30ºc, Haze
Sunday, 2nd April, 2023 6:13 pm
নিজস্ব প্রতিনিধি: ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির থিম সং (Theme Song) এর উদ্বোধন করল তৃণমূল কংগ্রেস। রবিবার তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ (Sayani Ghosh), আইটি সেল ইনচার্জ (IT Cell Incharge) দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya), তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের (Trinangkur Bhattacharya) উপস্থিতিতে তৃণমূল ভবনে থিম সংটি প্রকাশ করা হয়।
প্রসঙ্গত রাজ্যজুড়ে বিভিন্ন এলাকায় মানুষকে সামাজিক সুরক্ষার বার্তা দিতে দিদির সুরক্ষা কবচ নামে নয়া কর্মসূচি নিয়ে এসেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। জনমুখী সরকারি প্রকল্পগুলির সুযোগ সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে কি না তার খোঁজ নিয়ে সমস্যা সমাধান করাই লক্ষ্য তৃণমূলের। প্রকল্পটি আগে শুরু হলেও এর মিউজিক ভিডিও উদ্বোধন হয়নি সেই সময়। রবিবার দলের তরফে সেই থিম সং প্রকাশ করা হল। তৃণমূল সূত্রে খবর, থিম সংটি গেয়েছেন জিৎ গাঙ্গুলি। সুরও দিয়েছেন তিনি।
মিউজিক ভিডিয়োটিতে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ ও রাড়বঙ্গের প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরা হয়েছে। বাংলার বিভিন্ন সাংস্কৃতিক উৎসব ও চর্চার ছবিকে তুলে ধরা হয়েছে ভিডিওতে। পুরুলিয়ার ছৌ নাচ, শান্তিনিকেতনের বাউল গান, সাঁওতালি নাচ-সহ বাংলার দুর্গাপুজোর ছবি ধরা হয়েছে থিম সং এর ভিডিওতে। এদিন তৃণমূলের যুব নেতা-নেত্রীরা সাংবাদিক সম্মেলনে বলেন, ‘ক্ষমতায় আসার পর থেকেই আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যেমে জনগণের কাছে পৌঁছতে চেয়েছি। কাজ করতে গিয়ে মানুষের কাছে বাধা আসে। অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তবে সেগুলিকে ছেড়ে এগিয়ে যেতে হয়। আর তৃণমূল কংগ্রেস সমস্ত বাধা-বিঘ্ন কাটিয়ে এগিয়ে যাচ্ছে।’