এই মুহূর্তে




নজরে বিধানসভা ভোট,বঙ্গে আত্মপ্রকাশ নতুন রাজনৈতিক দলের




নিজস্ব প্রতিনিধি: আগামী বছর বঙ্গে বিধানসভা ভোট। নবান্ন দখলের লড়াইয়ে শুক্রবার (১৭ জানুয়ারি) বাংলার বুকে আত্মপ্রকা করল আরও একটি নয়া রাজনৈতিক দল। নয়া দলের নাম ‘তেজস জনকল্যাণ পার্টি’। যাদবপুরের বিজয়গড়ের সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে এক সাংবদিক সম্মেলনে নয়া দলের আত্মপ্রকাশের কথা ঘোষণা করেন দলের সভানেত্রী রুবি গুপ্ত।  নয়া দলের প্রতীক চিহ্ন ‘এক থালা অন্ন’। নজিরবিহীন ওই প্রতীক বেছে নেওয়ার কারণ হিসাবে তেজস জনকল্যাণ পার্টির সভানেত্রী জানিয়েছেন, ‘দলের লক্ষ্য হচ্ছে, প্রতিটি মানুষের মুখে অন্ন তুলে দেওয়া। অর্থনৈতিকভাবে সমস্ত বৈষম্য দূর করে সাধারণ মানুষকে স্বাবলম্বী ও আত্মনির্ভর হিসাবে গড়ে তোলা।’

এক সময়ে গেরুয়া শিবিরের সক্রিয় নেত্রী হিসাবে পরিচিত ছিলেন নয়া দলের সভানেত্রী রুবি গুপ্ত। বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের ঘনিষ্ঠ হিসাবেও পরিচয় ছিল। আচমকাই কেন নয়া দল গঠনের প্রয়োজনীয়তা দেখা দিল তা জানতে চাওয়া হলে পোড় খাওয়া নেত্রী বলেন, ‘কোনও রাজনৈতিক দলই সাধারণ মনুষ বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্তের কথা ভাবে না।  ভোট এলে বড়-বড় প্রতিশ্রুতির ফুলঝুরি ছোটায়, আর ভোট মিটে গেলে সব ভোঁ-ভাঁ।  আমাদের দল মানুষের মাথার ওপর ছাদের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, সুরক্ষা, কর্মসংস্থান, রেশন, পরিশুদ্ধ পানীয় জল, সহজ উপায় ব্যবসায়িক-ঋণ, স্বল্প বিলের বিদ্যুৎ, বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা যাতে পাওয়া যায়, সেদিকে জোর দেবে।’

সদস্য ও নিচুতলার কর্মীদের মতামতের ভিত্তিতেই নয়া দল পরিচালিত হবে বলে জানিয়ে রুবি দেবী বলেন, ‘কেন্দ্র ও রাজ্য সরকারের কাছ থেকে সাধারণ মানুষের ন্যায্য অধিকার ছিনিয়ে নিতে মাটি কামড়ে লড়ব।’ বঙ্গ রাজনীতিতে গত কয়েক দশক ধরে সৌজন্য-শিষ্টাচার উধাও। রাজনৈতিক আক্রমণ কু‍ৎসায় পরিণত হয়েছে। তবে ‘তেজস জনকল্যাণ পার্টি’র সভানেত্রী চান সেই সংস্কৃতির বদল আনতে। স্পষ্টই জনিয়ে দিলেন, ‘কোনও রাজনৈতিক কু‍ৎসা আর সমাজকে ধর্ম-জাতির নামে বিভাজনের রাস্তায় হাঁটতে চান না তাঁরা। বরং সবাইকে নিয়ে চলতে চান।’

আগামী বিধানসভা ভোটে রাজ্যের ২৯৪ কেন্দ্রেই দল প্রার্থী দেবে বলেও ঘোষণা করেছেন নয়া দলের সভানেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার , স্বাস্থ্যসাথী প্রকল্পের বিকল্প হিসাবে গণেশ ভাণ্ডার, মাতৃ ভাণ্ডার-ই নয়া দলের হাতিয়ার হবে বলেও জানিয়েছেন তিনি। 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জামতারা গ্যাংয়ের কোমর ভাঙতে অপারেশন ‘সাইবার শক্তি’ রাজ্য পুলিশের

নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলরকে শোকজ করে ৫ দিনের মধ্যে জবাব চাইল নেতৃত্ব

ফেসবুক পেজে তথ্য বদল! মেটাকে আইনি নোটিস অভিষেকের

বাড়বে কুয়াশার দাপট,ফের নামবে পারদ,কেমন থাকবে আবহাওয়া?

চারদিন বন্ধ মেট্রো, যাত্রীদের সমস্যা রুখতে বাড়তি বাস-ভেসেল নামাচ্ছে রাজ্য

ভোটার তালিকায় অনলাইনে নাম তোলা নিয়ে আপত্তি মমতার

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর