এই মুহূর্তে




প্রকাশিত হল ‘রাত্তিরের সাথী’ চালুর সরকারি বিজ্ঞপ্তি, দায়িত্বে অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকেরা

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: কথা দিয়ে কথা রাখার আরেক নাম মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আর জি কর কাণ্ডের(R G Kar Incident) আবহে কর্মস্থলে মহিলাদের নিরাপত্তায় জোর দিতে রাজ্য সরকার ‘রাত্তিরের সাথী’ বা Help at Night নামের কর্মসূচী চালুর কথা ঘোষণা করেছিল। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটাতে এদিন রাজ্যের তরফে আনুষ্ঠানিক ভাবে সরকারি বিজ্ঞপ্তি(Government Notification) প্রকাশ করা হয়েছে। প্রাথমিক ভাবে কলকাতা পুলিশের এলাকার ৬টি সরকারি হাসপাতালকে এর আওতায় আনা হয়েছে। রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যপালের অনুমতিক্রমে কলকাতা পুলিশের এলাকার ৪টি সরকারি হাসপাতাল, ১টি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল এবং ১টি জেলা হাসপাতালে কর্তব্যরত নিরাপত্তাকর্মীদের মধ্যে পর্যবেক্ষণ, নজরদারি ও সমন্বয় গড়ে তুলতে ‘রাত্তিরের সাথী’ বা Help at Night নামের কর্মসূচী চালু করা হচ্ছে। প্রতিটি হাসপাতালের দায়িত্বে থাকবেন এক জন অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক(Retired Police Officer)। 

আরও পড়ুন, পুজোর মুখেই চেঙ্গাইলে বন্ধ হল জুটমিল, কাজ হারালেন ৭ হাজার শ্রমিক

আর জি কর কাণ্ডের প্রেক্ষাপটে রাজ্যের সরকারি হাসপাতালে রাতের বেলায় মহিলাদের কাজ করা ও নিরাপত্তা প্রদানের বিষেয় এক মাস আগেই ১৭ দফা পদক্ষেপের ঘোষণা করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। সেই তালিকারই অন্যতম, ‘রাত্তিরের সাথী’ বা Help at Night নামের কর্মসূচী। এদিন প্রকাশির বিজ্ঞপ্তিতে যে অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের দায়িত্বে দেওয়ার কথা বলা হয়েছে তাঁদের কলকাতার পুলিশ কমিশনারের সুপারিশের ভিত্তিতেই নিয়োগ করা হবে বলেও জানিয়ে দিয়েছে স্বাস্থ্য ভবন। প্রসঙ্গত, আর জি কর কাণ্ডের জেরে সুপ্রিম কোর্ট রাজ্যের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্তদের নিরাপত্তায় টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছিল। এর পরেই সমস্ত রাজ্যের সব সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল এবং সুপার স্পেশ্যালিটি হাসপাতালে অবসরপ্রাপ্ত পুলিশ, সেনা অফিসার, নৌবাহিনী, বায়ুসেনার অফিসার মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই মর্মে একটি নির্দেশিকাও জারি করেছিলেন রাজ্য পুলিশের তৎকালীন এডিজি (আইনশৃঙ্খলা) মনোজ বর্মা। ঘটনাচক্রে, তিনিই এখন কলকাতার পুলিশ কমিশনার।

আরও পড়ুন, বারুইপুরের রেল কোয়ার্টারে নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার রেলকর্মী

ওই নির্দেশিকায় বলা হয়েছিল, গত দু’বছরের মধ্যে অবসর নেওয়া পুলিশ ইনস্পেক্টর থেকে এসপি, যারা এখনও শারীরিক ভাবে কর্মক্ষম এবং হাসপাতালগুলির নিরাপত্তার তদারকি করতে ইচ্ছুক, তাঁদের সম্পর্কে যেন তথ্য জোগাড় করা হয়। একই ভাবে অবসর নেওয়া সেনা অফিসার, নৌবাহিনীর অফিসার বা বায়ুসেনার অফিসারদেরও একটি তালিকা তৈরি করতে বলা হয়েছিল। কোনও রকম হিংসা বা লিঙ্গবৈষম্য দূর করা এবং চিকিৎসক, শিক্ষানবিশ চিকিৎসকদের জন্য নিরাপদ কাজের পরিবেশ তৈরির উদ্দেশ্যে প্রথম দফায় শহরের ৬টি হাসপাতালে এদিন থেকে চালু হল ‘রাত্তিরের সাথী’ কর্মসূচি। বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে National Medical College and Hospital-এ এই কর্মসূচীর দায়িত্বে থাকছেন নওশাদ আলি। Calcutta Medical College and Hospital’র দায়িত্বে থাকছেন অনুজ হোম রায়। SSKM Hospital’র দায়িত্ব পেয়েছেন অরবিন্দকুমার মিশ্র। NRS Medical College and Hospital’র দায়িত্বে পেয়েছেন আসিফ জামাল। Metiaburuz State General Hospital’র দায়িত্ব পেয়েছেন দেবাশিস চক্রবর্তী এবং M R Bangur Hospital’র দায়িত্বে থাকছেন বিশ্বজিৎ রায়। এরা সকলেই কলকাতা পুলিশের ডেপুটি বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে কর্মরত ছিলেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জুনিয়র চিকি‍ৎসকদের পিছনে রাজনৈতিক ইন্ধন খোলসা ধর্মতলায় ‘দ্রোহের কার্নিভালে’

রাজ্যে দুর্গাপুজোয় মদ বিক্রিতে আবগারি দফতরের আয় বেড়েছে রেকর্ড পরিমাণ

রেড রোডের কার্নিভালে জনস্রোত, ডান্ডিয়া নাচে অংশ নিলেন মমতা

লক্ষ্মী পুজোয় শব্দ বাজি ফাটানো নিষিদ্ধ বলে প্রচার শুরু পুলিশের

ধর্মতলায় ‘দ্রোহ কার্নিভালে’ অংশ নেওয়া জনতার গুন্ডামি, সুজিত বসুর গাড়িতে হামলা

হাসপাতাল ও স্কুলে ‘নিরাপত্তায়’ সিভিক ভলান্টিয়ার মোতায়েন নয়, রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর