এই মুহূর্তে




যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘সার্জিক্যাল স্ট্রাইকের’ হুমকি এবিভিপি’র




নিজস্ব প্রতিনিধি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার সার্জিক্যাল স্ট্রাইক করার হুঁশিয়ারি এবিভিপি’র। আগামী দিনে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্জিক্যাল স্ট্রাইক করা হবে বলে হুঁশিয়ারি দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে তারা হুঁশিয়ারি দেয় শীঘ্রই যাদবপুর বিশ্ববিদ্যালয় আরএসএসের এই ছাত্র সংগঠন অভিযান করবে। গত শনিবার শিক্ষামন্ত্রীর গাড়ি আটকানোকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। সোমবার ছাত্র ও ধর্মঘটের জেরে এবিভিপি’র সমর্থকদের সঙ্গে বিশ্ববিদ্যালয় গেটের সামনে সন্ধ্যার পর সংঘর্ষ হয় বাম ছাত্র কর্মীদের। সোমবার সন্ধ্যার পর সেই উত্তেজনার ঘটনাকে ‘ট্রেলার ‘বলে উল্লেখ করে এবিভিপি’র(ABVP) রাজ্য সম্পাদক অনিরুদ্ধ সরকার দাবি করেন, প্রয়োজনে আগামী দিনে যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক করবে তাদের সংগঠন।

কিন্তু কেমন হবে সেই সার্জিক্যাল স্ট্রাইক(Surgical Strike) সে নিয়ে বিস্তারিত কিছু জানায়নি এই ছাত্র সংগঠন। এবিভিপি’র কার্য সমিতির সদস্য শুভ্রব্রত অধিকারী জানিয়েছেন আগাম জানিয়ে তো সার্জিক্যাল স্ট্রাইক হয় না। যখন হবে সবাই টের পাবে। তাদের দাবি যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বামেদের ডেরা হতে পারে। কিন্তু গোটা দেশে এবিভিপি আছে। সবাই জানে এভিভিপি কিভাবে গণতান্ত্রিকভাবে যাদবপুরে বন্দেমাতরম ধ্বনি তুলতে হয় বাম – তৃণমূল যোগ সাজোশে চলছে এসব মানুষ ধরে ফেলেছে বলে তারা অভিযোগ করেন। তারা আরো বলেন সোমবার শান্তিপূর্ণ মিছিলে উস্কানি দিয়ে হাতাহাতি করেছে বাম ও নকশাল ছাত্রসংগঠন। জখম হয়েছেন পাঁচজন এবিভিপি সদস্য। পুলিশ যখন এবি ভিপি সদস্যদের গ্রেফতার করে। এই ঘটনায় বাম ও তৃণমূল আঁতাত প্রকাশ পেয়েছে বলে এবিভিপি’র নেতৃত্ব দাবি করে। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে সাধারণ ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় ছাত্র ধর্মঘট ডেকে ছাত্রছাত্রী ও অভিভাবকদের অসুবিধার মধ্যে ফেলা হচ্ছে এই ঘটনার দায়ভার বাম সংগঠন কে নিতে হবে বলে এবিভিপি’র দাবী এর বিরুদ্ধে আন্দোলনে নামবে তাদের সংগঠন। যাদবপুর ক্যাম্পাসকে দেশবিরোধী ও কমিউনিস্ট প্রভাব মুক্ত করা হবে বলে তারা জানান। যাদবপুর ঋষি অরবিন্দর মাটি সেখানে যারা ছাত্রদের বিপদে চালিত করছে তাদের বিরুদ্ধে এবিপি সংগ্রাম করবে বলে ঘোষণা করা হয়। এবিভিপির যাদবপুর বিশ্ববিদ্যালয়(Jadavpur Univercity) ইউনিটের সভাপতি নিখিল দাস বলেন, বাম ও অতিবাম দের বিভিন্ন ক্যাম্পাসে বাঁচিয়ে রেখে অক্সিজেন সরবরাহ করছে রাজ্যের শাসক দল। এবিভিপি’র সমর্থকদের ওপর হামলা করেছে নকশালরা। সেটিং করে শিক্ষা মন্ত্রী ,অতিবাম ,বাম ও নকশালদের সঙ্গে একে অপরের পরিপূরক হতে চাইছে। এমনটা অভিযোগ করে তাদের দাবি,আর এসবের বিরুদ্ধেই এবার সার্জিক্যাল স্ট্রাইক করবে আরএসএসের(RSS) ছাত্র সংগঠন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভুয়ো কাস্ট সার্টিফিকেটে কাণ্ডে নয়া মোড়, শাস্তিমূলক পদক্ষেপ নিল নবান্ন

তৃণমূলের শিক্ষক নেতার বরখাস্তের আদেশ প্রত্যাহার ডিভিশন বেঞ্চের

উপাচার্যের পদ থেকে অপসারণ, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সরানো হল ভাস্কর গুপ্তকে

খাদিম-কর্তা অপহরণ মামলায় বেকসুর খালাস আখতার হোসেন

বদলে যাওয়া বাংলার গল্প শোনাতে লন্ডন থেকে অক্সফোর্ডের পথে মমতা

প্রশাসনের কাছে পাকা বাড়ির দাবি জানালেন ঘরছাড়ারা, হাওড়ার আবর্জনা এবার ধাপায়

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর