এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বারবার অবরোধ-বিক্ষোভ, ভাঙা হচ্ছে ডোমজুড় ও সাঁকরাইল থানা

নিজস্ব প্রতিনিধি: কড়া ও সতর্ক পদক্ষেপ নবান্নের(Nabanna)। বিগত দিনের ঘটনা থেকে শিক্ষা নিয়েই এবার এগিয়ে যাওয়ার পালা। বিগত কয়েক বছরে দেখা গিয়েছে, কলকাতা থেকে বিদ্যাসাগর সেতু হয়ে কোনা এক্সপ্রেস ধরে ৬ নম্বর জাতীয় সড়ক যাওয়ার পথে এবং তার আশেপাশের এলাকায় বারবার অবরোধ-বিক্ষোভের ঘটনা ঘটানো হচ্ছে। ছোট ছোট বিষয় থেকে ধর্মীয় বিষয়কে ইস্যুকে করে কখনও ঘন্টার পর ঘন্টা আবার কখনও দিনের পর দিন ধরে চলছে সেই অবরোধ। তার জেরে কলকাতায় প্রবেশের অন্যতম রাস্তার গতিরোধই যে হয়ে যাচ্ছে তাই নয়, সাম্প্রদায়িক সম্প্রীতিও নষ্ট হচ্ছে। সেই সঙ্গে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে আমজনতাকে। আর এইসবই হচ্ছে হাওড়া জেলার সাঁকরাইল(Sankrail PS) ও ডোমজুড় থানা(Domjur PS) এলাকায়। ঘটনাচক্রে এই দুটি থানাই হাওড়া পুলিশ কমিশনারেটের মধ্যে পড়ে। এবার তাই এই ২টি থানাকে ভেঙে মোট ৫টি থানা করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। মনে করা হচ্ছে চলতি বছরেই নতুন ৫টি থানা চালু হয়ে যাবে।

আরও পড়ুন স্বল্প সঞ্চয়ে স্বল্প মেয়াদী প্রকল্প আনছেন মোদি

সিএএ হোক বা এনআরসি, কোভিড কালের আগে থেকেই বার বার দেখা যাচ্ছে ডোমজুড় ও সাঁকরাইল থানা এলাকায় চলছে অবরোধ বিক্ষোভ জাতীয় সড়ক অবরোধ করে। ঘন্টার পর ঘন্টা বজায় থাকছে সেই অবরোধ। কখনও ৬ নম্বর জাতীয় সড়ক তো কখনও কোনা এক্সপ্রেসওয়ে। এমনকি সেই সব অবরোধ বিক্ষোভের জেরে কখনও কখনও আশেপাশের এলাকাও উত্তপ্ত হয়ে উঠছে। ছড়িয়ে পড়ছে সংঘর্ষের ঘটনা। ভাঙচুর করা হচ্ছে  থানা, আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে পুলিশের গাড়িও। পরিস্থিতি বাগে আনতে কার্যত নাজেহাল হতে হচ্ছে র‍্যাফ থেকে পুলিশকে। সেই সব ঘটনার জেরেই এবার রাজ্য স্বরাষ্ট্র দফতর সিদ্ধান্ত নিয়েছে ডোমজুড় ও সাঁকরাইল থানাকে ভেঙে মোট ৫টি থানা করা হবে। এই ২টি থানা ভেঙে যে নতুন আরও ৩টি থানা গড়ে তোলা হবে সেগুলি হল শলপ(Shalap), মানিকপুর(Manikpur) ও ধূলাগড়(Dhulagarh)। মূলত ডোমজুড় ও সাঁকরাইল থানা এলাকার গোলমাল ঠেকাতে এবং স্পর্শকাতর এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতেই এই উদ্যোগ বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই প্রাথমিক টেটের ফল

নবান্নের নির্দেশে হাওড়া পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা একটি সমীক্ষা করেছিলেন গতবছর। সেই সমীক্ষায় মূলত দেখা হয়েছিল বার বার সাঁকরাইল ও জোমজুড় থানা এলাকাই কেন উত্তপ্ত হচ্ছে? কমিশনারেটের অনান্য থানা এলাকায় কেন তা হচ্ছে না? সেই সমীক্ষাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সূত্রে জানা গিয়েছে, ওই দুটি থানার অধীনস্থ এলাকার পরিমাণ অনেকটাই বড় হওয়ায় একদিকে যেমন সর্বত্র সমানভাবে নজরদারি চালানো যাচ্ছে না তেমনি ওই সব এলাকায় আনাগোনা বাড়ছে দুষ্কৃতীদের। আবার দুটি থানাতেই থানায় পর্যাপ্ত বাহিনী না থাকার কারণে ও দূরত্বের জেরে কোনও ঘটনা ঘটলে পুলিশের সেখানে পৌঁছাতে দেরীও হচ্ছে। আর তার জেরে ক্ষোভ বাড়ছে মানুষের। পাশাপাশি এই দুটি থানা এলাকায় রয়েছে একাধিক স্পর্শকাতর এলাকা। নজরদারির ঘাটতির কারণে সেসব এলাকায় প্রায়ই উত্তেজনা তৈরি হচ্ছে। এর সঙ্গে রয়েছে রাজনৈতিক উত্তেজনা। ফলে গোলমাল লেগেই রয়েছে। বর্তমানে সাঁকরাইল থানার অধীনস্থ এলাকার পরিমাণ ৯৬ বর্গ কিলোমিটার আর ডোমজুড় থানার আওতায় রয়েছে ৯৭.৩০ বর্গ কিলোমিটার এলাকা। এবার এই ১৯৩ বর্গ কিলোমিটার এলাকাই ৫টি থানা এলাকায় ভেঙে দিতে উদ্যোগী হয়েছে নবান্ন।

আরও পড়ুন হুগলির যুবনেতা কুন্তল ঘোষের ফ্ল্যাটে ইডির হানা

জানা গিয়েছে, সাঁকরাইল ও ডোমজুড় থানাকে ভেঙে আরও তিনটি থানা গঠন করার প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্য অর্থ দফতরে। শলপ, মানিকপুর ও ধূলাগড় এই ৩টি নতুন থানার জন্য ১জন করে ইনসপেক্টর, থানা পিছু ৫জন করে এসআই ও এএসআই এবং তিনটি থানা মিলিয়ে ১৮২ জন কনস্টেবল দেওয়ার কথা বলা হয়েছে। নতুন যাঁরা নিয়োগ হয়েছেন এবং যে সব ইউনিটে বাড়তি এসআই, এএসআই ও কনস্টেবল রয়েছেন, তাঁদের এনে বাহিনীর সমস্যা মেটানো হবে। থানার জন্য জায়গা দেখা হয়ে গিয়েছে। পরিকাঠামো তৈরি হয়ে গেলে থানা থেকে দ্রুত ঘটনাস্থলে যাওয়া যাবে বলে মনে করছেন কর্তারা। এখন দেখার বিষয় যখন রাজ্যের কোষাগারে টানাটানি চলছে তখন এই নতুন ৩টি থানা গঠনের ক্ষেত্রে সবুজ সঙ্কেত রাজ্যের অর্থ দফতর দিতে পারে কি পারে না!

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৫,২৪৩ জন অযোগ্য প্রার্থীর তালিকা চেয়ে পাঠালো CBI

১৯ লক্ষ মানুষের মাথায় পাকা ছাদ, ‘গৃহশ্রী’ পোর্টাল আনছে রাজ্য

কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ৫ দিন তাপপ্রবাহ চলবে

‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের রিপোর্ট আদালতে জমা ইডির

নিউটাউনে পরিত্যক্ত বহুতল থেকে উদ্ধার যুবকের নিথর মৃতদেহ

ভোট পেতে কুণাল ঘোষকে ফোন কংগ্রেস প্রার্থী  প্রদীপ ভট্টাচার্যের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর