এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

৩৩২ নয়, কলকাতার বয়স আড়াই হাজারেরও বেশি

নিজস্ব প্রতিনিধি: এতদিনের জানা আজ গেল মিথ্যা হয়ে। ৩২ বছর আগে ১৯৯০ সালে বেশ ধূমধাম করে উদযাপিত হয়েছিল ‘কল্লোলিনী তিল্লোত্তমা’ শহর কলকাতার(Kolkata) ৩০০ বছরের মুহুর্ত। সেই হিসাবে ২০২২ সালে দাঁড়িয়ে থাকা কলকাতার বয়স হওয়া উচিত ৩৩২ বছর। এই অবধি তো ঠিকই ছিল। কিন্তু সেই হিসাব এবার বদলে যেতে চলেছে। সৌজন্যে দমদম(Dumdum) ক্লাইভ হাউসে(Clive House) প্রত্নতাত্ত্বিক খননকার্য চালিয়ে পাওয়া আড়াই হাজার বছর আগেকার সভ্যতার নিদর্শন(Archaeological Value)। আর তা দেখিয়েই এখন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই(ASI) কর্তৃপক্ষের দাবি, কলকাতার বয়স ৩৩২ বছর নয়, আড়াই হাজার বছরেরও বেশি। যিশুখ্রিস্টের জন্মের আগেও কলকাতায় বসবাস করত মানুষ।  

দমদমের ক্লাইভ হাউস দীর্ঘদিন ধরেই কার্যত ভগ্ন পোড়ো বাড়ি হয়ে পড়েছিল। একসময় তা এএসআই অধিগ্রহণও করে। কিন্তু অধিগ্রহণ করেই তাঁরা ক্ষান্ত হননি। কেননা এর আগেও দমদমে ক্লাইভ হাউসের আশেপাশে মাটি খুঁড়লেই নানা প্রত্নতাত্ত্বিক নিদর্শন মিলেছিল। এবার কিন্তু এএসআই কোমর বেঁধে নামে। আর তাঁদের গবেষণামূলক খননকার্যেই উঠে আসে অসংখ্য প্রাচীন সামগ্রী যা আড়াই হাজার বছরেরও বেশি প্রাচীন। আর এইসব সামগ্রীই বলে দিচ্ছে কলকাতার বয়স আড়াই হাজারেরও বেশি পুরাতন। এএসআই কর্তৃপক্ষের দাবি, ইতিহাসের ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক পর্যবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। অনেক দেশে প্রত্নতাত্ত্বিক নমুনা থেকেই নতুন ইতিহাস লেখা হয়েছে।

কলকাতার প্রাচীনত্ব নিয়ে গবেষণা অবশ্য এই প্রথম নয়। কার্যত সে কাজ বহু আগেই শুরু করেছিলেন ব্রিটিশ গবেষকরা। কিন্তু তাঁরা দাবি করেছিলেন, সমুদ্রের কাছাকাছি থাকা এই এলাকার ইতিহাস বেশি পুরনো নয়। ইউরোপীয়দের আগমনের আগে কলকাতা ছিল জল-জঙ্গলে ঘেরা একটি জায়গা। তবে এই দাবি বেশিদিন ধোপে টেকেনি। বিংশ শতাব্দীর প্রথমভাগে একদল বাঙালি গবেষক মতামত দিয়েছিলেন, আদি-মধ্য যুগের শেষ দিক থেকেই কলকাতায় মানব সভ্যতার অস্তিত্ব ছিল। যদিও জোরালো প্রমাণ না মেলায় সেই মতামত গ্রাহ্য হয়নি। ১৯৯৭-৯৮ সালে কলকাতার বেথুন কলেজে মাটির তলা থেকে বেশ কিছু প্রত্নতত্ত্ব সামগ্রী উদ্ধার হয়েছিল। সেগুলি বিশ্লেষণ করে জানা যায়, সেখানে ষষ্ঠ-সপ্তম শতকেও ছিল মানব সভ্যতা। কিন্তু এএসআই সাম্প্রতিক কালে দমদমের ক্লাইভ হাউসের পাশে থাকা ঢিপিতে খননকার্য চালায়। আর তাতেই পাওয়া নানা সামগ্রী ও একটি সমাধি বলে দিচ্ছে কলকাতার বয়স আড়াই হাজার বছরেরও বেশি প্রাচীন।

এই বিষয়ে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার কলকাতা সার্কেলের সুপারিন্টেন্ডেন্ট শুভ মজুমদার জানিয়েছেন, ‘এএসআই প্রথমবার দমদম ক্লাইভ হাউসের পাশে থাকা ঢিপিতে খননকার্য চালায় ২০০১ সালে। তখন বেশ কিছু প্রত্নতত্ত্ব সামগ্রী উদ্ধার হয়। সেগুলির গুরুত্ব বুঝে ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ফের খননকার্য চালানো হয়েছিল। দেখা যায়, মাটির নীচের পরপর সাতটি স্তরে মানুষের জীবনযাত্রার প্রামাণ্য সামগ্রীর উপস্থিতি রয়েছে। স্তরগুলি থেকে বিভিন্ন রঙের মৃৎপাত্র, ঘর ও স্থাপত্যের অবশেষ মেলে। তা পরীক্ষা ও অনুধাবন করে আড়াই হাজার বছরের ইতিহাসের নিদর্শন পাওয়া যায়। দু’মাস আগে ফের ক্লাইভ হাউসে খননকার্য শুরু করেছে এএসআই। এবারও উদ্ধার হয়েছে মৃৎপাত্র সহ নানা সামগ্রী, যেগুলি খ্রিস্টপূর্ব সময়ের সভ্যতার নিদর্শন। এছাড়াও ওই স্থান থেকে কয়েকশো বছরের প্রাচীন একাধিক মূর্তি, খেলনা, অলঙ্কার, ধাতব বস্তু, মুদ্রা, সিলমোহর সহ নানা জিনিস পাওয়া গিয়েছে। মিলেছে নরকঙ্কালও। সেগুলি নিয়ে নৃতাত্ত্বিক সর্বেক্ষণ বিভাগ গবেষণা করছে। আগেরবারের খননে সাতটি স্তর পাওয়া গিয়েছিল। এবার ১২টি স্তর পেয়েছি। খ্রিস্টপূর্ব তৃতীয়-দ্বিতীয় শতাব্দীতেও কলকাতায় মানব সভ্যতার নিদর্শন মিলেছে। এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে যাবতীয় নমুনার বিজ্ঞানসম্মত ‘ডেটিং’ করা হচ্ছে। আমরা আশাবাদী, গর্বের কলকাতার আরও গুরুত্বপূর্ণ ইতিহাস সামনে আসবে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

১৯ লক্ষ মানুষের মাথায় পাকা ছাদ, ‘গৃহশ্রী’ পোর্টাল আনছে রাজ্য

কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ৫ দিন তাপপ্রবাহ চলবে

‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের রিপোর্ট আদালতে জমা ইডির

নিউটাউনে পরিত্যক্ত বহুতল থেকে উদ্ধার যুবকের নিথর মৃতদেহ

ভোট পেতে কুণাল ঘোষকে ফোন কংগ্রেস প্রার্থী  প্রদীপ ভট্টাচার্যের

২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে এসএসসি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর