24ºc, Haze
Thursday, 23rd March, 2023 3:59 am
নিজস্ব প্রতিনিধি: প্রাথমিকে (Primary TET) শিক্ষক (Teacher) নিয়োগ (Recruitment) দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের নিজাম প্যালেসের অফিসে হাজিরা দিলেন মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ তাপস মণ্ডল। মঙ্গলবার তিনি নিজাম প্যালেসে হাজিরা দেন। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয়ে তাঁকে কেন্দ্রীয় গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করছেন বলে সূত্রের খবর।
প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি তৎপরতা বাড়িয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। প্রাথমিক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির তদন্তে নেমে মানিকের সঙ্গে উঠে আসে তাপস মণ্ডলের নাম। তাপস মানিকের ঘনিষ্ঠ বলে পরিচিত। এর আগে, তাপসকে একাধিক বার জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এমনিক তাপসের বাড়ি ও অফিসে তল্লাশিও চালান গোয়েন্দারা। তদন্তে উঠে আসে তাপসের ৩টি বিএড কলেজ রয়েছে। তা ছাড়াও তাঁর সংস্থা ‘মিনার্ভা এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি’র কাজকর্মেও ইডির নজর রয়েছে। তাপসের এই সংস্থার অধীনে ৬ থেকে ৭টি পলিটেকনিক এবং আইটিআই কলেজ রয়েছে বলে জানা গিয়েছে।
অভিযুক্ত তাপস মণ্ডল ‘অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন’- এর সভাপতি। এই সংগঠনের অধীনে প্রায় সাড়ে তিনশো ডিএলএড কলেজ রয়েছে। অভিযোগ, অফলাইনে ভর্তির নাম করে ডিএলএড শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় ২১ কোটি টাকা (২০ কোটি ৭৩ লক্ষ) আদায় করা হয়েছিল। তিনি নিজেও এই কথা স্বীকার করে নিয়ে বলেছিলেন, এই টাকা নগদে দেওয়া হয়েছিল। যদিও মঙ্গলবার সিবিআই গোয়েন্দারা তাপসের কাছ থেকে ঠিক কী কী বিষয়ে জানতে চাইছেন, তা এখনও প্রকাশ্যে আসেনি।