এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

সুপ্রিম স্বস্তি অভিষেক-রুজিরার, জিজ্ঞাসাবাদ কলকাতাতেই

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্টে স্বস্তির রায় পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়(Rujira Banerjee)। মঙ্গলবার দেশের শীর্ষ আদালত(Supreme Court) সাফ জানিয়ে দিয়েছে ইডি(ED) বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যদি অভিষেক ও রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে চায় তাহলে তা করতে হবে কলকাতাতেই। দিল্লিতে বার বার ডেকে পাঠিয়ে আর জিজ্ঞাসাবাদ করতে পারবে না ইডি।

কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সেই ডাকে সাড়া দিয়ে দুইবার হাজিরাও দিয়েছেন অভিষেক। কিন্তু এক ছেলে ও এক মেয়ের মা রুজিরার পক্ষে এই কোভিডকালে বার বার দিল্লি গিয়ে হাজিরা দেওয়া যে সম্ভব নয় সেটা একাধিকবার জানানো হয়েছিল দিল্লি হাইকোর্টে। কিন্তু সেই আবেদন কানে তোলেনি দিল্লি হাইকোর্ট। তার জেরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূলের নম্বর টু নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলাতেই গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সেদিনই বোঝা গিয়েছিল দেশের শীর্ষ আদালতে চাপের মুখে পড়েছে ইডি।

অভিষেক আগেই জানিয়েছিলেন, বার বার তাঁর পক্ষে যেমন ইডি’র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে দিল্লি ছুটে আসা সম্ভব নয় তেমনি রুজিরার পক্ষেও তা অসম্ভব। কিন্তু তার মানে এই নয় যে, তাঁরা জিজ্ঞাসাবাদ এড়িয়ে যাচ্ছেন। ইডি কলকাতায় তাঁদের বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করে যাক। দিল্লি হাইকোর্টে অভিষেকের তরফেও সেই একই কথা জানানো হয়েছিল। তারপরেও দিল্লি হাইকোর্ট রায় দিয়েছিল দিল্লিতে ইডি’র কার্যালয়েই জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে হবে অভিষেক ও রুজিরাকে। তার জেরেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন অভিষেক। সেই মামলারই রায় এল এদিন। সেখানেই বলে দেওয়া হয়েছে, ইডি’র আধিকারিকেরা আর দিল্লিতে অভিষেক ও রুজিরাকে ডেকে পাঠাতে পারবে না। বরঞ্চ জিজ্ঞাসাবাদের প্রয়োজন থাকলে ইডি আধিকারিকদের কলকাতায় গিয়েই এই দুইজনকে জিজ্ঞাসাবাদ করতে হবে। সেই জিজ্ঞাসাবাদ যাতে নির্বিঘ্ন ভাবে সম্পন্ন হয় তার জন্য ইডি জিজ্ঞাসাবাদের ৭২ ঘন্টা আগে রাজ্য সরকারকে জানাবে। রাজ্য সরকার কলকাতা পুলিশকে দায়িত্ব দেবে যাতে সেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া নির্বঘ্নে হয়।  

একইসঙ্গে এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে, ইডি অভিষেক ও রুজিরাকে জিজ্ঞাসাবাদ যেদিন করতে চাইবে তার অন্তত ২৪ ঘণ্টা আগে নোটিস পাঠাতে হবে ওই দম্পতিকে। সেই সঙ্গে নোটিস পাঠাতে হবে কলকাতার পুলিশ কমিশনারকেও। যদিও এদিন রাজ্য সরকারের তরফে শীর্ষ আদালতে জানানো হয়, কয়লা পাচার মামলার জেরার ক্ষেত্রে ইডি আধিকারিকদের প্রয়োজনীয় সমস্ত সাহায্য করা হবে। তাই জেরার সময় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কলকাতা পুলিশই তদন্তকারী আধিকারিকদের নিরাপত্তার ব্যবস্থা করবে। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্য খাদ্য দফতরের SI নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ হাইকোর্টের, তদন্তভার CID-কে

নয়া সুড়ঙ্গ খনন শুরু East West Metro’র, ভয়ে সিঁটিয়ে এলাকাবাসী

হাইকোর্টের রায়ে চাকরিহারাদের ফেরাতে হবে ঠিক কত টাকা, দেখে নিন

গরম থেকে বাঁচতে ট্রাফিকের হাতে ওয়েদার কিট তুলে দিলেন পুলিশ কমিশনার

ভোট ভিক্ষা করতে গিয়ে বিমান বসুর পায়ে হাত দিয়ে প্রণাম তাপস রায়ের

বুধবার থেকে কলকাতার তাপমাত্রা ফের বাড়তে চলেছে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর