30ºc, Haze
Sunday, 2nd April, 2023 6:22 pm
নিজস্ব প্রতিনিধি: দমকল বাহিনী, পুলিশ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্মীদের প্রচেষ্টায়ও শেষমেশ রক্ষা হল না। মল্লিকবাজারের নিউরো সায়েন্স হাসপাতালের ৮ তলার কার্নিশে বসে থাকা ওই রোগী হাত ফসকে নীচে পড়ে গেলেন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন হাসপাতালে।
শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ মল্লিকবাজার নিউরো সায়েন্সের এক রোগীকে ওই হাসপাতালের ৮ তলার কার্নিশে বসে থাকতে দেখা যায়। তাঁকে উদ্ধার করার জন্য টানা দেড় ঘণ্টার বেশি সময় ধরে দমকলবাহিনী ও পুলিশের কর্মীরা চেষ্টা করেন। কিন্তু তাঁদের কথায় কর্ণপাত না করে ওই রোগী বসে থাকেন। কখনও কখনও দাঁড়িয়েও পড়েন। হাত নাড়তে থাকেন নিজের মতো। এমনকি দমকলকর্মীরা কাছে যাওয়ার চেষ্টা করলে নীচে ঝাঁপ দেওয়ার হুমকি দেন। এরপর ঝাঁপ দেওয়ার আশঙ্কায় নীচে বিভিন্ন জাম্পিং বেড বিছিয়ে রাখা হয়। আনা হয় হাইড্রোলিক ল্যাডার। ল্যাডারে চেপে দমকল কর্মীরা একাধিকবার তাঁর কাছে পৌঁছনোর চেষ্টা করলেও তিনি হুমকি দিতে থাকেন। অগত্যা ল্যাডার আবার সরিয়ে নেন দমকল আধিকারিকরা। ডিজাস্টার ম্যানেজমেনন্টের কর্মীরা ঘটনাস্থলে জাল নিয়ে পৌঁছন। কিন্তু তা বিছানোর আগেই ঝুলতে ঝুলতে পড়ে যান ওই রোগী।
সূত্রের খবর, ওই রোগীর নাম সুজিত অধিকারী। তাঁর বাড়ি কলকাতার লেকটাউনে। বৃহস্পতিবার তিনি ওই হাসপাতালে ভর্তি হন। শনিবার হাসপাতাল থেকে ওই রোগীর ঝাঁপ দেওয়ার পরিস্থিতি তৈরি হলে তাঁর পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়। বাড়ি থেকে তাঁর পিসি হাসপাতাল চত্বরে পৌঁছন। তাঁকে এদিন ল্যাডারে করে দমকল কর্মীরা ওপরে নিয়ে যেতে চাইলে ওই রোগী হুমকি দেন ঝাঁপ দেবেন বলে। তারপর তাঁর পিসিকে ল্যাডারে করে কাছে নিয়ে যাওয়া থেকে বিরত থাকেন পুলিশ ও দমকল কর্মীরা। এপর ওই মহিলা হাসপাতালের ৮ তলায় কার্নিশের কাছে জানলার কাছে গিয়ে রোগীকে ভেতরে আসার জন্য বলেন। কিন্তু তাতেও কর্ণপাত করেননি তিনি। এর পর কার্নিশে বসে থাকতে থাকতে আচমকা ঝুলে পড়েন কার্নিশ ধরে। আর তখনই পড়ে যান ৮ তলা থেকে নীচে। এর পর তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে।