এই মুহূর্তে




বাংলার ২৮টি স্বাস্থ্য প্রতিষ্ঠানের নিরাপত্তায় ৪০ কোটির বরাদ্দ রাজ্যের

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: আর জি কর কাণ্ডের(R G Kar Incident) প্রেক্ষাপটে এবার রাজ্যের ২৩টি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ৫টি স্বাস্থ্য সম্পর্কিত প্রতিষ্ঠানের নিরাপত্তা বাড়াতে পরিকাঠানো নির্মাণের(Building Infrastructure to enhance Security) জন্য প্রথম দফায় ৪০ কোটি টাকা(40 Crore Rupees Allocated) বরাদ্দ করল রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। নবান্ন সূত্রে প্রাপ্ত খবর, ওই টাকায় ওই ২৩টি মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে প্রায় ৭ হাজার সিসিটিভি ক্যামেরা যেমন বসানো হবে তেমনি ডাক্তার আর নার্সদের জন্য রেস্ট রুমের ব্যবস্থাও করা হবে। সেই সঙ্গে হাজার দুয়েক নিরাপত্তারক্ষী নিয়োগ করা হবে বলেও স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। এটাও জানা গিয়েছে যে, আর জি করের ঘটনার জেরেই এই পদক্ষেপ।

আরও পড়ুন, কৃষকদের সুবিধা প্রদানে ২টি বড় পরিবর্তন ঘটে গেল বাংলা শস্য বিমা যোজনাতে

রাজ্যের স্বাস্থ্য দফতর(State Health Department) সূত্রে জানা গিয়েছে, সুরক্ষা-পরিকাঠামোর স্বার্থে কী প্রয়োজন, তা নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরে প্রস্তাব পেশ করেছে এই ২৮টি প্রতিষ্ঠান। রিপোর্টে কিছু ক্ষেত্রকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ক্ষেত্রগুলি হলো — সিসিটিভি ক্যামেরা, পর্যাপ্ত আলো, নিরাপত্তারক্ষী, চিকিৎসকদের নিরাপদে বিশ্রামের ব্যবস্থা, পর্যাপ্ত বিশুদ্ধ পানীয় জল ও শৌচালয়। সেখানেই হাজার সাতেক সিসিটিভি বসানোর প্রস্তাব দেওয়া হয়। সবচেয়ে বেশি সিসিটিভি বসানোর প্রস্তাব দেয় বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতাল। একইরকম দাবি জানায় কলকাতার এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল, এসএসকেএম মেডিকেল কলেজ হাসপাতাল, বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল, আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালও। এ ব্যাপারে ২৮টি প্রতিষ্ঠানকে দ্রুত টেন্ডার প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর।  

আরও পড়ুন, মোদি সরকারের আদানি প্রেম, মুকুব ৪৫,৮৫৫ কোটি টাকার ঋণ

এমনিতেই রাজ্যের সব মেডিকেল কলেজ ও হাসপাতালে নজরদারি জোরালো করতে হাই রেজ়োলিউশন ক্যামেরা যুক্ত সিসিটিভি ইনস্টল করার সুপারিশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। প্রতিটি হাসপাতালে ‘ডার্ক স্পট’ চিহ্নিত করে সিসিটিভি ক্যামেরা বসাতে বলা হয়েছে। বিশেষত হস্টেল এবং নার্সদের কোয়ার্টারের সামনে নানা দিক থেকে সিসিটিভি ক্যামেরা বসানোয় জোর দেওয়া হয়েছে। ১০৫টি ‘হাই মাস্ট’ আলোর ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছিল ৮টি মেডিকেল কলেজ হাসপাতাল। পূর্ত দফতর বলে সে কাজও শুরু হচ্ছে। চিকিৎসক ও নার্সদের বিশ্রামের জন্য ৯২৮টি বিশ্রাম কক্ষ তৈরির প্রস্তাব দিয়েছিল প্রতিষ্ঠানগুলি। এখনই সমস্ত চিকিৎসক ও নার্সের জন্য তা তৈরির প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। চাওয়া হয়েছিল ২,৭৯৭ জন অতিরিক্ত নিরাপত্তারক্ষীও। তবে আপাতত ২ হাজার রক্ষী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আর জি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্যকে সহযোগিতার নির্দেশ সুপ্রিম কোর্টের

চিকিৎসকদের কর্মবিরতিতে বাংলায় মারা গিয়েছেন ২৩জন, সুপ্রিম কোর্টে জানালো রাজ্য

জুনিয়র চিকিৎসকদের ১ মাসের কর্মবিরতিতে চিকিৎসা থেকে বঞ্চিত ৯ লক্ষ মানুষ

রাজপথে জনতার আন্দোলনের ঢেউয়ে জৌলুশ হারিয়েছে রবিবারের পুজোর মার্কেট

আরজি কর কাণ্ডে মহানগরীর পথে ‘ইনসাফ’ চেয়ে রিক্সা চালকদের প্রতিবাদ মিছিল

আরজি কর কাণ্ডের তদন্তে আমজনতার সাহায্য চাইল সিবিআই

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর