এই মুহূর্তে




কসবাকাণ্ডে বেলাগাম মদন! শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে শোকজ তৃণমূলের




নিজস্ব প্রতিনিধি : কসবাকাণ্ডে মদন মিত্রকে শোকজ করেছে দল। শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে জবাব তলব করা হয়েছে। ৩ দিনের মধ্যে জবাব দিতে হবে কামারহাটির বিধায়ক মদন বিধায়ককে। চিঠিতে বলা হয়েছে, অযাচিত অপ্রয়োজনীয় ও অসংবেদনশীল মন্তব্য করা হয়েছে। তাই জন্য তাঁকে শোকজ করা হয়েছে।

তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি মদন মিত্রকে চিঠি দিয়ে জানিয়েছেন, তিনি যেধরনের মন্তব্য করেছেন। তারসঙ্গে দল একমত নয়। তিনি দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন। তিনি কেন অযাচিত মন্তব্য করেছেন? কীভাবে এই ধরনের মন্তব্য করতে পারলেন সেই নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মন্তব্যের জেরে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে।

চিঠিতে লেখা হয়েছে, কসবায় আইন পড়ুয়া এক ছাত্রীর প্রতি অত্যন্ত ঘৃণ্য এবং নিদারুণ দুঃখজনক ঘটনা ঘটে গেছে। অত্যন্ত সংবেদনশীল এই দুঃখজনক পাশবিক অত্যাচারের ঘটনায় পার্টির সর্বোচ্চ নেতৃত্ব বিশেষভাবে দুঃখপ্রকাশ করেছে এবং কঠোরভাবে এই ঘটনার নিন্দা হয়েছে। এই ঘটনায় তাঁর অযাচিত, অপ্রয়োজনীয় এবং অসংবেদনশীল মন্তব্য দলের ভাবমূর্তিকে আঘাত করেছে। এই ঘটনায় দলের কঠোর ভাবমূর্তি নষ্ট হয়েছে। আগামী ৩ দিনের মধ্যে জবাব দিতে হবে।

জানা গিয়েছে,মদন মিত্র বলেছিলেন, ওই ছাত্রী একা কেন গিয়েছিলেন? কাউকে নিয়ে গেলে এই ঘটনা ঘটত না।  এই ঘটনায় মদন মিত্রের মন্তব্যের কড়া নিন্দা করেছেন বিরোধীরাও। দলও বিষয়.টি ভালভাবে নেয়নি তা স্পষ্ট করে দেওয়া হয়েছে।  কসবা থানা এলাকার কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। খাস কলকাতায় কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। কসবার ল-কলেজে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ধৃত মূল অভিযুক্ত কলেজেরই প্রাক্তনী বলে অভিযোগ।  চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে নির্যাতিতার মেডিক্যাল টেস্ট করানো হয়েছে। নমুনা সংগ্রহের জন্য ঘটনাস্থলে গিয়েছে ফরেন্সিক টিম। কসবার আইন কলেজে তরুণী ধর্ষণ ঘটনায় স্বতঃপ্রণোদিত ভাবে পদক্ষেপ নিয়েছে জাতীয় মহিলা কমিশন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

NCW র নোটিশ খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টে বীরভূমের SP

রাতভর বৃষ্টিতে জল জমেছে শহরের একাধিক জায়গায়, কেমন থাকবে মঙ্গলের আবহাওয়া?

অরফানগঞ্জ সমস্যা আলোচনায় না মিটলে ফোর্স ব্যবহার করা হবে বলে জানিয়ে দিলেন ফিরহাদ

মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা জারি ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায়

বুধবারের ‘কর্মনাশা’ ধর্মঘট নিয়ে কড়া রাজ্য, অনুপস্থিত থাকলে কাটা যাবে বেতন

রাজ্যের নতুন গোয়েন্দা প্রধান হলেন সিদ্ধিনাথ গুপ্তা, সরলেন জ্ঞানবন্ত সিং

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ