28ºc, Haze
Monday, 27th March, 2023 10:33 am
নিজস্ব প্রতিনিধি: ফের কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শিশুপুত্রকে বিঁধে আক্রমণ শানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। গত বছর নভেম্বর মাসে সেই ঘটনার পর বিরোধী দলনেতাকে নোটিস পাঠিয়েছিল রাজ্য শিশু সুরক্ষা কমিশন। কমিশনের সেই নোটিশ খারিজ এবং তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে আদালতে মামলা দায়ের করলেন শুভেন্দু অধিকারী। আগামী বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে।
উল্লেখ্য গত বছর ১৩ নভেম্বর শুভেন্দু অধিকারী একটি টুইট করেছিলেন। যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে আপত্তিজনক ভাষায় তাঁর তিন বছরের ছেলেকে নিয়ে বিতর্কিত মন্তব্য লেখেন তিনি। টুইটে রাজ্যের বিরোধী দলনেতা লেখেন, কলকাতার একটি হোটেলে মহা ধুমধাম করে অভিষেকের ছেলের জন্মদিনের অনুষ্ঠান হচ্ছে। সেখানে ৫০০ পুলিশ, এমনকি বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড নিয়োগ করা হয়েছে। বসানো হয়েছে মেটাল ডিটেক্টর। আর এই গোটাটাই হচ্ছে মমতা নিয়ন্ত্রিত পুলিশের তত্ত্বাবধানে। শুভেন্দু অধিকারীর এই টুইট নিয়ে বিতর্ক তৈরি হয়। প্রতিবাদ জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং। ডায়মন্ডহারবারে দাঁড়িয়ে শুভেন্দুর মন্তব্যের প্রতিবাদ করেছিলেন তিনি।
শুভেন্দু অধিকারীর এই টুইটের প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে শিশু সুরক্ষা কমিশনে অভিযোগ জানান শিল্পী রায় নামে এক মহিলা। অভিযোগ জানিয়ে ওই মহিলা জানিয়েছিলেন, রাজনীতির সঙ্গে যে ভাবে শিশুকে জড়িয়ে দেওয়া হয়েছে, তা মেনে নেওয়া যায় না। পাশাপাশি ওই টুইটের ভাষা আপত্তিজনক দাবি করে বেলেঘাটা থানায় এফআইআর দায়ের করেছেন তীর্থ ঘোষ নামে এক ব্যক্তি। পকসো-সহ আরও বেশ কয়েকটি ধারায় অভিযোগ জানিয়েছেন তিনি। আর অভিযোগ পাওয়ার পর বিরোধী দলনেতাকে শোকজ নোটিস পাঠানোর সিদ্ধান্ত নেয় শিশু সুরক্ষা কমিশন।