এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

৩ মাসের জন্য বিদ্যাসাগর সেতুতে যান নিয়ন্ত্রণের পথে রাজ্য

নিজস্ব প্রতিনিধি: সাঁতরাগাছি সেতুর(Santragachi Bridge) ওপর রাস্তায় থাকা জয়েন্ট পরিবর্তনের কাজ কার্যত শেষের পথে। আশা করা যাচ্ছে বড়দিনের আগেই সেই সেতু খুলে দেওয়া হবে সব ধরনের যানবাহণের জন্য। কিন্তু গল্পটা সেখানেই শেষ হয়ে যাচ্ছে না। যারা নিত্যদিন বিদ্যাসাগর সেতু(Vidyasagar Setu) দিয়ে যাতায়াত করেন তাঁরা এবার একটু ধৈর্য্যের পরীক্ষা দেওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে ফেলুন। কেননা আগামী নতুন ইংরেজি বছরের প্রথম ৩ মাস বিদ্যাসাগর সেতু দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ(Traffic Restrictions) করতে চলেছে রাজ্য সরকার(West Bengal State Government)। কেননা ওই সেতুর ১৮টি কেবল পরিবর্তন করা হবে। গোতা কাজ শেষ হতে খুব কম করেও ৩ মাস সময় লাগবে। এই ৯০ দিন সেতুর ওপর মাত্র ১টি লেন দিয়ে দুই দিকের যানবাহণ চালানো হবে। যার অর্থ সেতুর দুই দিকেই প্রবল যানজটের পাশাপাশি যানবহণের লম্বা লাইন পড়তে চলেছে। যদিও এই যান নিয়ন্ত্রণের পালা ঠিক কবে থেকে শুরু হতে চলেছে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। তবে জানুয়ারি মাসেই সেই কাজ শুরু হয়ে যাবে যা মার্চ মাস পর্যন্ত চলতে পারে।

আরও পড়ুন আবারও নন্দকুমার মডেলে বাম-বিজেপি জোট সমবায়ের ভোটে

দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু দিয়ে যান চলাচল শুরু হয়েছিল ১৯৯২ সালে। ৮২৩ মিটার দীর্ঘ সেতুটি ভারতের দীর্ঘতম কেবল(Cable) সেতু। দিনে কয়েক হাজারের বেশি ছোট-বড় গাড়ি যাতায়াত করে সেখান দিয়ে। কলকাতার সঙ্গে দক্ষিণবঙ্গ কিংবা ভিন্ রাজ্যের যোগাযোগের অন্যতম যোগসূত্র এটি। ফলে যানবাহনের অত্যধিক চাপের জন্য সেতুর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ রয়েছেই। এ জন্য বছর তিনেক আগে বিশেষজ্ঞদের দিয়ে স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট তৈরি করানো হয়েছিল। সেতুর দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের কথা ভেবে সেখানে কিছু ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। সেই প্রস্তাব মতো গত বছরের শেষ দিক থেকেই সেতুর রক্ষণাবেক্ষণের কাজ শুরু করে দেয় সেতুটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ‘হুগলি রিভার ব্রিজ কমিশনার্স’(HRBC) বা এইচআরবিসি। সেই সুত্রেই সেতুর ওপরকার দুটি দিকেরই জয়েন্ট রিপ্লেসমেন্টের কাজ শেষ হয়েছে চলতি বছরেই। তারপর আরও একদফা সেতুটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেই সময় একদিন ৬ ঘন্টা সেতুর ওপর সম্পূর্ণ ভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। সেই স্বাস্থ্য পরীক্ষা করার পরেই বিশেষজ্ঞরা সেতুর ১৮টি কেবল বদলের সুপারিশ করেন। সেই প্রস্তাব মেনেই আগামী বছরের শুরুর দিকেই সেই কাজ সেরে ফেলতে চায় নবান্ন।

আরও পড়ুন বাংলাজুড়ে ১০ লক্ষ নাম বাদ গেল আবাস যোজনা প্রকল্পে

তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওই সময় সেতুর ওপর যান নিয়ন্ত্রণ করা হবে। যাত্রীবাহী বাস, ছোট গাড়ি, দুই চাকার যান ছাড়া আর কোনও গাড়ি ওই সময় সেতুর ওপর দিয়ে চালানো হবে না। বিশেষ করে ভারী ও বড় পণ্যবাহী গাড়ির চলাচল ওই সময় সম্পূর্ণ ভাবে বন্ধ থাকবে। পণ্যবাহী গাড়ি কলকাতায় ঢোকার ক্ষেত্রে বা শহর থেকে বাইরে বেড়িয়ে যাওয়ার ক্ষেত্রে রবীন্দ্র সেতু ও নিবেদিতা সেতু ব্যবহার করবে। কিন্তু তারপরেও দিনের ব্যস্ত সময়ে সেতুর দুই দিকেই তীব্র যানজট হবে এমনটাই মনে করছেন পুলিশ থেকে নানা মহলের আধিকারিকেরা। আর তার জেরে টানা ৩ মাস অশেষ দুর্ভোগের মুখে পড়তে চলেছেন এই সেতু দিয়ে নিত্যদিন যাতায়াত করা কয়েক হাজার মানুষ। সাঁতরাগাছি সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়ে গেলেই বিদ্যাসাগর সেতুর ওপর যান নিয়ন্ত্রণের দিনক্ষণ ঠিক করা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। ওই সময় বিদ্যাসাগর সেতুর দুই দিকেই যান চলাচল নিয়ন্ত্রণের জন্য সব পক্ষের সাহায্য দরকার বলেই কলকাতা পুলিশ ও হাওড়া পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা জানিয়েছেন। খুব শীঘ্রই এই কারণে নবান্নে একতি উচ্চপর্যায়ের বৈঠক বসতে চলেছে। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব, পরিবহণ মন্ত্রী, পূর্তমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন কলকাতা ও হাওড়া পুলিশের ট্রাফিক বিভাগের আধিকারিকেরা, পোর্ট ট্রাস্টের আধিকারিকেরা এবং এইচআরবিসি’র আধিকারিকেরা। সেখানেই সেতুর যান নিয়ন্ত্রণ ও তার দিনক্ষণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানা গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বেঙ্গল কেমিক্যালের সামনে দুর্ঘটনায় জখম শিশুর মৃত্যু, বিক্ষোভ স্থানীয়দের

১৮ বছর ধরে বসবাস হেলে পড়া বাড়িতে, খাস কলকাতাতেই

বাংলার সব হাসপাতালে Heat Stroke Ward খোলার নির্দেশ স্বাস্থ্যভবনের

রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা

তাপপ্রবাহে বিদ্যুৎ বিভ্রাট রুখতে জরুরি বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী অরূপ

প্রথম দফার ৩ আসনেই জিতবে তৃণমূল, আত্মবিশ্বাসী চন্দ্রিমা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর