব ছাত্র অধিকার ঐক্য যৌথ মঞ্চের সদস্যরা এর আগে টানা ২৫ দিন সল্টলেকে পার্শ্বশিক্ষকদের অনশনমঞ্চের পাশেই অবস্থান বিক্ষোভ করে নিজেদের দাবি আদায়ে সোচ্চার হয়েছিলেন। টানা অনশনে এঁদের কেউ কেউ অসুস্থ হয়ে পড়েন। এরই পাশাপাশি এবার শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে গোতা বিষয়টর রাজনীতিকরণ করে ফেললেন তাঁরা।
জানা গিয়েছে এদিন দুপুরে আচমকাই নাকতলা এলাকায় জমায়েত করে বেশ কিছু এসএসসি প্রার্থীরা। এঁরা সকলেই যুব ছাত্র অধিকার ঐক্য যৌথ মঞ্চের সদস্য। ২০১৬ সালের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এখনও তাঁরা চাকরির নিয়োগপত্র পাননি বলেই তাঁরা দাবি করেছেন। নবম থেকে দ্বাদশ শ্রেণিতে শিক্ষক হিসেবে যোগ্যতা প্রমাণের পরও নিয়োগ হয়নি ২৫০০ হাজার প্রার্থীর, এমনই দাবি বিক্ষোভকারীদের। তাই দ্রুত নিয়োগের দাবিতেই তাঁরা এদিন শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দিতে গিয়েছিলেন। যদিও বিক্ষোভকারীদের কাছ থেকে এদিন সেরকম কিছুই পায়নি পুলিশ। যুব ছাত্র অধিকার ঐক্য যৌথ মঞ্চের সদস্যরা এর আগে টানা ২৫ দিন সল্টলেকে পার্শ্বশিক্ষকদের অনশনমঞ্চের পাশেই অবস্থান বিক্ষোভ করে নিজেদের দাবি আদায়ে সোচ্চার হয়েছিলেন। টানা অনশনে এঁদের কেউ কেউ অসুস্থ হয়ে পড়েন। এরই পাশাপাশি এবার শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে গোতা বিষয়টর রাজনীতিকরণ করে ফেললেন তাঁরা।
More News:
6th March 2021
6th March 2021
ভারতী বনাম হূমায়ন, ডেবরার মাঠে ভোটযুদ্ধে দুই প্রাক্তন আইপিএস
6th March 2021
6th March 2021
6th March 2021
6th March 2021
6th March 2021
Leave A Comment