নিজস্ব প্রতিনিধি: বিজেপির বিরুদ্ধে ফের সুর সপ্তমে নিয়ে গেলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। শুক্রবার বিকেলে ভবানীপুরে ভোট প্রচারে এসে বিজেপিকে তীব্র আক্রামণ করলেন তিনি। সেই সঙ্গে অসময়ে ভোট নিয়েও সাফাই দিয়েছেন তিনি। এদিন বিজেপিকে আক্রমণ করতে গিয়ে তিনি বলেন, বিজেপি জানে আমি মাথা নত করি না, তাই আমাকে সর্বশক্তি দিয়ে হারানোর চেষ্টা করেছিল। আমাদের ফোন পোগাসাসে ট্য়াপ হয়েছে, এমনকি আমার ফোনও ট্য়াপ করা হয়েছিল। এরা করতে পারে না এমন কাজ নেই।
এছাড়া তিনি বলেন, ভবানীপুর থেকে ঝুঁকি নিয়েই নন্দীগ্রাম গিয়েছিলাম। ঝুঁকি নিয়েই সেখানে দাঁড়িয়েছিলাম। নন্দীগ্রামে ভোটে কারচুপি হয়েছে, আগে বুঝতে পারিনি নন্দীগ্রামে চক্রান্ত হবে। তাই অসময়ে বাধ্য় হয়ে নির্বাচন করতে হচ্ছে, ছয় মাসের মধ্য়ে ভোটে জিতে বিধায়ক না হতে পারলে আমি মুখ্যমন্ত্রী থাকতে পারবো না। একুশের ভোটের প্রসঙ্গ তুলে মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, ভোটে বিজেপি নেতারা ডেলি প্য়াসেঞ্জারি করেছেন। ৫০টা বিমান-হেলিকপ্টার নিয়ে এবেলা-ওবেলা দিল্লি যাতায়াত করেছেন। সর্বশক্তি দিয়ে হারানোর চেষ্টা করেছিল বিজেপি। এজেন্সি দিয়ে, অস্ত্র দিয়ে ভোট করেছে ওরা, অন্য়ায়ভাবে বিজেপি ক্ষমতা দখলের চেষ্টা করেছে। তবুও জিততে পারেনি।
ভবানীপুরে তাঁকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে মমতা বলেন, প্রাকৃতিক দুর্যোগ হলেও ভোট দিতে যাবেন। মাথায় ছাতা নিয়ে ভোট দেবেন। কারণ ভবানীপুর হেরে গেলে ভারতবর্ষ হেরে যাবে। এছাড়া লাগাতার বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ নিয়ে তিনি এদিন বিরোধীদের অভিযোগ খারিজ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর উপনির্বাচনের প্রচারে তাঁর দাবি, আগের তুলনায় জল জমার সমস্যার মুখোমুখি হতে হয় না কলকাতাবাসীকে। তবে তিনি কলকাতাবাসীকে সতর্কও করেছেন। মুখ্যমন্ত্রীর কথায়, কলকাতা-সহ গোটা রাজ্য়েই এখন লোডশেডিং হয়না। তাই বৃষ্টিতে জল জমলে কেউ যেন লাইটপোস্টে হাত না দেয় সেই আবেদনও করেন মুখ্য়মন্ত্রী।