এই মুহূর্তে




শুভেন্দুকে শাহি তলব, দিল্লি উড়ে গেলেন বাংলার বিরোধী দলনেতা

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: তাঁকে ঘিরে গতকালই প্রশ্ন উঠে গিয়েছিল বিজেপির অন্দরে। কেননা তাঁর অবস্থান দাঁড়িয়েছিল, বিজেপির অবস্থানের চূড়ান্ত বিপরীতে। এমনকি জল্পনা ছড়িয়েছে একটা বড় সংখ্যক বিধায়ককে নিয়ে তিনি ফিরে যেতে পারেন তৃণমূলে(TMC)। আর তাই সময় বিলম্ব না করেই শাহি তলব চলে এল। সেই তলবে সাড়া দিয়ে এদিনই দিল্লির(Delhi) পথে পা বাড়ালেন তিনি, মানে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। তাঁকে তলব করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। একই সঙ্গে বঙ্গ বিজেপি(Bengal BJP) সূত্রে জানা গিয়েছে, শুভেন্দু কাল বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এ দেশের সরকারকে CAA’র মাধ্যমে শরণার্থীদের আশ্রয় দেওয়ার যে বার্তা দিয়েছিলেন তা ভাল ভাবে নেয়নি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই সূত্রেই জরুরি ভিত্তিতে তলব করা হয়েছে তাঁকে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, তাঁরাও গোটা পরিস্থিতির ওপর নজর রাখছেন।

আরও পড়ুন গিরি অতীত, শুভেন্দুর জেলায় তৃণমূলের ব্যাটন যেতে পারে উত্তমের হাতে

বঙ্গ বিজেপি এখন কার্যত আড়াআড়ি ভাগে ভাগ হয়ে গিয়েছে। একদল শুভেন্দুপন্থী, অপরদল শুভেন্দু বিরোধী। পাল্লা ভারী শুভেন্দুপন্থীদেরই। এখন শুভেন্দু বিরোরীদের দাবি, লোকসভা নির্বাচনের পর থেকেই শুভেন্দুর গলায় তৃণমূল বিরোধিতার আঁচ পড়ে গিয়েছে। সেভাবে তাঁকে আর চড়া সুরে তৃণমূল বিরোধিতা করতে দেখাও যায় না। একইসঙ্গে শুভেন্দু যেভাবে রাজ্য বিধানসভায় আনা তৃণমূলের বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাবে সায় দিয়েছেন তাও বিজেপির অবস্থানের বিপরীতে। সেই সঙ্গে বিজেপি রাজ্য সরকারের রাজ্য দিবস এবং রাজ্য সঙ্গীতকে মানে না। অথচ গতকাল শুভেন্দু রাজ্য সঙ্গীতকে সম্মান দেখিয়ে উঠে দাঁড়িয়েছিলেন। আবার একই দিনে সাড়ে ৩ বছর বাদে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) নিজের মুখে প্রকাশ্যে শুভেন্দুর নাম নিয়েছেন ও তাঁর দেওয়া প্রস্তাব বাংলা ভাগের বিরোধিতা করে আনা প্রস্তাবে জুড়ে দিতেও বলেছেন। এই সব ঘটনাপ্রবাহকে হালকা ভাবে নিচ্ছেন না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর তাই সম্ভবত তাঁকে জরুরি তলব করা হয়েকছে দিল্লিতে।

আরও পড়ুন বাংলাদেশে অস্তিরতার আঁচ কলকাতার হোটেল আর পরিবহণের ব্যবসায়

শুভেন্দুর সঙ্গে অমিত শাহের সম্পর্ক বরাবরই ভাল। এমনকি সেই সম্পর্কের সুবাদে শুভেন্দু বঙ্গ বিজেপির অন্দরে নিজের খুশি মতো ছড়ি ঘোরাতেন বলেও দীর্ঘদিনের অভিযোগ বিজেপির আদি নেতাকর্মীদের। এবার সেই অমিত শাহই তলব করেছেন শুভেন্দুকে। গতকাল বাংলাদেশের ঘটনাপ্রবাহের জেরে শুভেন্দু জানিয়েছিলেন, ‘১ কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে। আপনারা তৈরি থাকুন। আমি তো তৈরি আছি। মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে বলব, কেন্দ্রের সঙ্গে কথা বলুন। CAA-তে পরিষ্কার বলা আছে, ধর্মীয় উৎপীড়নের কারণে কেউ এলে, তাঁকে আশ্রয় দিতে হবে। ৩ দিনের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে তাহলে ১ কোটির বেশি হিন্দু শরণার্থীকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকুন। যার যেখানে জায়গা আছে, হিন্দু ভাইদের রাখার জন্য প্রস্তুত থাকুন।’ শুভেন্দুর এই বক্তব্য কার্যত শাহের দিকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার সামিল হয়ে দাঁড়িয়েছে। কেননা এমনটা যে হতে পারে সেটা মমতা অনেক আগেই জানিয়েছিলেন। কিন্তু বিজেপি ও কেন্দ্রীয় সরকার মমতার এই বাস্তব বক্তব্যকে মানতে চায়নি। বরঞ্চ পরিস্থিতি দাঁড়িয়েছিল যে, বাংলাদেশের কোনও শরণার্থীই যেন ভারতে পা রাখতে না পারে। কিন্তু শুভেন্দু কাল CAA-কে তুলে ধরে কার্যত মমতার অবস্থানকে শক্ত করেছেন ও কেন্দ্রের সরকারকে পাল্টা চেলে ফেলে দিয়েছেন যা শাহের পছন্দ হয়নি।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজপথে জনতার আন্দোলনের ঢেউয়ে জৌলুশ হারিয়েছে রবিবারের পুজোর মার্কেট

আরজি কর কাণ্ডে মহানগরীর পথে ‘ইনসাফ’ চেয়ে রিক্সা চালকদের প্রতিবাদ মিছিল

আরজি কর কাণ্ডের তদন্তে আমজনতার সাহায্য চাইল সিবিআই

বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের জেরে বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ

‘এই ধরনের মানুষদের মনোনয়ন দেওয়াই ঠিক নয়’, জহরকে নিশানা সৌগতের

‘একজন ছেড়েছেন, আরেকজনও ছাড়ুন,’ নাম না করেই জহর-সুখেন্দুকে নিশানা দেবাংশুর

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর