এই মুহূর্তে




সাত সকালে নব নালন্দা স্কুলে কাচ ভেঙে আহত তিন পড়ুয়া, বিক্ষোভ অভিভাবকদের




নিজস্ব প্রতিনিধিঃ সাত সকালে দক্ষিণ কলকাতার নব নালন্দা স্কুলে ভয়াবহ দুর্ঘটনা। স্কুলে ঢুকতে গিয়ে আহত একাধিক পড়ুয়া। মাথার ওপর ভেঙে পড়ল আস্ত কাচের প্যানেল। এদের মধ্যে নবম শ্রেণির দুই পড়ুয়ার আঘাত গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আর এই ঘটনায় বিক্ষোভে সামিল হয়েছেন অভিভাবকেরা।

জানা গিয়েছে, সোমবার সকাল ৭টা নাগাদ সার্দান অ্যাভিনিউ এলাকার ওই স্কুলে ঢুকছিলেন পড়ুয়ারা। সেই সময় স্কুলের চারতলার ওপর থেকে একটি আস্ত কাচের প্যানেল ভেঙে পড়ে পড়ুয়াদের উপরে। দৌড়ে আসেন অন্য পড়ুয়ারাও। ওই পড়ুয়াদের উদ্ধার করতে এগিয়ে যান পড়ুয়াদের স্কুলে পৌঁছে দিতে আসা অভিভাবকেরাও।

এরপরই তাদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজনকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, আর  দ্বিতীয়জনকে ভর্তি করা হয়েছে এম আর বাঙুর হাসপাতালে। এক পড়ুয়ার মাথায় আঘাত গুরুতর থাকায় তার ৪০ টি স্টিচ পড়েছে বলে জানা গিয়েছে।

এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবকেরা। তাদের দাবি,  স্কুলের রক্ষণাবেক্ষণের জন্য বছর বছর টাকা নেওয়া হলেও কাজ হয় না ঠিক মতো। এক অভিভাবক বলেন, “স্কুলের কোনও পরিষেবাই ভাল নয়। অ্যাম্বুল্যান্স পর্যন্ত পাওয়া যায়নি। স্কুল কর্তৃপক্ষ বলছে, এটা রাস্তাতেও হতে পারত। অভিভাবকেরা জানান, স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের ওপর দোষ দিচ্ছে। কাচের জানালার ফ্রেম সমেত খুলে পড়েছে বলে দাবি করছেন তারা। তাদের দাবি, ঘটনার সময় স্কুলে প্রার্থনা চলছিল, চারতলার ওপরে কোনও পড়ুয়া ছিল না। তারপরও কেন পড়ুয়াদের ভুলের কথা বলা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। এখনও পর্যন্ত কর্তৃপক্ষের তরফে কেউ সামনে এসে কোনও মন্তব্য করেননি। এমনকী প্রিন্সিপ্যালও অভিভাবকদের সঙ্গে দেখা করেননি বলেও অভিযোগ। ঘটনাস্থলে এসেছে টালিগঞ্জ থানার পুলিশ।

 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলাদেশের ইউনূস সরকারকে পরিচালনা করছে পাকিস্তান : শুভেন্দু অধিকারী

দার্জিলিঙে কুয়াশার দরুন হলুদ সর্তকতা জারি , বুধ ও বৃহস্পতিবার কলকাতায় হবে বৃষ্টি

বেআইনি নির্মাণের হোতারা সাবধান, নজরদারিতে কমিটি গড়ল রাজ্য সরকার

গরমের আগেই বৃষ্টির ছোঁয়া,দানা পাকাচ্ছে ঘূর্ণিঝড়!বজ্রপাতে কাঁপবে বাংলাও

এসএসকেএম হাসপাতালে পাঁচ দিনে ১৭৫ টি অস্ত্রোপচার, চিকিৎসকদের প্রশংসায় মুখ্যমন্ত্রী

প্রতুলকে চোখের জলে শেষ বিদায় মমতার

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর