এই মুহূর্তে




মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে উল্টোডাঙা-সহ একাধিক বাজারে টাস্ক ফোর্সের হানা




নিজস্ব প্রতিনিধি, উল্টোডাঙা: বর্তমানে ভারত ও পাকিস্তানের সংঘাতে উত্তপ্ত গোটা দেশ। মূলত পহেলগাঁও হামলার পর ভারতের পক্ষ থেকে একটি সফল অভিযান চালানো হয়। তার পর থেকেই আরও দুশ্চিন্তা বেড়ে যায় রাজ্যের বাসিন্দাদের। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন সকলের পাশে থাকার।

সাম্প্রতিক আবহে রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি টাস্ক ফোর্স গঠন করেন। তাঁদের নির্দেশ দেওয়া হয় নিত্য প্রয়োজনীয় জিনিস, যেমন- চাল, ডাল, নুন, তেল, শাকসবজি, মাছ, মাংস ও ডিম ইত্যাদি জিনিসের দাম যাতে অগ্নিমূল্য না হয় এই যুদ্ধকালীন পরিস্থিতিতে সেটা দেখার জন্য। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঠিত এই টাস্ক ফোর্সের সদস্যরা গত কয়েকদিন ধরেই বিভিন্ন বাজারে বাজারে ঘুরে বেড়াচ্ছেন বলে জানা যায়। তাঁরা খতিয়ে দেখছেন কোনও জিনিসের দাম বেড়েছে কিনা, যদি কোনও জিনিসের দাম বেড়ে থাকে তাহলে অবিলম্বে দোকানদারদের নির্দেশ দেওয়া হচ্ছে দাম কমানোর। কড়া নির্দেশে বাজারে বলা হচ্ছে ন্যায্য মূল্যে জিনিস বিক্রি করতে হবে সকলকে।

টাস্ক ফোর্সের তরফ থেকে যুদ্ধের আবহে কালোবাজারি না করার জন্যও সচেতন করা হচ্ছে। এই আবহের সুযোগ নিয়ে যাতে কেউ কালোবাজারি না করতে পারে তাই এই আধিকারিকরা আজ অর্থাৎ সোমবার উল্টোডাঙা খুচরো এবং পাইকারি মার্কেট ঘুরে দেখেন। উল্টোডাঙা বাজারে সোমবার সবজি দর যথাক্রমে – আলু ২০ থেকে ২৫ টাকা, পিঁয়াজ ২৫ থেকে ৩০ টাকা, রসুন ১০০ টাকা, আদা ১০০ টাকা, টমেটো ৩০ টাকা, পটল কুড়ি টাকা, বেগুন ৮০ টাকা, উচ্ছে ৬০ টাকা, ঢেড়স ৫০ টাকা, রুই মাছ ১৫০ টাকা, কাতলা মাছ ২০০ টাকা। ইলিশ মাছ ৮০০ থেকে ১২০০ টাকা। গলদা চিংড়ি ১২০০ থেকে ১৪০০ টাকা। মুরগির ডিম ৬ টাকা হাঁসের ডিম ১২ টাকা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কংসাবতী নদী সাঁতরে বাড়ি ফিরতে গিয়ে জলের স্রোতে তলিয়ে গেলেন বলরামপুরের এক ব্যক্তি

বোকারোতে অস্ত্র তৈরির কারখানার হদিশ পাওয়া গেলেও ‘মূল মাস্টারমাইন্ড’ পলাতক, খুঁজছে পুলিশ

কদম্বগাছির পীরগাছাতে শিশুদের ব্যবহৃত প্যাম্পারস কারখানার গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড

চন্দ্রকোনাতে বন্যায় ফের প্রাণ কাড়ল এক যুবকের, উদ্ধার মৃতদেহ

শৌচাগার পরিস্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে প্রাণ গেল ২ ভাইয়ের

মালদায় ‘ম্যাঙ্গো হাব ‘করার দাবি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি আম ব্যবসায়ী সংগঠনের

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ