এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

২০২৪ এর ভোট তৃণমূল একাই লড়বে, ঘোষণা মমতার

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদ(Murshidabad) জেলার সাগরদিঘী(Sagardighi) বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এদিন তৃণমূল কংগ্রেসকে(TMC) ধাক্কা দিয়েছে সন্দেহ নেই। কিন্তু সেই ধাক্কা কাটিয়ে দল যে আবারও ঘুরে দাঁড়াবে সেকথা দৃঢ় ভাবে এদিন জানিয়ে দিলেন বাংলার অগ্নিকন্যা তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। শুধু তাই নয়, আগামী দিনে বাংলার মাটিতে তৃণমূল কংরেস একাই রাম-বাম-কংগ্রেসের রামধনু জোটের বিরুদ্ধে লড়াই করবে সেটাও এদিন জানিয়ে দিয়েছেন মমতা। সঙ্গে এটা জানাতে ভোলেননি যে, ২০২৪ এর লোকসভা নির্বাচনেও(2024 General Election) তৃণমূল বাংলায় তথা দেশে একাই লড়াই করবে।

আরও পড়ুন সুপ্রিম রায়ে গণতন্ত্রের জয়, ট্যুইট মমতার

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী বিধানসভা কেন্দ্রে ৩ বারের বিধায়ক ছিলেন সুব্রত সাহা। তৃণমূলের এই নেতার হাত ধরেই ২০১১ সালে প্রথমবার মুর্শিদাবাদের মাটিতে ফুটেছিল ঘাসফুল। ২০১৬ ও ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও তিনি জয়ী হয়েছিলেন। এমনকি হয়েছিলেন রাজ্যের মন্ত্রীও। একুশের ভোটে তাঁর জয়ের ব্যবধান ছিল প্রায় ৫০ হাজার। তাঁর মৃত্যুর জেরেই সাগরদিঘীতে উপনির্বাচন হয়। সেই নির্বাচনেই এদিন দেখা গেল কংগ্রেস জিতল প্রায় ২৩ হাজার ভোটের ব্যবধানে। সেই পরিপ্র্বেক্ষিতেই এদিন নবান্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাংবাদিকেরা প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন তৃণমূলের এই পরাজয়ের পরে দলের নীতি কী হবে? সেই প্রশ্নের উত্তরেই কার্যত সোজা পথেই খেলেছেন মমতা। সাফ জানিয়ে দিয়েছেন, ‘সাগরদিঘিতে অনৈতিক জোট হয়েছে বিজেপি, কংগ্রেসের। আমাদের কাছে এটা শিক্ষা। এই হার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের কংগ্রেস এবং সিপিএমের কথা শোনা উচিত না। তবে তৃণমূল এই তিন দলকে একসঙ্গে হারানোর জন্য প্রস্তুত। আমরা ওঁদের কারওর সঙ্গে যাব না। একা লড়াই করব। মানুষের সঙ্গে জোটে লড়বে তৃণমূল। লোকসভায় মানুষের জোটে লড়বে তৃণমূল। যারা কংগ্রেস-সিপিএমকে ভোট দেবেন তাঁরা বিজেপিকে(BJP) ভোট দেবেন। এই সত্য প্রমাণিত হয়ে গিয়েছে। আমি বিশ্বাস করি যারা বিজেপিকে হারাতে চান তাঁরা আমাদেরই  ভোট দেবেন।’ 

আরও পড়ুন ৫০০০ বেড ও ৬০০ শিশু চিকিৎসক প্রস্তুত, চালু করা হল হেল্পলাইন নম্বর

বস্তুত ২০১১ সালের বিধানসভা নির্বাচন ব্যতীত তৃণমূল পরবর্তীকালে আর কোনও দলের সঙ্গেই কোনও জোট গড়ে লড়াই করেনি বাংলার মাটিতে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল একা লড়াই করেছিল, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল একা লড়াই করেছিল, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল একা লড়াই করেছিল, ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও তৃণমূল একা লড়াই করেছিল। সম্প্রতি কংগ্রেস থেকে বার্তা দেওয়া হয়েছিল, জাতীয় স্তরে তাঁরা তৃণমূলের মতো আঞ্চলিক দলগুলিকে নিয়ে জোট গড়ে তাঁরা লড়াই করবে বিজেপির বিরুদ্ধে। কিন্তু সাগরদিঘী নির্বাচনে পরিষ্কার হয়ে গিয়েছে, বাংলার মাটিতে তৃণমূলকে হারাতে কংগ্রেস নিজেই বিজেপির হাত ধরে চলছে। বামেরা তো কংগ্রেসের সঙ্গে আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তাই মমতার স্পষ্ট বার্তা ২০২৪ এর লোকসভা নির্বাচন তৃণমূল একাই লড়বে বাম-বিজেপি আর কংগ্রেসের বিরুদ্ধে। বাংলার মাটিতেও, দেশের মাটিতেও।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পার্থর অফিসকে দলীয় প্রচারে কাজে লাগাচ্ছে না তৃণমূল

দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের দাপট আগামী ৫ দিন জারি থাকবে

দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা নিয়ে বৈঠকে মুখ্যসচিব

ভরা গ্রীষ্মের দুপুরে কোচ বিভ্রাটে ধাক্কা মেট্রোর পরিষেবায়

১৪’র ভোটে হারা প্রার্থীকেই ফের অভিষেকের বিরুদ্ধে দাঁড় করাল বিজেপি

শোভাযাত্রার নামে রামনবমীতে কোনও বাইক মিছিল চলবে না কলকাতায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর