এই মুহূর্তে




তথ্য কমিশনের দুই সদস্যের নাম চূড়ান্ত হল, এলেন ডি জি রাজীব কুমারের স্ত্রী ও প্রাক্তন সাংসদ




নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গ তথ্য কমিশনের নতুন দুই সদস্যর নাম বুধবার চূড়ান্ত হল। বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) ও পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে সদস্য মনোনয়নের বৈঠক হয়। ওই বৈঠকে শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি আসেননি। বিরোধী দলনেতা উপস্থিত থাকা ওই বৈঠকে আটজনের তালিকা থেকে চূড়ান্তভাবে মনোনীত হন দুই সদস্য সঞ্চিতা কুমার(Sanchita Kumar) ও মৃগাঙ্ক মাহাতো(Mriganka Mahato)। প্রাক্তন আয় করা আধিকারিক সঞ্চিতা চাকরি থেকে অবসর নিয়েছেন। তিনি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের স্ত্রী। অপরদিকে মৃগাঙ্ক ২০১৪ সালে পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটের সাংসদ নির্বাচিত হয়েছিলেন ।

শাসক দলের প্রাক্তন সংসদের এই তথ্য কমিশনে অন্তর্ভুক্তি নিয়ে বিরোধী শিবির প্রশ্ন তোলার প্রস্তুতি শুরু করে দিয়েছে। যদিও তৃণমূলের শীর্ষ নেতৃত্বের দাবি বর্তমানে মৃগাঙ্ক তৃণমূল দলের সঙ্গে যুক্ত নন। তাই সরকারি কমিটিতে তার অন্তর্ভুক্তি নিয়ে কোন প্রশ্ন ধোপে টিকবে না। পশ্চিমবঙ্গের তথ্য কমিশনার পদে রয়েছেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি(EX DG) শ্রী বীরেন্দ্র। নতুন দুই সদস্য নিয়োগের ফলে কমিশনের কাঠামো আরো মজবুত হল বলে মনে করছে রাজ্য সরকার। তবে বিরোধী দলনেতা ওই বৈঠকে না থাকার বিষয়টি নিয়ে শাসক দল যথেষ্ট সমালোচনয় মুখর হয়েছে। এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Subhendu Adhikari) আর জিকরের ঘটনা উল্লেখ করে কষ্ট জানিয়ে দেন নির্যাতিতা বোন যতদিন না বিচার পাচ্ছে এবং অপরাধীদের শাস্তি হচ্ছে ততদিন তিনি রাজ্যে পুলিশ মন্ত্রীর সঙ্গে কোন সিটিং বা মিটিং এ যাবেন না।

এর আগেও তথ্য কমিশনার নিয়োগের বৈঠকে বিরোধী দলনেতা বয়কট করেছিলেন। ২০২১ সালের ৯ নভেম্বর তথ্য কমিশনার নিয়োগের সময় মুখ্যমন্ত্রী, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকেও বিরোধী দলনেতা অংশগ্রহণ করেননি। সেই সময় বিরোধী দলনেতা স্পষ্ট জানিয়েছিলেন বৈঠক হওয়ার কথা ছিল ৮ নভেম্বর সন্ধ্যায়। তাকে বৈঠকের কথা একদিন আগে জানানো হয়েছিল। যেটা কাম্য ছিল না। তথ্য কমিশনার পদপ্রার্থীদের সম্পর্কে বিস্তারিত তথ্য কমিটির সদস্যদের আগাম জানাতে হয় যা ওই ক্ষেত্রে মানা হয়নি বলে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন। ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি তথ্য কমিশনার নিয়োগের বৈঠক হয়েছিল সেই বৈঠকেও শুভেন্দু অনুপস্থিত ছিলেন। তখন তিনি ওই নিয়োগ প্রক্রিয়াকে অবৈধ বলে দাবি করেছিলেন। তার অভিযোগ ছিল ওই নিয়োগের আগে সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিতে হয় যা রাজ্য সরকার মানেনি। এবারেও তথ্য কমিশনের নতুন দুই সদস্যের নাম চূড়ান্ত হওয়ার দিন বিধানসভার বৈঠকে অনুপস্থিত রইলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সদ্য বিবাহিত দিলীপকে আমন্ত্রণ জানাল রাজ্য সরকার, দিঘার মন্দির উদ্বোধনে কি থাকবেন তিনি?

পহেলগাঁও হামলার জের, রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের বৈঠক, নজরে সীমান্ত

কালবৈশাখীর সতর্কতা, দক্ষিণের কোন জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের সুবিধার জন্য অতিরিক্ত লোকাল ট্রেন রবিবার চালাবে পূর্ব রেল

মহিলার স্তনে হাত দেওয়ার চেষ্টা ‘ধর্ষণ ‘না, ‘চরম যৌন নির্যাতন’ বলে অভিমত কলকাতা হাইকোর্টের

শহিদ জওয়ান ঝন্টু শেখের স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা মুখমন্ত্রীর

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর