এই মুহূর্তে




একুশের পুজোতেও সম্ভবত মণ্ডপে ‘নো এন্ট্রি’ দর্শকদের




নিজস্ব প্রতিনিধি: কোভিডের ভ্যাক্সিনও কোনও বদল ঘটাতে পারলো না। বিশের রায়ই ফিরে এল একুশের বুকে। এ বছরও মণ্ডপের বাইরে থেকেই প্রতিমা দর্শন করতে হবে পুজোপ্রেমী মানুষদের। দুর্গাপুজো থেকে কালীপুজো মায় জগদ্ধাত্রী পুজোতেও এবারেও মণ্ডপে ঢুকতে পারবেন না দর্শকেরা। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ গতবার ১৯ ও ২১ অক্টোবর যে নির্দেশ জারি করেছিলেন তাতেই এদিন সায় জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল এদিন আদালতে জানান, আদালত মন্ডপে নো-এন্ট্রি রাখার নির্দেশ দিলে রাজ্য সরকার তাতে কোনও রকম আপত্তি করবে না। ফলে মনে করা হচ্ছে এবারেও পুজো মণ্ডপ থাকছে দর্শকশূণ্য। 

তবে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিলেও বা আদালত তাতে সায় জানালেও এই রায় এবারে খুব একটা ধাক্কা দেবে না পুজো উদ্যোক্তাদের। কেননা এমন রায় ও বিধিনিষেধ যে এবারেও আরোপিত হতে পারে সেটা আগেভাগেই আঁচ করতে পেরেছিলেন পুজো উদ্যোক্তারা। তাই এবারে সবাই এমনভাবে মণ্ডপ করেছেন বা করছেন যাতে করে বাইরে থেকেই দর্শনার্থীরা মণ্ডপ ও প্রতিমা দর্শন করতে পারেন। সেই মতন করেই অনেকেই এবারে তাঁদের চিরাচরিত পুজো মণ্ডপের মুখ ঘুরিয়ে তৈরি করছেন বা প্রতিমার মুখ ঘুরিয়ে দিচ্ছেন। বিশেষ করে কলকাতার বুকে এই প্রবণতা বেশ ভালই। আশেপাশের জেলাগুলিতে তো বটেই, রাজ্যের অনান্য অনেক এলাকাতেই এবারে প্রথম থেকেই প্রায় সব উদ্যোক্তারাই এই বিধিনিষেধ যে এবারেও আরোপিত হতে পারে, সেটা মাথায় রেখেই মণ্ডপ নির্মাণে মন দিয়েছেন। তাই আগামী দিনে আদালতের নির্দেশ নেমে এলেও তা পুজোপ্রেমী মানুষকে ঘরবন্দি রাখতে পারবে বলে অনেকেই মনে করছেন না। 

কোভিডের তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখেই এবারেও কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেই মামলারই শুনানি শুরু হয়েছে শুক্রবার থেকে। সেখানেই আদালত রাজ্য সরকারের অবস্থান জানতে চেয়েছিল। পুজোর সময়ে তাঁরা কীভাবে ভিড় সামাল দেবেন, মণ্ডপ কীভাবে কোভিড মুক্ত রাখবেন সেই বিশয়ে রাজ্যের অভিমত জানতে চান বিচারপতি। সেখানেই রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল জানান, আদালত মন্ডপে নো-এন্ট্রি রাখার নির্দেশ দিলে রাজ্য সরকার তাতে কোনও রকম আপত্তি করবে না। এর থেকেই মনে করা হচ্ছে কলকাতা হাইকোর্ট এবারেও দর্শকশূণ্য মণ্ডপ রাখার রায় দিতে পারে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অতি শীঘ্র ধর্মতলা থেকে শিয়ালদা রুটে ছুটবে কলকাতা মেট্রো

২৭ থেকে ২৯ এপ্রিল বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ, সমুদ্রে যেতে মানা মৎস্যজীবীদের

কসবার সিপিএমের পার্টি অফিস লাল রক্তে রাঙা হল

সদ্য বিবাহিত দিলীপকে আমন্ত্রণ জানাল রাজ্য সরকার, দিঘার মন্দির উদ্বোধনে কি থাকবেন তিনি?

পহেলগাঁও হামলার জের, রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের বৈঠক, নজরে সীমান্ত

কালবৈশাখীর সতর্কতা, দক্ষিণের কোন জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর