এই মুহূর্তে




অভিষেক কন্যাকে কু- মন্তব্য মামলায় সিবিআই তদন্তের ওপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টে




নিজস্ব প্রতিনিধি,দিল্লি: অভিষেক বন্দ্যোপাধ্যায় – এর কন্যাকে নিয়ে কুমন্তব্যের মামলায় মারধর প্রসঙ্গে পুলিশের বিরুদ্ধে হাইকোর্ট যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল তাতে সুপ্রিম কোর্ট(Supreme Court) সোমবার অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জ্বল ভূঁয়ানের বেঞ্চ সোমবার সিবিআই তদন্তের ওপর অন্তর্ভুতি স্থগিতাদেশ জারি করেছে। সম্প্রতি আরজি কর কাণ্ডের প্রতিবাদে আয়োজিত একটি পদযাত্রা থেকে অভিষেক কন্যার নামে কু-মন্তব্য করতে শোনা গিয়েছিল কয়েকজনকে। সেই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করে।

অভিযোগ ছিল পুলিশই হেফাজতে তাদেরকে মারধর করা হয়। সেই অভিযোগে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। ওই মামলায় হাইকোর্টের নির্দেশের ওপর সোমবার অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। প্রথমে হাইকোর্টের একক বেঞ্চ ও পরে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেই ওই ঘটনায় সিবিআই তদন্তের পক্ষে রায় দেওয়া হয়েছিল। কিন্তু হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। সোমবার দেশের সর্বোচ্চ আদালত সেই রায়ের উপর স্থগিতাদেশ জারি করে। প্রথম গত উল্লেখ করা যেতে পারে, আরজি কর হাসপাতালে(R G Kar Hospital) পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় তার পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী(CM)।

ধর্ষণ করে খুনের ঘটনায় আর্থিক সাহায্য দিলে কি সমস্যার সমাধান হয়ে যায় আর্জি করের ঘটনার প্রতিবাদে মিছিল থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের নাবালক কন্যাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছিল। সেই কুরুচিকর মন্তব্যের ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এরপরই ডায়মন্ড হারবার থানায় দুই তরুনীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক মহিলা। ওই অভিযোগের ভিত্তিতে গত ৭ সেপ্টেম্বর উত্তর ২৪ পরগনা নিমতা(Nimta) থেকে ২ তরুণীকে গ্রেফতার করেছিল পুলিশ গ্রেপ্তারের পর পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তা অভিযোগ তুলে হাইকোর্টের(Highcourt) দ্বারস্থ হয়েছিলেন ধৃতেরা। অভিযোগ ছিল পুলিতে হেফাজতে তাদের মারধর করা হয়েছে। এরপর মামলাটি হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে যায়। সেখানে হাইকোর্টের একক বেঞ্চের নির্দেশই বল রাখা হয়। হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের বেঞ্চ জানিয়েছিল মামলাকারীর উপর শারীরিক নির্যাতনের স্পষ্ট ইঙ্গিত রয়েছে মেডিকেল রিপোর্টে। হাইকোর্টের ডিভিশন সিবিআই তদন্তের নির্দেশ বহাল রেখেছিল। কিন্তু সোমবার সেই মামলা দেশের সর্বোচ্চ আদালতে শুনানির জন্য উঠলে তাতে স্থগিতাদেশ জারি হয় সিবিআই তদন্তের ওপর।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিস্ফোরণে উড়ে যাবে তাজমহল, ইমেলে হুমকি বার্তা আসতেই শোরগোল!

ঘুম উড়বে চিনের, নৌসেনার অস্ত্র ভান্ডারে যোগ হচ্ছে শক্তিশালী যুদ্ধবিমান

টয়লেটে বসে বিদ্যালাভ, প্রশ্নের মুখে ছত্তিশগড় সরকার

নবান্নে মুখোমুখি সেলিম-মমতা! কেন বসতে হল বৈঠকে?

সাইবার প্রতারণা ঠেকাতে কমিক্স বই প্রকাশ রাজ্য সরকারের

দিল্লি-ঢাকা সঙ্ঘাত চরমে, ভারতের রাষ্ট্রদূতকে তলব ইউনূস সরকারের

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর