এই মুহূর্তে




আর জি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্যকে সহযোগিতার নির্দেশ সুপ্রিম কোর্টের

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে(R G Kar Medical College and Hospital) এক তরুণী পড়ুয়া চিকিৎসদের ধর্ষণ ও খুনের ঘটনার(Doctors Rape and Murder Case) পরে রাজ্য জুড়ে নানা জায়গায় প্রতিবাদ আন্দোলন সংগঠিত হয়েছে। সেই সুবাদে গত ১৪ অগস্ট রাতেই একটি প্রতিবাদ কর্মসূচীর ডাক দেওয়া হয়েছিল কলকাতার কলেজ স্কোয়্যার থেকে। সেই কর্মসূচীতে যারা যোগ দিয়েছিলেন তাঁরা সেদিন মিছিল করে আর জি কর হাসপাতাল অবধি গিয়েছিলেন। অভিযোগ সেই মিছিলে থাকা বেশ কিছু ব্যক্তি সেদিন রাতে আর জি কর হাসপাতালে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। সেই ঘটনায় সুপ্রিম কোর্ট(Supreme Court) ওই হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল। কিন্তু এদিন সুপ্রিম কোর্টের কাছে সিবিআই অভিযোগ করে জানায় যে, রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বিন্দুমাত্র সহযোগিতা করছে না। সেই কথা শুনে দেশের শীর্ষ আদালত রাজ্য সরকারকে বাহিনীর সঙ্গে সহযোগিতার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন, চিকিৎসকদের কর্মবিরতিতে বাংলায় মারা গিয়েছেন ২৩জন, সুপ্রিম কোর্টে জানালো রাজ্য

সুপ্রিম কোর্ট আর জি কর কাণ্ডে আগেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তার শুনানির কাজ শুরু করে দিয়েছিল। এদিন ছিল সেই মামলার ফিরতি শুনানি। সেখানেই সিবিআই জানায়, আর জি কর হাসপাতালে দুষ্কৃতীদের হামলাবাজির জেরে সুপ্রিম কোর্ট যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশ যথাযথ ভাবে মান্যতা দিচ্ছে না রাজ্য সরকার। বাহিনীকে ঠিকমতো মোতায়েন করা, কাজে লাগানো এবং মহিলা জওয়ান সহ অন্য জওয়ানদের সঙ্গে রাজ্য সহযোগিতা করছে না বলে এদিন সুপ্রিম কোর্টে অভিযোগ জানায় সিবিআই। তার পরিপ্রেক্ষিতে রাজ্যের কৌঁসুলি কপিল সিবাল অভিযোগ অস্বীকার করলেও শীর্ষ আদালত এদিন দুপুরের মধ্যে রাজ্যকে বাহিনী মোতায়েনের বিষয়ে সতর্ক করে দেয়। আদালত রাজ্যকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, আর জি কর হাসপাতালের ভিতরে এবং প্রয়োজনে খুবই কাছাকাছি CISF জওয়ানদের থাকার ব্যবস্থা করে দিতে হবে। জওয়ানদের মধ্যে প্রচুর মহিলা আছেন, তাঁদের জন্যও সুবন্দোবস্ত করে দিতে হবে।

আরও পড়ুন, অভিষেক কন্যাকে ধর্ষণের হুমকি দিয়ে গ্রেফতার মহিলা

এদিন আদালতে সিবিআই কেন্দ্রীয় বাহিনীর থাকার বিষয়টি উত্থাপন করে। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, তিন কোম্পানি মহিলা বাহিনী রয়েছে, যাদের পর্যাপ্ত থাকার ব্যবস্থা করা হয়নি। প্রতিদিন তাঁদের দেড় ঘণ্টা যাতায়াত করতে হচ্ছে হাসপাতালে যেতে-আসতে। এর জবাবে সিবাল বলেন, রাজ্য পর্যাপ্ত ব্যবস্থা করেছে। মেহতা আরও অভিযোগ করেন, জওয়ানদের আবশ্যিক কিছু নিরাপত্তা সামগ্রীও দেওয়া হয়নি। তখনই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নির্দেশ দেন, CISF জওয়ানদের জন্য যা যা প্রয়োজন, নিরাপত্তা সামগ্রী আজকের মধ্যেই ব্যবস্থা করে দিতে হবে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের সিনিয়র অফিসার এবং সিআইএসএফের সিনিয়র অফিসারেরা আলোচনা করে পুরো বন্দোবস্ত করবেন। সেই সঙ্গে আদালত এটাও জানিয়েছে যে, চিকিৎসকদের নিরাপত্তায় প্রয়োজনীয় সব পদক্ষেপ করতে হবে সিআইএসএফকে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিনদুপুরেই ডাকাতি অ্যাপ-ক্যাব সংস্থাগুলির, মাত্র ৬.৫ কিমি দূরের গন্তব্যের ভাড়া ৪৩৬ টাকা!

মণ্ডপের ২০০ মিটারের মধ্যে প্রতিবাদ জানানো যাবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের

এবার রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয়র প্রাক্তন আপ্তসহায়কের বাড়িতে তল্লাশি ইডির

মুখ্যমন্ত্রীকে হুমকি IMA’র রাজ্য শাখার, ক্ষুব্ধ জনতা

অনিকেত মাহাতোর চিকিৎসার জন্য ৫ সদস্যের বোর্ড গঠন

ত্রিধারার মণ্ডপে ‘বিচার চাই’ শ্লোগান দেওয়া ৯ জনকে পুলিশ হেফাজতে পাঠাল আলিপুর আদালত

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর