এই মুহূর্তে




পুজোর আগেও শেষ তৃতীয় রবিবারে জমল না নতুন জামা কাপড় কেনাকাটার বাজার




নিজস্ব প্রতিনিধি: রবিবার ছিল আসন্ন দুর্গাপুজোর আগে তৃতীয় রবিবার। এরপর আর দুটি রবিবার রয়েছে দুর্গা পুজোর শুরু হওয়ার আগে কেনাকাটার জন্য। কিন্তু পুজোর আগে শেষ তৃতীয় রবিবারে জমল না পুজোর কেনাকাটা। দুপুর গড়িয়ে বিকেল হতেই আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন প্রতিবাদীরা। বেহালার (Behala)সখের বাজার থেকে মোমবাতি হাতে প্রতিবাদ মিছিল বের হয়। এর সঙ্গে উত্তর কলকাতার মানিকতলা থেকে কাঁকুড়গাছি, হুগলি জেলার উত্তরপাড়ায়(Uttarpara) এবং হাওড়ায় বের হয় প্রতিবাদ মিছিল। এর দরুন ভাঁটা পড়ে পুজোর কেনাকাটার বাজারে। উমা আসছেন। হাতে গোনা আর ১৫টা দিন।

কিন্তু আরজি কর কাণ্ডে(R G Kar) প্রতিবাদ মিছিলের জেরে পুজোর কেনাকাটার বাজারে ক্রেতাদের ভিড়ে টান পড়েছে যথেষ্ট। সাধারণত বর্তমান প্রজন্মের যুবক-যুবতীরাই বেশি পূজো মার্কেটিংয়ে মেতে ওঠে প্রতিবছর। কিন্তু গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে তরুণী পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর উত্তাল হয়ে ওঠে বঙ্গের রাজপথ। একের পর এক রাত জাগা কর্মসূচির পাশাপাশি মশাল মিছিল মোমবাতি মিছিল এবং মানববন্ধনের মতো কর্মসূচি শুরু হয় শহর শহরতলী থেকে জেলার রাজপথে। মহিলাদের এই ধরনের প্রতিবাদে অংশগ্রহণ বঙ্গের বুকে বেনজির। এই আন্দোলন অবরোধ বিক্ষোভ মানব বন্ধন আর ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে এবারের পূজোর ফ্যাশন বাজার ম্লান হয়ে যায় অনেকটা।

এই দুর্গাপুজোকে কেন্দ্র করে হাজার হাজার কোটি কোটি টাকার ব্যবসা হয়ে থাকে বঙ্গের বুকে। নতুন জামা কাপড় বিকি কিনিতে কোটি কোটি টাকার ব্যবসা হয়। এবারের দুর্গাপুজোর নয়া কালেকশন নিয়ে ইতিমধ্যেই বসে রয়েছেন গড়িয়াহাট(Gariahat) থেকে হাতিবাগান ধর্মতলা থেকে হাওড়া সহ শহর -শহরতলীর বিভিন্ন বাজারের দোকানিরা শপিং মল থেকে ফুটপাতের ব্যবসায়ী প্রত্যেকেই অপেক্ষা করছেন শেষ মুহূর্তে হয়তো ঝাঁপিয়ে পড়বে বঙ্গবাসী পূজার কেনাকাটাতে। বিগত দিনে নিম্নচাপের জেরে বৃষ্টি থেমে গিয়েছে। আকাশ ঝলমলে। শরতের আকাশে পেঁজা তুলোর মতো মেঘের আনাগোনা শুরু হয়েছে।

কিন্তু একদিকে ঘাটাল হাওড়ার উদয়নারায়নপুর, বাঁকুড়ার বেশ কিছু অঞ্চল ও হুগলির আরামবাগ, গোঘাট , খানাকুল ডিভিসি’র ছাড়া জলে ডুবে গিয়েছে। একদিকে বন্যা অপরদিকে আরজি কর কাণ্ডে আন্দোলনের জের এবছর পূজোর আগে তৃতীয় শেষ রবিবারকেও কেনাকাটার বাজারে ধাক্কা দিল যথেষ্ট।অপেক্ষা এখন শেষ দুটি রবিবারের। অপেক্ষা এখন কালো রঙের কুর্তি, টি – শার্ট কিংবা অফিসিয়াল জামা ছেড়ে রংবেরঙের জামা বর্তমান প্রজন্ম হাতে তুলে নেয় কিনা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ত্রিধারার মণ্ডপে ‘বিচার চাই’ শ্লোগান দেওয়া ৯ জনকে পুলিশ হেফাজতে পাঠাল আলিপুর আদালত

সপ্তমীর সন্ধ্যায় জনজোয়ারে ভাসল মহানগর

ধর্মতলার অনশন গিয়ে চিঠি ধরালো পুলিশ, অনড় ডাক্তাররা

আংশিক কর্মবিরতির ঘোষণা আর এন টেগোর হাসপাতালের সিনিয়র ডাক্তারদের

আর জি কর হাসপাতালের ট্রমা কেয়ারে রক্তমাখা গ্লাভস, স্বাস্থ্যসচিবের নির্দেশে তদন্ত

দর্শনার্থীদের সঙ্গে চলবে না কোনও খারাপ ব্যবহার, বাহিনীকে কড়া বার্তা মনোজ ভার্মার

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর