এই মুহূর্তে

শীতের ঝোড়ো ব্যাটিং শুরু, কলকাতায় পারদ নামল ১৩ ডিগ্রির ঘরে

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে শীতের ঝোড়ো ইনিংস শুরু। ডিসেম্বরের মাঝেই শহর জুড়ে ফুরফুরে মেজাজ। কলকাতায় পারদ নামল ১৩ ডিগ্রিতে। শীতের ব্যাটিংয়ে দুর্দান্ত ‘স্কোর’, আজ থেকেই কলকাতায় জাঁকিয়ে ঠাণ্ডা পড়ছে। কম্বলে মুড়ি দিয়ে বা গায়ে গরম পোশাক জড়িয়ে শীতের জমিয়ে মজা নেওয়ার দিন শুরু হল। বৃহস্পতিবারের তুলনায় শুক্রে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়লেও, তাতে একেবারেই অখুশি নন কলকাতাবাসী, বরং ‘দিলখুশ’ কলকাতাবাসীর। শুক্রবার ১৩ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। স্বাভাবিকভাবেই মনটা ‘বেড়ু বেড়ু’ হয়ে উঠেছে বাঙালির। শুক্রবার সকাল থেকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ১৪ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি সেলসিয়াস কম।

বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৩ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি সেলসিয়াস কম। আবহাওয়া দফতর থেকে আরও জানানো হয়েছে, আগামী রবিবার অর্থাৎ ১৫ ডিসেম্বর পর্যন্ত কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। আগামী ৫ দিন কলকাতার তাপমাত্রার বিশেষ পরিবর্তন হচ্ছে না। পাশাপাশি বৃষ্টিরও কোনও পূর্বাভাস নেই। কলকাতার পাশাপাশি একাধিক জেলাতেও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবেনা। হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের ৪ জেলাতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। যে তালিকায় রয়েছে, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম।

এছাড়াও শনি ও রবিবার বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত এমনই হাড়কাঁপুনি ঠাণ্ডা থাকবে কলকাতায়। এছাড়াও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়াতে সকালের দিকে কুয়াশার দাপট দেখা যাবে। পাশাপাশি কলকাতা-সহ একাধিক জেলাতেও সকালের দিকে কুয়াশা দেখা যাবে। তবে বেলা বাড়তেই সকালের দৃশ্যমানতা বাড়বে। অন্যদিকে জাঁকিয়ে শীত পড়বে উত্তরবঙ্গেও। যার ফলে পাহাড়ে বেড়াতে যাওয়ার আনন্দ হবে দ্বিগুণ, তাই আগেভাগেই দার্জিলিং-সহ পাহাড়ের টিকিট কেটে রেখেছেন তো?

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নব নালন্দা স্কুলে কাচ ভেঙে আহত পড়ুয়া, অভিভাবকদের সঙ্গে মঙ্গলেই বৈঠকে কর্তৃপক্ষ

পরিচয় ভাঁড়িয়ে শ্রমিকের কাজ, সোনারপুর থেকে গ্রেফতার ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী

বিয়ের মরসুম শুরুর মুখে ৮১ হাজার ছুঁইছুঁই সোনা, আমজনতার কপালে চিন্তার ভাঁজ

‘বিষাক্ত’ স্যালাইন-কাণ্ড গড়াল কলকাতা হাইকোর্টে, দায়ের জনস্বার্থ মামলা

কালনায় পিঠে-পুলি উৎসব ঘিরে ধুন্ধুমার কাণ্ড, হুড়ুহুড়িতে আহত বেশ কয়েকজন

আইআইটি ছাত্রের রহস্যমৃত্যুতে নড়েচড়ে বসেছে প্রশাসন, নমুনা সংগ্রহ ফরেনসিক টিমের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর