এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

দক্ষিণবঙ্গে বজ্রপাতের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর

নিজস্ব প্রতিনিধি: কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গের(South Bengal) সব জেলাতেই ছড়িয়ে পড়েছে মৌসুমি বায়ু(Monsoon)। তার জেরে শুরু হয়েছে বৃষ্টি(Rain)। যদিও এখনও সব কটি জেলায় ভারী বৃষ্টি শুরু হয়নি। পরিবর্তে বিক্ষিপ্ত বৃষ্টিই হতে দেখা যাচ্ছে। তবে কোথাও কোথাও অল্প সময়ে ভারী বৃষ্টি হতেও দেখা যাচ্ছে। এই অবস্থায় রবিবার বিহারে(Bihar) বজ্রপাতের(Thunder) জন্য একাধিক জেলায় মোট ১৭জনের মৃত্যুর ঘটনা ঘটায় এ রাজ্যেও কড়া সতর্কতা জারি করে দিল আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই সতর্কতা বেশি করে লাগু করা হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের ৪টি জেলায় সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।

রবিবার বিহারের ৪-৫টি জেলায় বজ্রপাতের দরুণ ১৭জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এদের অধিকাংশই কৃষক। ভাগলপুরে ৮ জন, বৈশালিতে ৪ জন ও খাগারিয়াতে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই অবস্থায় দক্ষিণবঙ্গের বুকে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্যই আলিপুর আবহাওয়া দফতর কড়া সতর্কতা জারি করেছে। এদিন সকাল থেকেই কলকাতার আকাশ মেঘে ঢেকে রয়েছে। বেলা গড়ালে বৃষ্টিও হতে পারে বলে জানা গিয়েছে। আগামী পাঁচদিনও একই পরিস্থিতি অব্যাহত থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। একই সঙ্গে তাঁরা এটাও জানিয়েছে, প্রাথমিক ভাবে দক্ষিণবঙ্গে দুর্বল বর্ষার প্রবেশ ঘটলেও চলতি সপ্তাহ থেকেই বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়তে শুরু করে দেবে। যদিও ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়াতে এখনও বর্ষা সেভাবে প্রবেশ করেনি বলেও তাঁরা জানিয়েছেন। তবে উত্তরবঙ্গে(North Bengal) এখনও ভারী বর্ষণ হয়ে চলেছে। আগামী পাঁচদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। ২১ জুন থেকে কিছুটা হলেও বৃষ্টি কমবে সেখানে।

আগামী পাঁচদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রাও তেমন হেরফের হবে না। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী ৫দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম,পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং নদিয়া জেলার একটি বা দুটি জায়গায় ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ওই চারটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মেদিনীপুরে লাল ও দক্ষিণ চব্বিশ পরগনায় হলুদ সতর্কতা এবং ১১ জেলায় তাপপ্রবাহ জারি

‘কমিশনকে বলব বহরমপুরের ভোট যেন পিছিয়ে দেওয়া হয়’, মন্তব্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির

রাজ্য খাদ্য দফতরের SI নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ হাইকোর্টের, তদন্তভার CID-কে

নয়া সুড়ঙ্গ খনন শুরু East West Metro’র, ভয়ে সিঁটিয়ে এলাকাবাসী

হাইকোর্টের রায়ে চাকরিহারাদের ফেরাতে হবে ঠিক কত টাকা, দেখে নিন

গরম থেকে বাঁচতে ট্রাফিকের হাতে ওয়েদার কিট তুলে দিলেন পুলিশ কমিশনার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর