এই মুহূর্তে




পুজোর মুখে সুপ্রিম স্বস্তি মলয়ের, খারিজ ED’র মামলা

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: হাতে গোনা আর কয়দিন। তারপরেই সপরিবারে মা চলে আসবেন বাংলার বুকে। পাহাড় থেকে সাগর মেতে উঠবে মায়ের সঙ্গে ৪ দিনের মহোৎসবে। সেই মহা উৎসবের মুখে শুক্রবার বড়সড় স্বস্তির মুখে দেখলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের বিধায়ক মলয় ঘটক(Moloy Ghatak)। কয়লা কেলেঙ্কারি(Coal Smuggling Case) মামলায় এ রাজ্যে তদন্তের জাল ছড়ানোর পর পরই মলয় চলে এসেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate বা ED’র তদন্তের আওতায়। সেই সূত্রেই মলয়বাবুকে একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ডেকে পাঠিয়েছে ED। কিন্তু কোনওবারই তাতে সাড়া দেননি তৃণমূলের এই হেভিওয়েট নেতা। এদিন সুপ্রিম কোর্ট(Supreme Court) সেই মলয়ের বিরুদ্ধে দাখিল করা ED’র একটি মামলা খারিজ করে দিয়েছে।

আরও পড়ুন, বাংলায় বন্যার জন্য DVC’র বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে মোদিকে চিঠি মমতার

ঠিক কী হয়েছে? কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদ করতে চেয়ে ED ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর প্রথম বার মলয়কে তলব করেছিল। তখন তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সমনে সাড়া দেননি। এর পরে তাঁকে পর পর সমন পাঠায় ED। সেই সময়ে তিনি রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টেও মামলা দায়ের করেছিলেন। সেখানে মলয় অভিযোগ করেছিলেন যে, ED হয়রানি করার জন্য একাধিক বার তলব করেছে তাঁকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কলকাতায় অফিস থাকা সত্ত্বেও তাঁরা ইচ্ছাকৃত ভাবে দিল্লির অফিসে সমন করেছে বলে দাবি করেন মন্ত্রী। একই সঙ্গে মলয় এই আশঙ্কাও প্রকাশ করেন যে, ED’র দিল্লির অফিসে গেলে তাঁকে মানসিক এবং শারীরিক নির্যাতন করা হতে পারে। এমনকি ED আধিকারিকেরা তাঁকে হুমকিও দিতে পারেন। যদিও সেই মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করতে হবে। কেননা ED তাঁর কাছ থেকে এটাই জানতে চায় যে, কয়লা পাচার কাণ্ডে তাঁর কোনও ভূমিকা ছিল কিনা, কোনওভাবে তিনি লাভবান হয়েছিলেন কিনা বা প্রভাব খাটিয়েছিলেন কিনা!

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর নির্দেশে সিল বাংলা-ঝাড়খণ্ড সীমানা, আটকে শয়ে শয়ে লরি

যদিও মলয় ED’র সঙ্গে সহযোগিতা করার বদলে মামলার পথই বেছে নেন। সেই সূত্রেই তিনি দিল্লি হাইকোর্টে(Delhi High Court) মামলা ঠোকেন। সেখানে তিনি জানান, দিল্লির পরিবর্তে ED’র কলকাতা অফিসে তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হোক। সেই মামলায় ২০২৩ সালের ৫ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট জানিয়েছিল, কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। তাই মলয়কেও তদন্তে ED’র সঙ্গে সহযোগিতা করতে হবে। তবে যেহেতু সুপ্রিম কোর্ট অভিষেকের ক্ষেত্রে কলকাতার অফিসে ডেকে জিজ্ঞাসাবাদের জন্য ED-কে বলেছিল, তাই মলয়ের ক্ষেত্রেও ED-কে তাঁদের কলকাতার অফিসে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। হাজিরার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ২৪ ঘণ্টা আগে নোটিস পাঠাতে পারবে রাজ্যের আইনমন্ত্রীকে। একই সঙ্গে আদালত জানিয়েছিল, ED’র অফিসারদের কাজে কোনও ভাবেই বাধা দেওয়া যাবে না। তাঁদের ক্ষতি হতে পারে, এমন কিছু যাতে না করা হয়, তা-ও নিশ্চিত করতে হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা ঠুকে ছিল ED। তাঁদের দাবি, দিল্লি হাইকোর্টের নির্দেশের কিছু অংশের কারণে মলয় অন্যায্য সুবিধা পাচ্ছেন।

আরও পড়ুন, সুপ্রিম কোর্টে মুখ পুড়ল সিবিআইয়ের, আবেদন প্রত্যাহারের নির্দেশ শীর্ষ আদালতের

এদিন সুপ্রিম কোর্টেই সেই মামলাই উঠেছিল, দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে। সেখানেই দেশের শীর্ষ আদালত ED-কে পাল্টা প্রশ্ন করে জানতে চায়, দিল্লি হাইকোর্ট নির্দেশ দেওয়ার ১৮১ দিন পরে কেন শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা? এই প্রশ্নের কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি ED’র আইনজীবীরা। এরপরেই মলয়ের বিরুদ্ধে এই মামলা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। অর্থাৎ এবার যদি কয়লা পাচার মামলায় মলয়কে জিজ্ঞাসাবাদ করতে চায় ED, তাহলে তা দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনে কলকাতায় তাঁদের অফিসে ডেকে পাঠিয়েই করতে হবে। দিল্লির অফিসে ডেকে মলয়কে জিজ্ঞাসাবাদ করার আর কোনও জায়গায় দাঁড়িয়ে রইল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সন্দেহ নেই এদিন সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তা মলয় ঘটকের কাছে বেশ স্বস্তিকর।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জুনিয়র চিকি‍ৎসকদের পিছনে রাজনৈতিক ইন্ধন খোলসা ধর্মতলায় ‘দ্রোহের কার্নিভালে’

রাজ্যে দুর্গাপুজোয় মদ বিক্রিতে আবগারি দফতরের আয় বেড়েছে রেকর্ড পরিমাণ

রেড রোডের কার্নিভালে জনস্রোত, ডান্ডিয়া নাচে অংশ নিলেন মমতা

লক্ষ্মী পুজোয় শব্দ বাজি ফাটানো নিষিদ্ধ বলে প্রচার শুরু পুলিশের

ধর্মতলায় ‘দ্রোহ কার্নিভালে’ অংশ নেওয়া জনতার গুন্ডামি, সুজিত বসুর গাড়িতে হামলা

হাসপাতাল ও স্কুলে ‘নিরাপত্তায়’ সিভিক ভলান্টিয়ার মোতায়েন নয়, রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর