নিজস্ব প্রতিনিধি: গত বুধবার ৩ দিনের সফরে আমেরিকা গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবারই তিনি বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। তার আগেই কোভিড ভ্যাকসিন নিয়ে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এক টুইটে তিনি প্রশ্ন তুললেন, মোদি কোন ভ্যাকসিন নিয়ে আমেরিকা গেলেন?
বিশ্ব স্বাস্থ্য় সংস্থা হু (WHO) ভারত বায়োটেকের তৈরি ভ্যাকসিন কোভ্য়াক্সিন-কে স্বীকৃতি দেয়নি। ফলে চাকরি হোক বা পড়াশোনা, কোভ্যাক্সিন নিয়ে বিদেশ পাড়ি দিতে গিয়ে সমস্যায় পড়ছেন অনেকেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই কোভ্য়াক্সিন টিকা নিয়েছিলেন। তাহলে নরেন্দ্র মোদি কীভাবে আমেরিকায় পৌঁছে গেলেন? প্রশ্ন তুলছেন কুণাল ঘোষ। এদিন টুইটারে তিনি লেখেন, মোদিজি কোভ্যাক্সিন নিয়েছেন। আবার আমেরিকায় কোভ্যাক্সিন স্বীকৃত নয়। কিন্তু সেখানে গিয়ে তিনি বহাল তবিয়েতে বৈঠক করছেন। তাহলে প্রকৃত পক্ষে তিনি কোন ভ্যাকসিন নিয়েছেন? কোন ফর্মুলায় এই সমস্যার সমাধান হল, যে কোভ্যাক্সিন টিকা নিয়েও আমেরিকা দাপানো যায়!
Modiji had taken COVAXIN.
USA has not recognised COVAXIN till now.
Modiji has arrived in USA and started meetings.
So, actually which Vaccine had he taken?
Or what is the formula of resolving the problem?
Everybody should know.
Because this COVAXIN problem is still there. pic.twitter.com/Dj2qyBA7m4— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 23, 2021
এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সম্পাদক জানান, আমেরিকা-সহ অন্য়ত্র কোভ্য়াক্সিন সমস্য়ার সমাধান হওয়া জরুরি। সাধারণ মানুষ এই টিকা নিয়ে আমেরিকায় গিয়ে সমস্য়ার মুখে পড়ছেন। অপরদিকে প্রধানমন্ত্রী বহাল তবিয়তে সেখানে ঘুরে বেড়াচ্ছেন। এর পিছনে আসল রহস্য় কী সেটা সকলের জানার অধিকার আছে। তাঁর প্রশ্ন, মোদি কি আমেরিকায় গিয়ে ফের একবার ভ্যাকসিন নিয়েছেন, নাকি তিনি রাষ্ট্রনেতা বলেই ছাড় পেলেন? আর এদেশ থেকে সাধারণ নাগরিকরা গেলে তাঁদের ক্ষেত্রে আলাদা নিয়ম কেন? কুণাল ঘোষ টুইট করার পরই জাতীয় রাজনীতিতে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে।