এই মুহূর্তে




মমতার ওপর গরিব মানুষের আস্থা ও ভরসা আরও দৃঢ় হয়েছে, চিন্তায় বিজেপি

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি(Junior Doctors Strike) তুলে নেওয়ায় বিজেপি(BJP) নেতৃত্ব বেজায় ক্ষুব্ধ। কেননা, তাঁদের এই আন্দোলনের নিট প্রাপ্তি শূন্য। আর জি কর কাণ্ডের(R G Kar Incident) প্রেক্ষাপটে বঙ্গ বিজেপি বুকে পেয়েছিল হাতির বল। কর্মবিরতি প্রত্যাহারের শর্তের তালিকা ক্রমশ লম্বা হওয়ায় অনেকেই চিকিৎসকদের আন্দোলনের পিছনে ‘রাজনীতি’র গন্ধ পেয়েছিলেন। সাধারণ মানুষের সেই বোধ থেকেই বিজেপিও বুঝতে পারে গণআন্দোলন(Mass Movement) থেকে রাজনৈতিক ফায়দা তাঁরা ঘরে তুলতে পারবে না। আর জি কর কাণ্ডের জেরে রাজ্য রাজনীতিতে যে সমীকরণ বদলে গিয়েছে সেটাই এখন বঙ্গ বিজেপিকে ভাবিয়ে তুলেছে। সব থেকে বড় কথা বিজেপি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে, আর জি কর কাণ্ডকে ঘিরে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ঘটনা আদতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) ওপর গরিব মানুষের আস্থা ও ভরসা আরও দৃঢ় করে দিয়েছে। তাঁরা বুঝে গিয়েছেন, তাঁদের জন্য মমতা ছাড়া আর কেউ নেই।

আরও পড়ুন, গজলডোবার টাকিমারিতে বাঁধ ভাঙল তিস্তার, পরিদর্শনে সেচ দফতরের আধিকারিকেরা

চলতি বছরের লোকসভা নির্বাচনের আগে, বিজেপির শ্লোগান ছিল, ‘আবকে বার ৪০০ পার’। কিন্তু দেশের জনগন তাঁদের ২৪০টি আসন দিয়েই থামিয়ে দিয়েছে। গতবারের থেকে ৬০টিরও বেশি আসন কমে গিয়েছে বিজেপির। দেশে এখন আর বিজেপির একক শক্তির সরকার নেই। জোড়াতাপ্পি দিয়ে একটা সরকার চালাতে হচ্ছে কেন্দ্রে। ধাক্কা এসেছে বাংলাতেও। ১৮ কমে হয়েছে ১২। সেই ধাক্কার পরে আর জি কর কাণ্ড ঘিরে বিজেপি চেয়েছিল বাংলার সরকারকে ফেলে দিতে। পারেনি, সেটা শুধুমাত্র মমতার জন্য। ধীর, স্থির, শান্তভাবে, বার বার ডাক্তারদের বার্তা দিয়ে গিয়েছেন মমতা। কর্মবিরতি তুলে নেওয়ার জন্য। ডাক্তারদের কর্মবিরতির জেরে রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে অচলাবস্থা তৈরি হয়েছিল তাতে প্রচণ্ড দুর্ভোগের শিকার হয়েছে গরিব মানুষ। অনেকে চিকিৎসা না পেয়ে মারা গিয়েছেন। সেই অবস্থায় চিকিৎসকদের আন্দোলনকে মুখ্যমন্ত্রী সমর্থন করেও স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক রাখার সবরকম চেষ্টা চালিয়ে ছিলেন। অপমান সহ্য করেও সমাধানসূত্র বের করার চেষ্টা করেছেন এবং পেরেছেন। তাতে হয়তো ‘মমতা হ্যায় তো মুমকিন হ্যায়’ স্লোগান ওঠেনি, কিন্তু তাঁকে ঘিরে গরিব মানুষের আস্থা ও ভরসা আরও দৃঢ় হয়েছে। এটাই বিজেপিকে সব থেকে কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছে।

আরও পড়ুন, Online-এ খাজনা জমা দেওয়া হল আরও সহজ, মোবাইলে আসবে OTP

গণআন্দোলনের পোস্টমর্টেম করতে গিয়ে বিজেপি নেতারা বুঝেছেন, চিকিৎসকদের মূল ক্ষোভটা ‘সিস্টেমে’র বিরুদ্ধে। তাঁরা সিস্টেমের বদল চেয়েছেন, সরকারের নয়। আর দাবি পূরণের জন্য তাঁরা বারবার মুখ্যমন্ত্রীর সঙ্গেই বৈঠক করতে চেয়েছেন। প্রধানমন্ত্রীর কাছে যাননি। এমনকী, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপেই তাঁরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। বিজেপির কোনও নেতাই সেই জুনিয়ার ডাক্তারদের কাছে হিরো হয়ে যাননি। বরঞ্চ কর্মবিরতির শেষ দিকে আন্দোলন ‘হাইজ্যাক’ করতে গিয়ে বিজেপি নেতানেত্রীরা রীতিমতো ‘ঘাড়ধাক্কা’ খেয়েছেন, ‘গো ব্যাক’ স্লোগানও শুনেছেন। আর এই আন্দোলনের জেরেই এখন বাংলার রাজনীতির সমীকরণ গিয়েছে আমূল বদলে। অনেকে মনে করছেন, রাজনীতির সমীকরণ বদলে যাওয়ার সম্ভাবনাই বঙ্গ বিজেপির মুখে ছাই ঢেলে দিয়েছে। এখন বাম কর্মী সমর্থকরা অনেকটাই উজ্জীবিত। বিজেপির ভয়টা সেখানেই। যে তৃণমূল বিরোধী ভোট এসেছিল বিজেপির ঝুলিতে, সেটা না এবার বামেদের ঘরে ফেরত চলে যায়। গণআন্দোলনের প্রভাবে রামে যাওয়া ভোট বামে ফিরলেই বিজেপির বিপদ। যদিও তাতে আখেরে লাভ হবে তৃণমূলের। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই আন্দোলনে সরকার সমালোচিত হলেও ভোটের অঙ্কে শাসক দলের তেমন কোনও ক্ষতি হয়নি। নেপথ্যে সেই মমতাই। মানুষ আরও বেশি করে মমতার ওপর নির্ভরশীল হয়েছেন। তা সে স্বাস্থ্যসাথীর জন্য হোক কী লক্ষ্মীর ভাণ্ডারের জন্য।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ত্রিধারার মণ্ডপে ‘বিচার চাই’ শ্লোগান দেওয়া ৯ জনকে পুলিশ হেফাজতে পাঠাল আলিপুর আদালত

সপ্তমীর সন্ধ্যায় জনজোয়ারে ভাসল মহানগর

ধর্মতলার অনশন গিয়ে চিঠি ধরালো পুলিশ, অনড় ডাক্তাররা

আংশিক কর্মবিরতির ঘোষণা আর এন টেগোর হাসপাতালের সিনিয়র ডাক্তারদের

আর জি কর হাসপাতালের ট্রমা কেয়ারে রক্তমাখা গ্লাভস, স্বাস্থ্যসচিবের নির্দেশে তদন্ত

দর্শনার্থীদের সঙ্গে চলবে না কোনও খারাপ ব্যবহার, বাহিনীকে কড়া বার্তা মনোজ ভার্মার

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর