এই মুহূর্তে




বিধানসভায় সেনাবাহিনীকে অভিনন্দন প্রস্তাবে ‘সিঁদুর’ শব্দ নেই কেন, প্রশ্ন শুভেন্দুর




নিজস্ব প্রতিনিধি: বিধানসভায় সেনাবাহিনীদের অভিনন্দন জানিয়ে অধ্যক্ষ প্রস্তাবনার বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) বলেন,এই প্রস্তাব আনায় আমরা খুশি। প্রস্তাবকে সমর্থন জানিয়েও আমরা আমাদের কথা বলেছি। এই প্রস্তাবকে আমরা সমর্থন করেছি। বিজেপির সদস্যপদ নিতে গেলে প্রথমেই উল্লেখিত হয় ন্যাশনালিটি।নেশন ফার্স্ট।ভগিনী নিবেদিতা একটা লাইন উল্লেখ করেছিলেন, স্বামী বিবেকানন্দের চোখে ছিলেন ভারত মাতা প্রধান। তাই দেশ ক্ষত বিক্ষত হলে সবাই একসাথে প্রতিবাদ করে। শুভেন্দু বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,মাসুদ আজহার ছাড়া তার গোটা বংশকে নির্বংশ করে দিয়েছে সেনা। একের পর এক জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়ে ভারতীয় সেনাবাহিনী গুড়িয়ে দিয়েছে। তাই সেনা ও সমস্ত ফ্রন্ট লাইন ফোর্সকে প্রণাম জানিয়ে স্যালুট জানাই।

সোফিয়া কুরেশি নিয়ে কারও আপত্তি নেই। আবুল কালাম আজাদকে এনডিএ আমলে রাষ্ট্রপতি করেছিলেন। এই প্রসঙ্গ টেনে তৃণমূলের উদ্দেশ্যে বিরোধী দলনেতা বলেন সেই সময় আপনাদের নেত্রী ভোট দিয়েছিলেন।লড়াইটা কমিউনিটি বা ব্যক্তির বিরুদ্ধে নয়। লড়াইটা যারা জঙ্গি গোষ্ঠী তৈরি করে তাদের বিরুদ্ধে।এলোপাথাড়ি গুলি চলেনি। আমার রাজনৈতিক অভিজ্ঞতা বলছে, শিখ দেখে ৮৪ সালে খুন হতে দেখেছি। আর এবার হিন্দু দেখে দেখে খুন হতে দেখলাম। একেবারে টার্গেট কিলিং হয়েছে।যাদবপুরের মৃতার পরিবারের সাথে কথা বলেছি, তাদের কলমা পড়তে বলা হয়েছিল। বেহালার পরিবার একই কথা বলেছে। তাই এটা একেবারেই টার্গেট কিলিং।আমি তেহট্টে গিয়েছিলাম, স্থানীয় বিধায়ক মানিক ভট্টাচার্য ছিল, জিজ্ঞাসা করুন।

দেশের প্রধানমন্ত্রী(PM) ২২ এপ্রিল এই ঘটনার পরে ২৪ এপ্রিল বিহারে ঘোষণা করেন বদলা নেব। এই বক্তব্যের সময় শাসক দলের বিধায়করা কটাক্ষ করলে শুভেন্দু অধিকারী সরকার পক্ষকে খোঁচা দিয়ে, বলেন, আপনারা যাদের লাইনে থাকতে বলেন, তারা বে লাইনে কথা বলছে। এরা আপনাদের নিয়ন্ত্রণে নেই।সেনার তিন বাহিনী, ISRO, DRDO নিরবচ্ছিন্ন ভাবে কাজ করে। মাসুদ আজহারের জঙ্গি ঘাঁটি চিহ্নিত করে মারল। ১০০ কিমি ভেতরে ঢুকে মারল। এটা প্রথম বার হল। শুভেন্দু অধিকারী প্রশ্ন তোলেন মাননীয় অধ্যক্ষ ব্যবস্থাআপনার প্রস্তাবে ‘সিঁদুর’ শব্দটি নেই কেন? কিসের আপত্তি? সেনাকে কুর্নিশ জানাবেন। আমরা সমর্থন করব লাফিয়ে লাফিয়ে। আর আপনারা এক লাইন রাখবেন না। মাকুরা সিঁদুর পড়ে না। যাদের ঠাকুরদা চীনে থাকে তারা সিঁদুর পরে না।আমার আবেদন প্রস্তাবে অপারেশন’ সিঁদুর’ (Sindoor)যুক্ত করুন। এর আগে আমার প্রস্তাব আপনারা নিয়েছেন অতীতে। এটা দেশের প্রশ্ন।

চার সদস্য যারা এই হাউজের সদস্য তারা অপারেশন সিঁদুর নিয়ে বাইরে নানা কথা বলেছেন, ফিরহাদ হাকিম, উদয়ন গুহ, নরেন্দ্রনাথ চক্রবর্তী, মুখ্যমন্ত্রী কি বলেছেন প্রধানমন্ত্রী নিয়ে আমি তা টেনে আনলাম না। আমি চাই এই তিনজন ক্ষমা চান। ফের উত্তেজনা, দেখা দেয় বিরোধীদল নেতারে এই বক্তব্যে। সেই সময় শুভেন্দু অধিকারী উদয়ন গুহকে উদ্দেশ্যে করে বলেন, ‘পাকিস্তান যান’।অধ্যক্ষ বিরোধী দল নেতাকে উদ্দেশ্য করে বলেন, “আপনারা কোনো সংশোধনী দেন নি। দিলে সেটা নিয়ে ভাবা যেতো। এটা (প্রস্তাব) সেনাবাহিনীকে কুর্নিশ জানানোর জন্য আনা হয়েছে।”পরে বিধানসভার বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, তাকে কথা বলতে দেওয়া হয়নি পুরো। বিধায়ক অগ্নিমিত্রা পালের সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ টেনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে রাজনৈতিকভাবে নিশানা করতে শোনা যায়।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিমান দুর্ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের দাবি ফিরহাদের

কালীঘাটে সোনার দোকানের কারিগরকে প্রকাশ্য রাস্তায় ছুরি দিয়ে কুপিয়ে খুন

মন্দারমণিতে হোটেল ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ, সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি

হুমায়ুনকে শেষ বারের জন্য সতর্ক করল দল, ফের শোকজ পেয়ে কী বলছেন মমতার ‘বেপরোয়া’ শিষ্য

রাজ্যে কত লক্ষ্মীর ভান্ডার? খরচ কত? বিধানসভায় জানাল রাজ্য সরকার

পাক নাগরিক আজাদের বিরুদ্ধে চার্জশিট ইডির

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ