এই মুহূর্তে

স্বামীজির জন্মভিটেতে বিশেষ শ্রদ্ধার্ঘ প্রদান মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: ‘জাতীয় যুব দিবসে’ দেশজুড়ে পালন করা হচ্ছে। করোনা বিধি মেনেই দেশের বিভিন্ন প্রান্তে পালন করা হচ্ছে স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্মবার্ষিকী। বাংলাতেও মহাসমারহে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন। বুধবার সকাল থেকেই স্বামী বিবেকানন্দের জন্মভিটে সিমলা স্ট্রিটে একাধিক রাজনৈতিক দলের নেতারা শ্রদ্ধাজ্ঞাপণ করেছেন। দুপুরে সিমলা স্ট্রিটের বাড়িতে গিয়ে বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বামীজির আবক্ষ মূর্তিতে মাল্যদান করে ও চাদর চড়িয়েছেন তিনি।

এদিন সকালেই ফেসবুকে মুখ্যমন্ত্রী শ্রদ্ধার্ঘ্য প্রদান করেন স্বামীজির উদ্দেশ্যে। তিনি স্বামীজির বাণী উধৃত করেই পোস্ট করেন, ‘তুমি আপনাকে মহান বলিয়া উপলব্ধি করো, তুমি মহান হইবে… আমাদের প্রত্যেকের ভিতরে সেই মহিমময় আত্মা রহিয়াছেন। আত্মায় বিশ্বাসী হইতে হইবে। নচিকেতার মতো বিশ্বাসী হও।’ ১৮৬৩ সালের ১২ জানুয়ারি উত্তর কলকাতার সিমলায় জন্মগ্রহণ করেন নরেন্দ্রনাথ দত্ত। ধীরে ধীরে নিজের তেজ ও জ্ঞানের মাধ্যমে বীর সন্ন্যাসীতে পরিণত হন তিনি। গোটা দেশের কাছে স্বামীজি রূপেই পূজিত হন বিবেকানন্দ। তাঁর জন্মভিটেতে করোনা বিধি মেনেই অনুষ্ঠান চলছে। তবে সাধারণ মানুষদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে করোনার কথা মাথাতে রেখেই।

বুধবার স্বামীজির জন্মদিন উপলক্ষ্যেই মিশনেরই বিদ্যামন্দির, শিক্ষণমন্দির, শিল্প বিদ্যালয়, শিক্ষামন্দির, জনশিক্ষা মন্দির থেকে নির্দিষ্ট কয়েক জন পড়ুয়াকে নিয়ে এসে সভাগৃহে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান করানো হয়। দূরত্ব-বিধি মেনে আয়োজিত ওই অনুষ্ঠানে সর্বাধিক ৫০ জন উপস্থিতি নিয়ে অনুষ্ঠিত হয় বলে বেলুড় মঠ সূত্রে জানা গিয়েছে। এই অনুষ্ঠানে যুব সম্প্রদায়কে সম্বোধন করে বক্তব্য রাখেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ-সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দ। এ ছাড়াও বৈদিক মন্ত্রোচ্চারণ, গান, বক্তৃতা, আবৃত্তি, ধর্মীয় সঙ্গীত, নৃত্য, নাটক পরিবেশিত হয়। সকাল সাড়ে ৯টা থেকে শুরু করে সাড়ে ১১টা পর্যন্ত হয় ওই অনুষ্ঠান। সিমলা স্ট্রিতে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে জানা গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোমবার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘরে পৌঁছে যাবে

কলকাতায় নতুন ছবির শুটিংয়ে এলেন কাজল ও রণিত রায়, যাবেন বোলপুরেও

স্বপনে জেরবার বিজেপি, বারাসত হয়ে যাচ্ছে আসানসোল

রাজ্যের চাহিদা অনুযায়ীই কেরোসিন বরাদ্দ করবে কেন্দ্র, নির্দেশ হাইকোর্টের

‘বাংলাবিদ্বেষী বিজেপি বাংলার সংস্কৃতিকে উপহাস করছে’, তৃণমূলের আক্রমণে অস্বস্তিতে বিজেপি

শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা পৌঁছে যাবে ৩৭ ডিগ্রির ঘরে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর