যোগী রাজ্যে করোনা ছড়াচ্ছে, চাঞ্চল্যকর দাবি তৃণমূলের
Share Link:

নিজস্ব প্রতিনিধি : রাজ্যে এসে করোনা ছড়াচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় চৌধুরী। বুধবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়েছেন, ' আজ রাজ্যে উত্তরবঙ্গে এসেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। গতকাল তিনি তার রাজ্যে এক অনুষ্ঠানে বিজেপির সাধারণ সম্পাদক সুনীল বনশল এর সঙ্গে ছিলেন। ওই বিজেপি নেতা আজ টুইট করে জানিয়েছেন, তিনি করোনা আক্রান্ত, গত কয়েকদিন ওনার সংস্পর্শে আসা সকল ব্যক্তিকে করোনা বিধি মানতে বলেছেন। কিন্তু উত্তরবঙ্গে এসে মাস্ক ছাড়া, করোনা বিধি ছাড়া তিনটি সভা করে করোনা ছড়িয়ে দিলেন। নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।'
এরই সঙ্গে আজ দুপুরে সুখেন্দুবাবু রায়দিঘিতে ১০০০ টাকা কুপনের মাধ্যমে ভোট দেওয়া ও প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার জন্য প্রচার করছে। সেই সংক্রান্ত এক কুপন ছাপিয়ে দেওয়া হচ্ছে। সভায় ভিড় করে প্রধানমন্ত্রীর মান বাঁচানোর জন্য এই অর্থের টোপ দিচ্ছে। গত মঙ্গলবার রায়দিঘিতে ভোট দেওয়ার নামে ১০০০ টাকার কুপন বিলি করছিল বিজেপি। ভোট দেওয়ার পর টাকা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে।'
এরই সঙ্গে আজ দুপুরে সুখেন্দুবাবু রায়দিঘিতে ১০০০ টাকা কুপনের মাধ্যমে ভোট দেওয়া ও প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার জন্য প্রচার করছে। সেই সংক্রান্ত এক কুপন ছাপিয়ে দেওয়া হচ্ছে। সভায় ভিড় করে প্রধানমন্ত্রীর মান বাঁচানোর জন্য এই অর্থের টোপ দিচ্ছে। গত মঙ্গলবার রায়দিঘিতে ভোট দেওয়ার নামে ১০০০ টাকার কুপন বিলি করছিল বিজেপি। ভোট দেওয়ার পর টাকা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে।'
Leave A Comment