উঠল পর্দার আড়াল, নাম করে সরাসরি অভিষেককে তীব্র আক্রমণ শুভেন্দুর
Share Link:

নিজস্ব প্রতিনিধি: আর পরোক্ষে নয়, খেজুরিতে দাঁড়িয়ে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ধরে আক্রমণ শানালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারি। মঙ্গলবার খেজুরিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী বলেন, ‘তোলাশ্রী পুরস্কার পাবে তোলাবাজ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়।’
আরও পড়ুন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিনেত্রীর সঙ্গে সহবাস, ধর্ষণে অভিযুক্ত পাইলট
পাশাপাশি, তাঁর তোপ, ক্ষমতায় এসে প্রথমেই বিজেপি মিথ্যাশ্রী পুরস্কার দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। উল্লেখ্য, এতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেও তা বিজেপি বা শুভেন্দুর পক্ষ থেকে পরোক্ষে করা হত। কিন্তু এদিন তোলাবাজ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে সরাসরিই আক্রমণ শানিয়েছেন শুভেন্দু। এখন দেখার এই আক্রমণের প্রেক্ষিতে কী পদক্ষেপ করেন অভিষেক।
আরও পড়ুন সাহস থাকলে শুধু নন্দীগ্রামেই লড়াই করুন মুখ্যমন্ত্রী, তোপ শুভেন্দুর
উল্লেখ্য, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নাম করে বলায় কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে আইনত পদক্ষেপ করেছেন অভিষেক। তিনিও একের পর এক সভায় বিজেপি নেতাদের হুঁশিয়ারি দিয়েছেন, আমার নাম ধরে বলুন যদি সাহস থাকে।
আরও পড়ুন শুধু নয় নন্দীগ্রাম, একাধিক আসনে প্রার্থী হতে পারেন মমতা
তারপরে সেরকমভাবে কেউ কোনও মন্তব্য না করলেও এদিন শুভেন্দু অধিকারি আগের সব পর্দা উঠিয়ে সরাসরি ‘তোলাবাজ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়’ বলে আক্রমণ করেছেন। এখন দেখার শুভেন্দুর বিরুদ্ধে এবার অভিষেক কোনও আইনত পদক্ষেপ করেন কিনা। তবে শুধু শুভেন্দুই নয়, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় অভিষেককে তীব্র আক্রমণ করে বলেছেন, এই সরকার ক্ষমতায় এলে এবার কিডনি পাচার করবে।
আরও পড়ুন টানা ৩ দিনের বাস ধর্মঘটের ডাক বাংলায়! ২৮, ২৯, ৩০ জানুয়ারি
অভিষেকের বাড়ির নাম ‘শান্তিনিকেতন’-এর উল্লেখ করে বাবুল বলেন, ‘সাধারণ মানুষের থেকে টাকা লুটে ওখানে ঝাড়বাতি বসছে। আমরা ক্ষমতায় এলে কড়ায়-গণ্ডায় সব বুঝে নেব।’ এখন দেখার অভিষেক কবে এর উত্তর দেন।
আরও পড়ুন করোনায় আক্রান্ত লিলি চক্রবর্তী
আরও পড়ুন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিনেত্রীর সঙ্গে সহবাস, ধর্ষণে অভিযুক্ত পাইলট
পাশাপাশি, তাঁর তোপ, ক্ষমতায় এসে প্রথমেই বিজেপি মিথ্যাশ্রী পুরস্কার দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। উল্লেখ্য, এতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেও তা বিজেপি বা শুভেন্দুর পক্ষ থেকে পরোক্ষে করা হত। কিন্তু এদিন তোলাবাজ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে সরাসরিই আক্রমণ শানিয়েছেন শুভেন্দু। এখন দেখার এই আক্রমণের প্রেক্ষিতে কী পদক্ষেপ করেন অভিষেক।
আরও পড়ুন সাহস থাকলে শুধু নন্দীগ্রামেই লড়াই করুন মুখ্যমন্ত্রী, তোপ শুভেন্দুর
উল্লেখ্য, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নাম করে বলায় কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে আইনত পদক্ষেপ করেছেন অভিষেক। তিনিও একের পর এক সভায় বিজেপি নেতাদের হুঁশিয়ারি দিয়েছেন, আমার নাম ধরে বলুন যদি সাহস থাকে।
আরও পড়ুন শুধু নয় নন্দীগ্রাম, একাধিক আসনে প্রার্থী হতে পারেন মমতা
তারপরে সেরকমভাবে কেউ কোনও মন্তব্য না করলেও এদিন শুভেন্দু অধিকারি আগের সব পর্দা উঠিয়ে সরাসরি ‘তোলাবাজ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়’ বলে আক্রমণ করেছেন। এখন দেখার শুভেন্দুর বিরুদ্ধে এবার অভিষেক কোনও আইনত পদক্ষেপ করেন কিনা। তবে শুধু শুভেন্দুই নয়, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় অভিষেককে তীব্র আক্রমণ করে বলেছেন, এই সরকার ক্ষমতায় এলে এবার কিডনি পাচার করবে।
আরও পড়ুন টানা ৩ দিনের বাস ধর্মঘটের ডাক বাংলায়! ২৮, ২৯, ৩০ জানুয়ারি
অভিষেকের বাড়ির নাম ‘শান্তিনিকেতন’-এর উল্লেখ করে বাবুল বলেন, ‘সাধারণ মানুষের থেকে টাকা লুটে ওখানে ঝাড়বাতি বসছে। আমরা ক্ষমতায় এলে কড়ায়-গণ্ডায় সব বুঝে নেব।’ এখন দেখার অভিষেক কবে এর উত্তর দেন।
আরও পড়ুন করোনায় আক্রান্ত লিলি চক্রবর্তী
More News:
26th February 2021
বাংলার বিরুদ্ধে কি যুদ্ধ ঘোষণা কমিশনের, ৮ দফা নিয়ে তীব্র আক্রমণ মমতার
26th February 2021
26th February 2021
26th February 2021
26th February 2021
কুঁদঘাট কাণ্ডে ৫ লক্ষের ক্ষতিপূরণ ঘোষণা রাজ্যের! হচ্ছে তদন্তও
26th February 2021
26th February 2021
26th February 2021
26th February 2021
সকালের পুজোয় অভিষেক, বিকালেই কী প্রার্থী ঘোষণা! ছড়ালো জল্পনা
26th February 2021
Leave A Comment