এই মুহূর্তে




লাভলিকে কড়া বার্তা তৃণমূলের, থানায় FIR সিপিআইএম নেতার

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: সোম রাতেই ট্যুইট করে দলের নেতাকর্মীদের বার্তা দিয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। সেই সতর্কবার্তার পরে পরেই দলের তরফে কড়া বার্তা দিয়ে সতর্ক করে দেওয়া হল দলেরই বিধায়ক(MLA) তথা টলিউডের অন্যতম মুখ লাভলি মৈত্রকে(Lovely Maitra)। এদিন অর্থাৎ মঙ্গলবার সকালে দলের তরফে তাঁকে সতর্ক করে অবাঞ্ছিত মন্তব্য করে জটিল পরিস্থিতিকে আরও জটিল করা থেকে বিরত থাকার বার্তাই দেওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর। তবে তারই মধ্যে লাভলির মন্তব্যকে হাতিয়ার করে থানায় FIR দায়ের করেছেন এক সিপিআইএম(CPIM) নেতা। অভিযোগ, লাভলি ওই নেতার নাম করে তৃণমূলের সভা থেকে হুমকি দিয়েছিলেন। জানা গিয়েছে, বিধায়ক লাভলির কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে গত কয়েক মাস ধরেই দলের শীর্ষ নেতৃত্বকে একাধিক অভিযোগ জানাচ্ছিলেন সোনারপুরের তৃণমূল কর্মীরা। এই বিষয়েও লাভলিকে সতর্ক হতে বলেছে দল।

আরও পড়ুন, পুজো অনুদানে বরাদ্দ হয়ে গিয়েছে ৩৮৫ কোটি, টাকা ছাড়া হতে পারে শুক্রবার থেকে

লাভলি টলি অভিনেত্রী। ‘জলনুপূর’ সিরিয়ালে অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন। একুশের বিধানসভায় তাঁকেই তৃণমূল প্রার্থী করে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে। সেই নির্বাচনে জিতে বিধায়কও হয়ে গিয়েছেন টলি অভিনেত্রী। কিন্তু রবিবার সোনারপুর মো়ড়ে ধর্নায় বসেছিলেন লাভলি। সেই মঞ্চ থেকেই সিপিএম নেতা সুজন চক্রবর্তী, সায়ন বন্দ্যোপাধ্যায়ের নাম করে ‘বদলা’ নেওয়ার কথা বলেন লাভলি। তিনি বলেন, ‘২০১১ সালে রাজ্যে বদল হয়েছিল, কিন্তু বদলা হয়নি। তাই সিপিএমের সায়ন, সুজনরা ঘুরে বেড়ায়। আজকে ২০২৪ সালে এখান থেকে দাঁড়িয়ে বলছি, ২০১১-তে বদল হয়েছিল, ২০২৪ এ বদলা হবে? কী হবে তো?’ লাভলি এখানেই থেমে যাননি। আর জি কর কাণ্ডে আন্দোলনরত চিকিৎসকদের ‘কসাই’ বলেও কটাক্ষ করেন তিনি। বলেন, ‘দিনের পর দিন আন্দোলনের নামে গরিব, প্রান্তিক মানুষরা মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। দিনের পর দিন ডাক্তাররা কসাইতে পরিণত হচ্ছেন।’

আরও পড়ুন, সন্দীপের গ্রেফতারির দাবি তুলেছিলেন অভিষেকও, এখন স্বস্তিতে তৃণমূল

লাভলির এই শেষের মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর মঙ্গলবার সকালেই তৃণমূলের তরফে তাঁকে সতর্ক করে দেওয়া হয়েছে যাতে এই ধরনের মন্তব্য থেকে তিনি দূরে থাকেন। যদিও লাভলি যে বাম নেতাকে লক্ষ্য করে ‘হুমকি’ দিয়েছিলেন সেই বাম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায় লাভলির বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, ‘এমএলএ ম্যাডাম কতজনকে দেখে নেবেন? আপনার সঙ্গে আদালতে দেখা হবে।’ লাভলিকে সতর্ক করার প্রসঙ্গে বাম নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, ‘সতর্ক করাটা উচিত। পরপর উত্তরবঙ্গের মন্ত্রী, কালনা-ক্যানিংয়ের বিধায়ক, সোনারপুরের বিধায়ক। পুরো কুকথার স্রোত চলছে। হুমকি, উস্কানি চলছে। তবে তৃণমূলের সতর্ক করার কী মানে তাও জানি না। তবে আমি লাভলিদের কাউন্ট করি না। কম বয়স। কিছু বোঝে না। এসব বদহজম।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের জেরে বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ

মাত্র ৪৮-এই সব শেষ! ঘুমের মধ্যেই প্রয়াত ‘কসৌটি জিন্দেগি’-খ্যাত অভিনেতা

‘এই ধরনের মানুষদের মনোনয়ন দেওয়াই ঠিক নয়’, জহরকে নিশানা সৌগতের

যৌন হেনস্থার অভিযোগে সাসপেন্ড অরিন্দম শীল, প্রতিক্রিয়া লীনা গঙ্গোপাধ্যায়ের

‘একজন ছেড়েছেন, আরেকজনও ছাড়ুন,’ নাম না করেই জহর-সুখেন্দুকে নিশানা দেবাংশুর

নির্ধারিত সময়ের আগেই মা হলেন দীপিকা পাড়ুকোন, ছেলে হল না মেয়ে?

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর