-273ºc,
Friday, 9th June, 2023 2:42 am
নিজস্ব প্রতিনিধি: স্টুডেন্টস হেলথ হোমের পদযাত্রার প্রত্যাবর্তন। এই পদযাত্রা সকলকে অংশগ্রহণ করার জন্য সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সকলের স্বাস্থ্যর দাবিতে স্বশাসিত সংস্থা স্টুডেন্টস হেলথ হোম(Students Health Home) নিরলস কাজ করে চলেছে। প্রতিবছরই এই প্রতিষ্ঠান বাৎসরিক পদযাত্রার আয়োজন করে। তবে বিগত দুই দশক ধরে বহুবিধ কারণে সেই পদযাত্রা স্থগিত ছিল। এই বছর থেকে স্টুডেন্ট হেলথ হোম আন্দোলনের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে সেই পদযাত্রা সুসংগঠিত করার প্রয়াস নেওয়া হয়েছে।
এই প্রতিষ্ঠানের ৩২টি আঞ্চলিক কেন্দ্র থেকে এই পদযাত্রা হবে। তবে কেন্দ্রীয়ভাবে কলকাতায় বিশ্বস্বাস্থ্য দিবসের দিন এই পদযাত্রা শুরু হবে ধর্মতলার ওয়াই চ্যানেল(Y Channel) থেকে। শেষ হবে মৌলালি মোড়ে। সেই পরিপ্রেক্ষিতেই স্টুডেন্টস হেলথ হোম বুধবার সাংবাদিক সম্মেলনের আয়োজন করে।১৯৫২ সাল থেকে পথচলা শুরু হয় এই প্রতিষ্ঠানের। ২০১২ সাল থেকে অবশ্য অনুদান বন্ধ করে দেয় তৎকালীন শাসক দল। আর্থিক সংকটের মধ্যেও সদস্যসংখ্যা বেড়েছে। অনুদানের জন্য অবশ্য প্রতিবছরই আর্থিক সহযোগিতার আবেদন করা হয়।
বিদ্যালয়গুলিতে এখনও ক্যাম্পের আয়োজন করা হয় বলে জানালেন এই প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক। স্বাস্থ্যের অধিকার বজায় রাখতে পড়ুয়াদের হয়ে বার্তা বহন করে স্টুডেন্টস হেলথ হোম। সর্বসাধারণের মধ্যে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা প্রচার ও হোমের কার্যক্রম তুলে ধরাই এই পদযাত্রার মূল লক্ষ্য।