এই মুহূর্তে




মাস্টারস্ট্রোক মমতার, তৃণমূলের মহাসচিব হলেন কাশেম সিদ্দিকী




নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের মহাসচিব পদে এলেন ফুরফুরা শরীফের পীরজাদা কাশেম সিদ্দিকী। একসময় তৃণমূলের সমালোচক হিসেবে এই কাশেম সিদ্দিকীকে দেখা যেত। গত জুন মাসে ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী রমজান উপলক্ষে যখন যান তখন এই কাশেম সিদ্দিকীকে সেখানে দেখা গিয়েছিল। তারপর থেকেই শুরু হয়েছিল রাজনৈতিক গুঞ্জন শুরু হয়। কাশেম সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর(MLA Nausad Siddique) আত্মীয়। এখনো পর্যন্ত কাশেম সিদ্দিকী(Kasem Siddique) তৃণমূল কংগ্রেসের যোগদান করেন নি। তার আগেই তাকে দলের মহাসচিব পদে নিযুক্ত করা হয়েছে। এর পাশাপাশি সদ্য কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া শংকর মালাকারকে তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি পদে নিযুক্ত করা হয়েছে।

উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারপার্সন পদে নিযুক্ত করা হয়েছে রাজারহাট- নিউটাউন বিধানসভার প্রাক্তন বিধায়ক ও বিধাননগর কর্পোরেশনের চেয়ারম্যান সব্যসাচী দত্তকে। তৃণমূল কংগ্রেসের উত্তর চব্বিশ পরগনা জেলার সভানেত্রী হয়েছেন বারাসতের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোমবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সংগঠনের এই গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করেছেন। রাজনৈতিক মহলের ধারণা ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের আগে নওশাদ সিদ্দিকী এবং তার রাজনৈতিক দল আইএসএফকে চাপে ফেলতে কাসেম সিদ্দিকীকে দলের মহাসচিব পদে নিযুক্ত করল তৃণমূল শিবির।

উদ্দেশ্য একটাই, দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়, ডায়মন্ড হারবার, ক্যানিং জয়নগর গোসাবা সহ এইসব এলাকায় আইএসএফের(ISF) যে সংগঠন আছে তাতে ভাঙ্গন ধরানো। আর এর পাশাপাশি সংখ্যালঘু ভোটারদের কাছে কাশেম সিদ্দিকীকে দলের মহাসচিব করে বিশেষ বার্তা দিতে চেয়েছে তৃণমূল কংগ্রেস এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) আবার একটি মাস্টারস্ট্রোক।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পুলিশ সুপার পরিচয়ে তোলাবাজি, গড়ফা থেকে গ্রেফতার ভুয়ো এসপি

বর্ষায় দোসর নিম্নচাপ, ফুঁসছে নদী, জলের তলায় একাধিক সেতু

লক্ষ্মীর ভান্ডারের টাকায় বসল CCTV, পথ দেখাল সোনারপুরের প্রমীলা বাহিনী

তদন্তে সহযোগিতা করছেন অনুব্রত মণ্ডল, NCW-কে জানাল পুলিশ

হাওড়ায় ভয়াবহ দুর্ঘটনা, বাসের পিছনে লরির ধাক্কায় নিহত ২

নিরাপত্তার চাদরে মুড়ে নদিয়ার কালীগঞ্জে শুরু উপনির্বাচন

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ