এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বিজেপিকে অস্বস্তিতে ফেলে অনুপমের পাশে তথাগত

নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভা নির্বাচনে শুধু বাংলা দখলের ডাক দিয়েই ক্ষান্ত হয়নি বিজেপি, বেশ বড় গলায় বলেছিল যে তাঁরা ২০০’র বেশি আসন পাবে। যদিও ফলাফল বার হতে দেখা যায় ২০০ তো বহুদূর, তার অর্ধেক ১০০ আসনও পেতে পারেনি বিজেপি। গেরুয়া শিবিরের দৌড় থেমে গিয়েছে ৭৭টা আসন পেয়েই। সেই হারের পর থেকেই বঙ্গ বিজেপিতে শুরু হয়ে গিয়েছে মুষলপর্ব। চলছে কাদা ছোঁড়াছুঁড়ি, দলের রাজ্য সভাপতির সামনে হাতাহাতি-মারামারি, দলত্যাগ আর সব থেকে বেশি তু তু ম্যায় ম্যায়। মানে হারের জন্য একে অপরকে দায়ী করে কাদা ছেটানোর পালা। রাজনৈতিক বিশেষজ্ঞরা এদেরকে চিহ্নিত করছে বেসুরো বা বিক্ষুব্ধ হিসাবেই। সেই বেসুরো আর বিক্ষুব্ধদের তালিকায় নাম উঠেছে প্রাক্তন সাংসদ অনুপম হাজরারও। কেননা তিনি বলেছেন, ‘তৃণমূল থেকে আসা নেতাদের গুরুত্ব দেওয়া মহা ভুল হয়েছে। দলে সুযোগসন্ধানী তৃণমূল নেতাদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, দলের পুরনো নেতাদের তেমন গুরুত্ব না দেওয়াটা ঠিক হয়নি। তাঁরা কোণঠাসা হয়ে গিয়েছিলেন। পাশাপাশি, সেলিব্রিটিদেরও বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। ২০০-র লক্ষ্যমাত্রা নিয়ে ১০০-ও পেরনো যায়নি। এর সবটাই পর্যালোচনা করা দরকার দলের।’

অনুপমের এই বিবৃতি ঘিরে এখন বঙ্গ বিজেপিতে শুরু হয়েছে বিতর্ক। সন্দেহ নেই অনুপমের এই মন্তব্যে বিদ্ধ হয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ এবং দলের কেন্দ্রীয় নেতৃত্ব। বিদ্ধ হয়েছে ভোট পরিচালনার জন্য এ রাজ্যে আসা হিন্দিভাষী বিজেপির নেতা ও সঙ্ঘের লোকেরাও। কিন্তু এই সময়েই অনুপমের মন্তব্যকে সমর্থন জানালেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যপাল তথাগত রায়। এদিন তিনি অনুপমের পাশে দাঁড়িয়ে পাল্টা টুইট করে জানালেন, ‘বয়সে ছোট এবং অভিজ্ঞতায় সীমিত হলেও অনুপমের বিবৃতি প্রণিধানযোগ্য। এবার বিজেপি এমন লোককে টিকিট দিয়েছিল যিনি তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন (শিখা মিত্র)। তিনটে নগরীর নটী টিকিট পেয়ে মদনের সঙ্গে জলকেলি করেছে, তারপর হেরে গিয়ে ভ্যানিশ হয়ে গেছে। পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দলের পক্ষে এর চেয়ে লজ্জার আর কী হতে পারে?’  

ঘটনা হচ্ছে অনুপম হাজরার মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে বঙ্গ বিজেপির অন্দরে। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য, দিলীপ ঘোষেরা ইতিমধ্যেই অনুপমের মন্তব্যের বিপক্ষে প্রতিক্রিয়া দিয়েছেন। কিন্তু তথাগত রায় প্রকাশ্যে টুইট করে অনুপমের পাশে দাঁড়িয়ে যাওয়ায় গোটা বিষয়টি এখন আরও বড় বিতর্কের আকার নিয়ে নিল যা বঙ্গ বিজেপির পাশাপাশি দলের কেন্দ্রীয় নেতৃত্বকেও অস্বস্তিতে ফেলবে। কেননা অনুপম তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছেন। বিজেপির দুর্দিনে তৃণমূলে ফিরতে চেয়ে বিজেপিকে ঠুকে কিছু কথা তিনি বলতেই পারেন। কিন্তু তথাগত রায় তো তৃণমূল থেকে আসা পাবলিক নন। তিনি তো দলের আদি কর্মী। দলে এখনও তাঁর কিছুটা হলেও রাশ আছে। সেই তিনি অনুপমের বক্তব্যকে সমর্থন করায় কার্যত তা মান্যতা পেয়ে গেল দলের হারের অন্যতম কারন হিসাবেও। দলের আদি লোকই মেনে নিল দল আদি নেতাকর্মীদের দাম দেয়নি। যা এতদিন দিলীপ থেকে অমিত শাহ কেউই স্বীকার করতে চাইছিলেন না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নতুন ফ্র্যাঞ্চাইজি পেল বেঙ্গল প্রো টি-২০ লিগ

রাঁচিতে INDIA জোটের বৈঠক, বিবেক গুপ্তকে পাঠাচ্ছে  তৃণমূল

রবিবার দক্ষিণবঙ্গের ৬ জেলায় তাপপ্রবাহের ‘লাল সর্তকতা’ জারি

বেঙ্গল কেমিক্যালের সামনে দুর্ঘটনায় জখম শিশুর মৃত্যু, বিক্ষোভ স্থানীয়দের

১৮ বছর ধরে বসবাস হেলে পড়া বাড়িতে, খাস কলকাতাতেই

বাংলার সব হাসপাতালে Heat Stroke Ward খোলার নির্দেশ স্বাস্থ্যভবনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর