এই মুহূর্তে




প্রাথমিক নিয়োগ কেলেঙ্কারিতে এবার জড়াল দিব্যেন্দু অধিকারী ও ভারতী ঘোষের নাম




নিজস্ব প্রতিনিধি: এ যেন অনেকটাই কেঁচো খুঁড়তে কেউটে। প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতিতে এবার নাম জড়াল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী এবং বিজেপি নেত্রী ভারতী ঘোষেরও। দুজনেই নাকি পছন্দের প্রার্থীদের নামের তালিকা পাঠিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের চার্জশিটেই ওই চাঞ্চল্যকর তথ্য রয়েছে। আর ওই খবর জানাজানি হতেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। বিরোধী দলনেতা দিব্যেন্দু অধিকারী এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে রাজি হননি। তাঁর কথায়, ‘আগে চার্জশিট পড়ে দেখি তার পর বলব।’ আর এক বিজেপি নেত্রী ভারতী ঘোষ জানিয়েছেন তিনি কাউকে চাকরি দেওয়ার সুপারিশ করেননি। বেশ কয়েকজন পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র বদলের কথা বলেছিলেন।

প্রাথমিকে শিক্ষক ও অন্যান্য নিয়োগ নিয়ে তদন্তে নেমে গত বছর জুন মাসে বিকাশ ভবনের ওয়্যারহাউসে অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ওই তল্লাশিতে উদ্ধার হয়েছিল প্রচুর নথি। সেই নথিতেই দিব্যেন্দু অধিকারী, ভারতী ঘোষের মতো বিজেপি নেতা-নেত্রীর নামের পাশাপাশি তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর এবং শওকত মোল্লাদেরও নাম পেয়েছেন তদন্তকারীরা।  সিবিআই সূত্রের খবর, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চিঠি পাঠিয়ে নিয়োগের জন্য সুপারিশ করেছিলেন রাজ্যের একাধিক প্রভাবশালী নেতা-নেত্রীরা। তাঁরা যাদের নাম সুপারিশ করেছিলেন, তাঁদের মধ্যে অনেকেই চাকরিও পেয়েছেন।

সিবিআইয়ের পেশ করা চার্জশিটে দেখা যাচ্ছে, মোট ৩২৪ জনের নাম সুপারিশ করা হয়েছিল। কারা ওই সুপারিশ করেছিলেন তাঁদের নাম-পরিচয়ও উল্লেখ করা হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দুর নামের পাশে সাংসদ লেখা। এক সময়ে তমলুক থেকে তৃণমূল কংগ্রেসের  সাংসদ ছিলেন শিশির অধিকারীর পুত্র। দাদা শুভেন্দু বিজেপিতে যোগদানের পর তিনিও গেরুয়া শিবিরে নাম লেখান। ভারতীর নামের পাশে এসপি (পুলিশ সুপার) লেখা। বিজেপি নেত্রী ভারতী একসময়ে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের পুলিশ সুপার ছিলেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

উত্তর কলকাতার স্কুলে ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ! অভিভাবকদের বিক্ষোভ

শুক্রবারই মহা বিপর্যয় ঘনিয়ে আসছে রাজ্যের একাধিক জেলায়, জারি কমলা সর্তকতা

জড়িবুটি দিয়ে চিকিৎসার নামে অসুস্থ গৃহবধূর শ্লীলতাহানি, গ্রেফতার সাধু বাবা

‘অব কি বার ২০০ পার নয়’, বিজেপি কর্মীদের ১৮০ আসনের লক্ষ্য বেঁধে দিলেন শুভেন্দু

গলায় ব্লেড চালিয়ে পাঁচ মাসের মেয়েকে খুন, ‘কন্যাঘাতক’ বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

নিয়োগ মামলায় জামিন শান্তনুর, মুক্তির কথা শুনে জেলের ভিতরেই ঝরঝর করে কেঁদে ফেললেন

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর