এই মুহূর্তে




সেমিকন্ডাক্টর কারখানা নিয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে কথা হয়েছে, জানালেন মমতা




নিজস্ব প্রতিনিধি: কোয়াড সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠকের পরেই মিলেছিল সুখবর। দুই রাষ্ট্রনেতার বৈঠকে কলকাতায় সেমিকন্ডাক্টর বা চিপ তৈরির কারখানা গড়া নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছিল প্রধানমন্ত্রীর দফতর। ফলে রাজ্যে বিপুল বিনিয়োগ আর বিরাট কর্মসংস্থানের পথ অনেকটাই প্রসারিত হয়েছিল। আর আজ বৃহস্পতিবার নবান্নে স্বাস্থ্য সংক্রান্ত বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কলকাতায় সেমিকন্ডাক্টর কারখানা গড়া নিয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে রাজ্য সরকারের কথা হয়েছে। মার্কিন দূতাবাসের আধিকারিকদের সঙ্গে এ সংক্রান্ত বৈঠকে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের পাশাপাশি হাজির ছিলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ও।

সেমিকন্ডাক্টর হল এমন এক ধরনের বস্তু, যা নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে তড়িৎবাহী হতে পারে। মোবাইল হোক বা ক্যামেরা, কিংবা ল্যাপটপ, টিভি— এই যন্ত্রগুলিকে সচল রাখে এক বিশেষ ধরনের ‘চিপ’ বা ‘মাইক্রোচিপ’। এই ‘চিপ’ তৈরির ক্ষেত্রে একটি অত্যাবশ্যকীয় উপাদান হল সেমিকন্ডাক্টর। বর্তমান বিশ্বে প্রযুক্তি যত এগোচ্ছে সেমিকন্ডাক্টর ক্ষেত্রের গুরুত্বও তত বৃদ্ধি পাচ্ছে। প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছিল, কলকাতায় ‘গ্লোবাল ফাউন্ডারিজ’-এর একটি কারখানা তৈরির বিষয়ে সহমত হয়েছেন মোদি এবং বাইডেন। যার পোশাকি নাম হবে ‘জিএফ কলকাতা পাওয়ার সেন্টার’।

সূত্রের খবর, কলকাতার বুকে সেমিকন্ডাক্টর কারখানা তৈরি হলে প্রায় ৬০ হাজার কোটি টাকা প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের(FDI) দরজা খুলে যাবে। ওই কারখানার জন্য যে জমির প্রয়োজন হবে সেই জমি Global Foundries’র হাতে তুলে দিতেও প্রস্তুত থাকছে রাজ্য সরকার। ৪০ একর জমি এই প্রকল্পের জন্য প্রয়োজন হতে পারে মনে করে রাজ্য সরকার রাজারহাটের পাশাপাশি নৈহাটির Electronics Manufacturing Cluster-এ সেই জায়গা রেখে দিচ্ছে। এদিন মমতা জানিয়েছেন, ওই প্রকল্পের জন্য জমিও প্রস্তুত রয়েছে। এটা বাংলার বড় প্রাপ্তি। গত তিন বছর ধরে আমেরিকার সঙ্গে বাংলার এ নিয়ে কথা হচ্ছে। তার ফলেই এই সাফল্য এসেছে। এই প্রকল্পে বাংলায় প্রচুর মানুষ চাকরি পাবেন। মেধার ভিত্তিতে সেই চাকরি পাওয়া যাবে।

 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘কুলতলির ঘটনাতে তিন মাসের মধ্যে ফাঁসির অর্ডার হোক, সেটাই চাই’, জানালেন মুখ্যমন্ত্রী

পার্ক স্ট্রিট থানায় মহিলা সিভিক ভলান্টিয়ারকে শ্লীলতাহানি

সরলেন বাবুন, এলেন সুজিত, পুজোর আবহেই বদল Hockey Bengal-এ

‘কর্মবিরতি করলেন আবার ৩২ হাজার টাকা স্টাইপেন্ডও নিলেন’, ডাক্তারদের নিশানা কল্যাণের

অসুর হয়ে হাজির বৃষ্টি, হকার- ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ

কোল্ড ড্রিঙ্কস অমলেট! পুজোর কলকাতা মাতাচ্ছে নতুন স্ট্রীট ফুড

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর