এই মুহূর্তে




আর জি করের গেটে বহিরাগতদের সঙ্গে পুলিশের তুমুল ধস্তাধস্তি, লাঠিচার্জ, আটক একাধিক




নিজস্ব প্রতিনিধি: তরুণী পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তপ্ত হয়ে উঠল আরজিকর হাসপাতাল চত্বর। হাসপাতালের বাইরে বহিরাগত আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের তুমুল ধস্তাধস্তি হয়। পুলিশ বেশ কয়েকজনকে আটকও করে। এরা সকলে শনিবার বিকেলে আরজিকর হাসপাতালে ঢোকার চেষ্টা করেন। পুলিশ তাদের বাধা দিলে শুরু হয় বচসা। এরপর বহিরাগতরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। তখন পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। দীর্ঘ অঞ্চলে এই ঘটনা। এরপর পুলিশ বেশ কয়েকজন বহিরাগত(Outsider) আন্দোলনকারীদের আটক করে নিয়ে যায়। এদিকে আরজিকর কান্ডকে সামনে রেখে জুনিয়ার চিকিৎসকদের পাশে দাঁড়াতে আসরে নেমে পড়েন একাধিক বাম ছাত্র যুব সংগঠনের সদস্যরা। স্টুডেন্টস হেলথ হোমের চিকিৎসকরাও আর জি করে পৌঁছন।

তাদের মধ্যে অনেকে আরজিকর হাসপাতালের প্রাক্তনী। তারা ভেতরে ঢোকার চেষ্টা করলেই পুলিশ বাধা দেয়। শুরু হয় তুমুল ধস্তাধস্তি। এদিকে বহিরাগতরা যখন ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন, তখন আরজিকর হাসপাতালে ভেতরে আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকদের একাংশ তাদের ভেতরে ঢুকতে দিতে বাধা দেন। আর জি কর হাসপাতালের(R G Kar Hospital) ভেতরে আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকদের দাবি তারা এতে কোন রাজনীতির রং লাগাতে দিতে চান না। যদি কেউ আন্দোলনে সামিল হতে চান তাহলে সেক্ষেত্রে তাকে রাজনৈতিক রং বাদ দিয়ে যোগ দিতে হবে। বাম ছাত্র যুব সংগঠনের বিরুদ্ধে আর জি কর হাসপাতালের ভেতর থেকে আন্দোলনরত পড়ুয়ারা পাল্টা স্লোগান তোলেন । এদিকে আরজি করের বাইরে বিক্ষোভকারীদের দাবি এই আন্দোলন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে রাজ্যের শাসক দল। তাই আন্দোলনকারীরা ও আপ্রাণ চেষ্টা করে ভেতরের প্রবেশ করতে আর পুলিশ তাদের আটকায়।

অবশেষে সন্ধ্যা নেমে এলে পুলিশ বেধড়ক লাঠিচার্জ(LathiCharge) শুরু করে। এদিকে নিহত ছাত্রীর সোদপুরের বাড়িতে শনিবার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা যান। এলাকার বিধায়ক শোবন্দির চট্টোপাধ্যায় ও সাংসদ সৌগত রায় বেরিয়ে যাওয়ার পরই ওই বাড়িতে যান সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি ভেরিয়ার পর ওই বাড়িতে হাজির হন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। মৃত্যু নিয়ে রাজনীতি প্রকট হয়ে ওঠে সোদপুরে। এদিকে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনায় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে ১৪ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজপথে জনতার আন্দোলনের ঢেউয়ে জৌলুশ হারিয়েছে রবিবারের পুজোর মার্কেট

আরজি কর কাণ্ডে মহানগরীর পথে ‘ইনসাফ’ চেয়ে রিক্সা চালকদের প্রতিবাদ মিছিল

আরজি কর কাণ্ডের তদন্তে আমজনতার সাহায্য চাইল সিবিআই

বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের জেরে বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ

‘এই ধরনের মানুষদের মনোনয়ন দেওয়াই ঠিক নয়’, জহরকে নিশানা সৌগতের

‘একজন ছেড়েছেন, আরেকজনও ছাড়ুন,’ নাম না করেই জহর-সুখেন্দুকে নিশানা দেবাংশুর

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর