এই মুহূর্তে

‘বিচারের নামে ৪.৭৫ টাকা তুলেছে, ওরা কি Notorious Criminal নয়’, প্রশ্ন শ্রীশদের

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: আন্দোলন যে বিপথগামী হয়েছে সেটা অনেক আগেই সামনে চলে এসেছিল। আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নির্যাতিতার বিচার চাওয়ার নামে শুরু হওয়া আন্দোলন রাজ্য সরকার, রাজ্যের শাসক দল মায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন হয়ে দাঁড়িয়েছিল। এর সঙ্গে যোগ হয়েছিল মানুষমারা কর্মবিরতি। কার্যত সেই সময় থেকেই আন্দোলনের মাথাদের থেকে দূরত্ব বাড়ছিল একশ্রেনীর জুনিয়র ডাক্তারদের। দীর্ঘ টানাপোড়েনের ফলে সব ভয় কাটিয়ে উঠে সেই বিদ্রোহীরাই এদিন নয়া সংগঠন গড়ে দেখিয়ে দিলেন। কার্যত অতি বাম ইশারায় চলা ও আন্দোলনের মাথা হয়ে ওঠা জন ২০-২৫ চিকিৎসকের পায়ের তলার মাটি টেনে নিলেন তাঁরা। সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সঙ্গে দেখা করতে চেয়ে অভিপ্রায় প্রকাশের সঙ্গে সঙ্গে অনিকেত মাহাতোদের(Aniket Mahato) মতো আন্দোলনের মুখ হয়ে ওঠা ডাক্তারদের উদ্দেশ্যে তাঁদের তীক্ষ্ণ প্রশ্ন, ‘মুখ্যমন্ত্রীর সামনে আমাদের নামে বলা হয়, আমরা নাকি Notorious Criminal। আর যারা নির্যাতিতা দিদির বিচারের নামে ৪.৭৫ টাকা তুলেছে, ওরা কি Notorious Criminal নয়?’।

আরও পড়ুন, রাজ্য পুলিশে চালু অনলাইনে বদলির আবেদন, খুশ নীচুতলার আধিকারিক ও কর্মীরা

এদিন অর্থাৎ শনিবার দুপুরে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে যাত্রা শুরু করা হল জুনিয়র চিকিৎসকদের নয়া সংগঠন West Bengal Junior Doctors Association’র। সেই সাংবাদিক বৈঠকে অ্যাসোসিয়েশনের তরফে শ্রীশ চক্রবর্তী(Srish Chakrabarty) একের পর এক বিস্ফোরক তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরাই প্রথম নির্যাতিতা দিদির বিচার চেয়ে আন্দোলন শুরু করেছিলাম। তবে আমরা বলেছিলাম, কর্মবিরতি মানব না। রোগী পরিষেবা অক্ষুন্ন রেখে আমরা আন্দোলন চালিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম। তখনই আমাদের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ আনা হয়। জোর করে মিথ্যেকে সত্যি করা হল। চাপ দিয়ে নিজেদের মতো এনকোয়ারি কমিটি তৈরি করে আমাদের ৫৩ জনকে সাসপেন্ড করা হল। আমাদের ওপর দিয়ে কী গেছে বলে বোঝাতে পারব না। আমাদের কেরিয়ার শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। তারপরও অনিকেত মাহাতোরা আমাদের কলেজে ঢুকতে বাধা দেয়। উল্টে মুখ্যমন্ত্রীর সামনে আমাদের নামে বলা হয়, আমরা নাকি Notorious Criminal। আর যারা নির্যাতিতা দিদির বিচারের নামে ৪.৭৫ টাকা তুলেছে, ওরা কি Notorious Criminal নয়?’।

আরও পড়ুন, ফিরহাদকে নিয়ে বিতর্কিত পোস্ট, কুণালের আক্রমণের পরে পাল্টা পোস্ট মীনাক্ষীর

একই সঙ্গে শ্রীশ জানিয়েছেন, ‘অনিকেত মাহাতোরা তো আমাদের ওপর টেরর কালচার শুরু করেছে। আপনারা কী জানেন, নির্যাতিতার ময়নাতদন্তের রিপোর্টে সই করার জন্য রিয়া বেরা নামে এক চিকিৎসকের অ্যাকাউন্টে ২৮ লক্ষ টাকা ঢুকেছে। আমরা চাই সঠিক তদন্ত হোক। রিয়া বেরার বিরুদ্ধেও সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ রয়েছে। অথচ সেও কি না ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্য। মূল ইস্যু থেকে সরে অনিকেত, দেবাশিসরা আন্দোলনকে বেলাইন করছে। প্রতিবাদ জানাতে গিয়ে আমরাই থ্রেট কালচারের শিকার হয়ে গেলাম। সে কারণেই বাধ্য হয়ে আমরা নতুন সংগঠন তৈরি করে মানুষের কাছে সবটা জানাতে সামনে এলাম।’ সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকা সংগঠনের অপর সদস্য সৌরভ দাস এদিন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জানান, ‘ম্যাডাম, আপনি এক তরফের কথা শুনেছেন। আমাদের কথাও শুনুন। তাহলে বুঝতে পারবেন ডাক্তারি আন্দোলনের নামে কীভাবে অতি বাম রাজনীতি ঢুকে পড়েছে এর মধ্যে।’ এই সংগঠনের তরফে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদনও জানানো হয়েছে। তবে নবান্ন থেকে এখনও এই বিষয়ে কোনও উত্তর মেলেনি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বঙ্গে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়বে, জেলায় কুয়াশার প্রভাব থাকবে

মানিকতলায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ক্লাবঘরে একাধিকবার ধর্ষণ যুবতীকে

তরুণ ক্রিকেটারের রহস্যমৃত্যু, এসএসকেএমে বিক্ষোভ পরিবারের

টার্গেট অভিজাত আবাসন, চায়ের দোকানে বসেই মাত্র ১৯ বছরেই লক্ষাধিক টাকার মালিক

ফের পশ্চিমি ঝঞ্ঝার দাপট, কবে মিলবে শীতের আমেজ, বড় আপডেট হাওয়া অফিসের  

নিউমার্কেট এলাকায় বেআইনি হকারদের বিরুদ্ধে অভিযানে নামল কলকাতা পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর