এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

রাকেশের অত্যাচারে ধুন্ধমার আলিপুর চিড়িয়াখানায়

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের প্রথম দিনেই ধুন্ধমার আলিপুর চিড়িয়াখানায়। ইউনিয়ন দখলকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই বিজেপি ও তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাঁধল। সেই সংঘর্ষ থামাতে এসে বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হলেন পুলিশকর্মীরাও। যদিও পরে চিড়িয়াখানায় থাকা বিজেপির ইউনিয়নের কর্মীরা সবাই তৃণমূলে যোগদান করায় পরিস্থিতি গেরুয়া শিবিরের হাতের বাইরে চলে যায়। আর গোটা ঘটনার পিছনে উঠে আসছে বিজেপি নেতা রাকেশ সিংয়ের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ ও তাঁর অত্যাচার। মূলত রাকেশের শোষণের হাত থেকে বাঁচতেই এদিন বিজেপির ইউনিয়নে থাকা চিড়িয়াখানার কর্মীরা যোগ দেন তৃণমূলে।

জানা গিয়েছে, আলিপুর চিড়িয়াখানার যে কর্মী সংগঠন এতদিন ছিল তা আদতে ছিল বিজেপি নেতা রাকেশ সিংয়ের হাতে। সেখানে তাঁর গোষ্ঠী গোটা ইউনিয়নের কাজ চালাত। অভিযোগ সেই সংগঠনের যারা সদস্য ছিলেন তাঁদের বেতন থেকে প্রতি মাসে মোটা টাকা কেটে নিত রাকেশের অধীনে থাকা ওই ইউনিয়নের নেতারা। আর তা নিয়েই ক্রমশ ক্ষোভ ছড়াচ্ছিল সংগঠনের অন্দরে। সেই ক্ষোভের জায়গা থেকেই ওই কর্মীরা যোগাযোগ করে তৃণমূলের সঙ্গে। এরপরেই এদিন সকালে চিড়িয়াখানার গেটে জড়ো হতে শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। স্লোগান দিতে দিতেই শুরু হয় বিজেপি-র বিরুদ্ধে বিক্ষোভ। উত্তেজিত তৃণমূল সমর্থকরা এক সময় চিড়িয়াখানায় লাগানো বিজেপি-র পতাকা খুলে ফেলে দিতে থাকে। খবর পেয়ে পৌঁছন প্রচুর বিজেপি সমর্থকও। দু’পক্ষ মুখোমুখি হতেই কার্যত রণক্ষেত্রের পরিবেশ তৈরি হয়। এরপরই ঘাসফুল শিবিরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন গেরুয়া শিবিরের কর্মীরা।  মুহূর্তের মধ্যে চিড়িয়াখানা চত্বরে বেঁধে যায় ধুন্ধুমার। পরিস্থিতি সামলাতে প্রচুর পুলিশ সেখানে ছুটে গেলে, তাঁরা বিজেপির কর্মী সমর্থকদের হাতে পাল্টা আক্রান্ত হন।

শেষে চিড়িয়াখানায় এসে পরিস্থিতি আয়ত্তে আনেন দক্ষিণ কলকাতা আইএনটিটিইউসি-র সভাপতি তথা কলকাতা পুরসভার মেয়র পারিষদ অভিজিৎ মুখোপাধ্যায় ও তৃণমূল জয়হিন্দ বাহিনীর সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায়। উত্তেজিত কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলে তাঁরা পরিস্থিতি আয়ত্তে আনেন। এরপরেই তাঁরা জানান, বিজেপির কর্মীরা তৃণমূলে যোগ দিচ্ছেন এবং তাঁদের নিয়ে তৈরি হচ্ছে তৃণমূল অনুমোদিত শ্রমিক সংগঠনের (আইএনটিটিইউসি) নতুন ইউনিয়ন আলিপুর জু একতা ইউনিয়ন। ৩৪৪ জন কর্মী নিয়ে এই নতুন ইউনিয়ন এদিন থেকে যাত্রা শুরু করল। ঘটনার জেরে কার্তিক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এতদিন চিড়িয়াখানায় কোনও স্বীকৃত কর্মচারী ইউনিয়ন ছিল না। সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত ইউনিয়ন পথচলা শুরু করল। ৩৪৪ জন কর্মী নিয়ে এই ইউনিয়ন কাজ। বিজেপির যে ইউনিয়নের কথা বলা হচ্ছে, তা স্বীকৃত কোনও ইউনিয়ন নয়। তারা চি়ড়িয়াখানার কর্মীদের ভালমন্দের খবর রাখে না। এমনকি কর্মীদের দাবিপূরণেও সক্ষম নয়। তাই তৃণমূল সমর্থিত ইউনিয়ন এখন থেকে কর্মচারীদের যাবতীয় দাবিপূরণে কাজ করবে।’

এদিনের ঘটনার প্রেক্ষিতে বিক্ষোভকারী এক কর্মী বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে এখানে অবহেলিত। এখানে বিজেপি যে ইউনিয়ন রয়েছে, তাঁরা যেমন সিকিউরিটি গার্ডের ওপর অত্যাচার করে, তেমনই বিভিন্ন ভাবে আমাদেরকেও পদদলিত করা হয়। আমরা এখানে কনট্রাকচ্যুয়াল বনদফতরের স্টাফ। আমরা সবাই মিলে তৃণমূল ট্রেড ইউনিয়ন এখানে নতুন ইউনিট স্থাপন করলাম। আমরা আশা রাখব, যারা বিপথে গিয়েছেন, একটা গুন্ডার সঙ্গে হাত মিলিয়েছেন, তাঁরাও ফিরে আসুন। বিজেপি এতদিন ইউনিয়নের নামে তোলাবাজি, গুণ্ডামি করে এসেছে। আজ থেকে এসব চলবে না। ট্রেড ইউনিয়নের বহু নেতা, কর্মীই আমাদের সঙ্গে রয়েছেন। তাই আজ থেকে তৃণমূলই সংগঠন চালাবে। রাকেশ সিং যদি পালটা দখল নিতে আসেন, তার ফল তাঁকে হাতেনাতে ভুগতে হবে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

১৯ লক্ষ মানুষের মাথায় পাকা ছাদ, ‘গৃহশ্রী’ পোর্টাল আনছে রাজ্য

কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ৫ দিন তাপপ্রবাহ চলবে

‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের রিপোর্ট আদালতে জমা ইডির

নিউটাউনে পরিত্যক্ত বহুতল থেকে উদ্ধার যুবকের নিথর মৃতদেহ

ভোট পেতে কুণাল ঘোষকে ফোন কংগ্রেস প্রার্থী  প্রদীপ ভট্টাচার্যের

২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে এসএসসি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর