এই মুহূর্তে




সোম থেকে শুরু হচ্ছে বিধানসভার দু’দিনের বিশেষ অধিবেশন

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে(R G Kar Medical College and Hospital) কর্মরত পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুর ঘটনায়(Doctor Rape and Murder Incident) রাজ্য রাজনীতি বেশ সরগরম। এই ঘটনার আঁচ পড়েছে জাতীয় স্তরের রাজনীতিতেও। এখনও পর্যন্ত ওই ঘটনায় মাত্র ১জনই গ্রেফতার হয়েছে। সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাই। তাকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। সেটাও ঘটনার ২৪ ঘন্টার মধ্যে। পরে কলকাতা হাইকোর্ট এই ঘটনার তদন্তের দায়ভার তুলে দেয় সিবিআইয়ের হাতে। যদিও সিবিআই নতুন করে এই ঘটনায় আর কাউকে গ্রেফতার করে দেখাতে পারেনি। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) সরব হয়েছেন এই ঘটনায় দোষীর ফাঁসির শাস্তি চেয়ে। সেই দাবিকে বাস্তবে রূপ দিতে আগামিকাল রাজ্য বিধানসভায়(West Bengal State Assembly) বিলও আনতে চলেছে রাজ্য সরকার। যার জন্য এদিন থেকে মাত্র ২ দিনের জন্য রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন শুরু হচ্ছে।

আরও পড়ুন, ‘গদ্দার’ সুখেন্দু ফের উঠেছেন জেগে, শোনাচ্ছেন বাস্তিল পতনের কথা

আর জি কর কাণ্ডে এ ধরনের অপরাধে কঠোরতম সাজার দাবি উঠেছে সমাজের নানা স্তরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ফাঁসির শাস্তি চেয়ে আইনের পক্ষে। কেন্দ্রের কাছে দাবি তুলে ধরার পাশাপাশি, রাজ্যও নতুন আইন আনতে চায়। সেই লক্ষ্যেই বিশেষ অধিবেশন বিধানসভার। ধর্ষকদের ফাঁসির সাজার ব্যবস্থা করা হবে। এমনটাই ব্যবস্থা করতে চলেছে সরকার। আজ থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার সেই বিশেষ অধিবেশন। এই অধিবেশনেই আনা হবে বিল। যদিও এদিন অর্থাৎ সোমবার থেকে শুরু হওয়া বিধানসভার বিশেষ অধিবেশন যে উত্তাল হতে চলেছে তার আগাম ইঙ্গিত দিয়ে রেখেছে বিজেপি শিবির। আগামিকাল, মঙ্গলবার বিধানসভায় বিল নিয়ে আলোচনার পর তা পাশ করানো হবে। তাতে আলোচনায় অংশ নেবে বিজেপি পরিষদীয় দলও। তবে সোমবার অধিবেশন শুরু হয়ে শোকপ্রস্তাবের পরেই তা শেষ হয়ে যাবে। অধিবেশন শুরুর আগে বসবে কার্যবিবরণী কমিটির বৈঠক।

আরও পড়ুন, প্রতিবাদ মিছিল নাকি সিপিএমের মিছিল, প্রশ্ন উঠল শহরেই

বিধানসভার শোকপ্রস্তাবে আরজি করে নির্যাতিতার উল্লেখ থাকবে তো? আগাম প্রশ্ন তুলে রেখেছে বিজেপি শিবির৷ সেই নাম না থাকলে যে প্রথম দিন থেকেই সংঘাতের আবহে বিধানসভা অধিবেশন চলবে তা কার্যত বুঝিয়ে দেওয়া হয়েছে বিজেপি শিবিরের তরফ থেকে। এদিন দুপুর দুটোয় অধিবেশন বসবে। পরিষদীয় দফতর সূত্রে খবর, বিধানসভার শোকপ্রস্তাবে নাম রয়েছে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। যিনি গত অগাস্ট মাসের ৮ তারিখে প্রয়াত হয়েছেন। রাজ্যের সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে আলোচনা হতে পারে৷ দুপুরে বিধানসভায় কার্যবিবরণী কমিটির বৈঠকে স্থির হবে বিধানসভার দু’দিনের কর্মসূচি। সেই কর্মসূচিতেই মঙ্গলবার বিধানসভায় বিলটি নিয়ে আলোচনার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ধর্ষণকাণ্ডে কেন্দ্রীয় সরকার যে নয়া আইন প্রণয়ন করবে তাতে সমর্থন থাকবে সংঘের: মোহন ভাগবত

মঙ্গল থেকে বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি

আরজি কর হাসপাতালে তদন্তে গিয়ে নার্সিংস্টাফদের বিক্ষোভের মুখে সিবিআই অফিসাররা

‘অনুপ্রবেশ’ নিয়ে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীকে কড়া হুঁশিয়ারি বিএসএফের

হাসপাতালের উন্নয়নে বরাদ্দ ১০০ কোটি টাকা, জানালেন মুখ্যসচিব  

রবি ঠাকুরের নোবেল খোঁজার মতো আরজি কর কাণ্ডের প্রমাণ হাতড়ে বেড়াচ্ছে সিবিআই

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর