এই মুহূর্তে

পেট্রোল-ডিজেলে দাম কমাল রাজ্য, কেন্দ্রকে বিঁধলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: মন্ত্রিসভা বৈঠকের শেষে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন পেট্রোল ও ডিজেলের দাম কমাচ্ছে রাজ্য। এতে স্বস্তিতে পড়ে রাজ্যের মানুষ । রাজ্যবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে। এই বৈঠকে মুখ্যমন্ত্রী  একাধিক সিদ্ধান্ত জানিয়েছেন। ঘোষণা করেছেন লোক আদালতের বিচারপতি ও মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নাম।  জানিয়েছেন পুলিশে কত কনস্টেবল নিয়োগ করা হবে, সে কথাও। পেট্রোল- ডিজেলের দাম কমানো এবং কন্সটেবল নিয়োগের সিদ্ধান্ত শুনে আপ্লুত রাজ্যবাসী ও চাকরি প্রার্থীরা। 

সোমবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী (CM) বলেন, রাজ্যের পক্ষ থেকে পেট্রোলে লিটার প্রতি ২ টাকা ৮০ পয়সা দাম কমানো হয়েছে। ডিজেলে লিটার প্রতি কমেছে ২ টাকা ০৩ পয়সা।  আর এই খবর শোনার পরেই স্বস্তিতে রাজ্যবাসী। পেট্রোল ও ডিজেলের দাম কমায় আপ্লুত রাজ্যের বাসিন্দারা। উল্লেখ্য, এর আগেও পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছিল রাজ্য। এর আগে ১ টাকা করে পেট্রোল (PETROL) ও ডিজেলে (DIESEL) দাম কমিয়েছিল রাজ্য। সে কথাও ফের মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। তুলে ধরেন অন্যান্য রাজ্যের পুঙ্খানুপুঙ্খ হিসেব। বলেন, এতে ক্ষতি হয় রাজ্যের। তবু ভর্তুকির মত দাম কমানো রাজ্যবাসীর কথা মাথায় রেখে। 

কেন্দ্রকে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, রাজ্যের পাওনা দেয় না কেন্দ্র। উল্লেখ্য, বারবার পাওনা থেকে বকেয়া থেকে বঞ্চিত করা হয়েছে রাজ্যকে। কেন্দ্রের বিরুদ্ধে এই অভিযোগ বারবার তুলেছে রাজ্য। কেন্দ্র সরকারকে বিঁধে মুখ্যমন্ত্রী বলেছেন, তুঘলকি শাসন চালাচ্ছে মোদি সরকার। কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। প্রসঙ্গত, সিবিআই- ইডি- এনআইএ সহ একাধিক কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে অপদস্থ করা হচ্ছে বিজেপি বিরোধী দল ও নেতৃত্বদের, এই অভিযোগ বারবার করেছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয় একই অভিযোগ করেছেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কটাক্ষ করে এদিন মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের পুরো নিয়ন্ত্রণ ২ জনের হাতে। বিজেপি পরিচালনা করে এই সব সংস্থা। মুখ্যমন্ত্রীর দাবি, তদন্তকারী সংস্থাকে অটোনোমাস করা হোক। সেখানে কেন্দ্র নাক গলাবে না। শুধু সংস্থার আধিকারিক এবং কর্মীদের বেতন দেবে কেন্দ্রের সরকার। দেশকে বিক্রি করছে বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার, এই দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, ‘দেশ বাঁচাতে সিঙ্গেল উইন্ডো ফর্মুলা প্রয়োজন’। এদিন তিনি ঘোষণা করেন, রাজ্যে ৬০০ পুলিশ কনস্টেবল নিয়োগ করা হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শেখ শাহজনের জামিনের আবেদন খারিজ

রাজ্যের জন্য বিশেষ অবজারভার দিল্লির কমিশন পাঠাচ্ছে : অরিন্দম নিয়োগী

ভোটাধিকার প্রয়োগের জন্য ছুটি পাবেন তো অফিস থেকে, জারি হয়ে গেল বিজ্ঞপ্তি

সিপিএমের হয়ে প্রচার নয়, কংগ্রেস নেতার নির্দেশ ঘিরে শোরগোল

চাই পুরসভা, চাই পূর্ণাঙ্গ থানা, গলা তুলছে আমোদপুর

নির্বাচন কমিশনকে ‘মেসো’ বলে কটাক্ষ দিলীপের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর